মাবব শরীরের জন্য 5G নেটওয়ার্ক কতটা ইতিবাচক প্রভাব পরবে? বিজ্ঞানীরা কি বলছেন

আমাদের যারা মোবাইল ব্যবহার করি তারা কেউই জানা বাকি নেই ইন্টারনেট সম্পর্কে। ইন্টারনেট ছাড়া মোবাইল কম্পিউটার অচল মনে হয়।আর সবচেয়ে বিরক্তকর জিনিস হচ্ছে ইন্টারনেট এর ধীর গতি। ইন্টারনেট ধীর গতির ফলে অনেকে ইন্টারনেট ব্যবহার থেকে কিছু সময় বিরত থাকলেও ইন্টারনেট ছাড়া থাকা প্রায় অসম্ভবই বলা যায়।

ইন্টারনেট স্পিড এর উপর সবসময় কাজ করে যাচ্ছে সিম কম্পানি সংস্থা গুলো।সেই সাথে মোবাইল কোম্পানি গুলাও ইন্টারনেট গতির জন্য ফোন গুলো আপডেট করে যাচ্ছে।২জি থেকে এখন আমরা ৪জি তে আছি।এখন মোটামোটি ভালই স্পিড পাওয়া যায়।অনেক প্রতিষ্ঠান আছে সম্পুর্ন ইন্টারনেট নির্বর। কাজের গতি আরো উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সরকার ৫জি নিয়ে ইতি পুর্বে কাজ শুরু করে দিয়েছে।এতে কাজের গতি বাড়িয়ে অনেক বেরে যাবে।সেই সাথে অনেক সময় বাচবে।

images 25

5G ইন্টারনেট এর অনেক সুবিধা থাকলেও এটি মাবব শরীরের জন্য 5G নেটওয়ার্ক কতটা ইতিবাচক প্রভাব পরবে তা দেখে নেই।কি বলছেন বিজ্ঞানীরা।

৫ জি নেটওয়র্ক কী?

5G নেটওয়ার্ক কতটা ইতিবাচক প্রভাব পরবে তা দেখার আগে 5G নেটওয়ার্ক কী এটা জেনে নেওয়া যাক। ওয়্যারলেস তথ্যের ক্ষেত্রে অত্যন্ত দ্রুত গতির নেটওয়ার্ক এটি। ৪ জি-র তুলনায় উচ্চ ফ্রিকোয়েন্সির নেটওয়ার্ক ৫জি। অর্থাৎ এটি খুব বেশি দূরে ফ্রিকোয়েন্সি যায় না, ফলে ঘরবাড়ি থাকলে ৫জি-র ফ্রিকোয়েন্সি ইন্টারনেট গতি বার বার বাধাপ্রাপ্ত হয়। ফলে ফোনের সঙ্গে কানেক্টে করার জন্য অনেক বেশি অ্যান্টেনার প্রয়োজন হবে। এটাই চিন্তায় ফেলেছে বিশেষজ্ঞদের। ৫ জি নেটওয়ার্কের ক্ষেত্রে প্রচুর ছোট ছোট অ্যান্টেনা দরকার হয়।তার মানে হচ্ছে অনেক বেশি টাওয়ার স্থাপন করা হবে।তাই রেডিও ওয়েভের চেয়েও বেশি এর প্রত্যক্ষ সংস্পর্শে আসতে হতে পারে আমাদের।

5G নেটওয়ার্ক এর স্পিড বা গতি কেমন হবে?

বিশেষজ্ঞরা বলছেন, ৫জি বোলেট-গতিতে দৌড়াবে। ইন্টারনেটের স্পিডের ধারণাই পাল্টে যাবে বলে মনে করছেন অনেক সংস্থা। তার মানে আমরা যে বর্তমানে ৪জি ইন্টারনেট ব্যবহার করতেছি তা থেকে কয়েক গুন বেশি স্পিড পাওয়া যাবে ৫জি নেটওয়ার্কে। কিছু দিন আগে ভারতে ৫জি-র লাইভ ডেমো দেখিয়েছে এরিকসন সংস্থা। ইন্টারনেট স্পিড ডেমোতে দেখা গিয়েছে, ৫.৭ গিগাবাইট প্রতি সেকেন্ড স্পিড দিচ্ছে ৫জি ইন্টারনেট ।যা বর্তমান ৪জি ইন্টারনেট থেকে কয়েক গুন বেশি স্পিড। তো বলাই যায় ৫জি নেটওয়ার্ক প্রযুক্তি বিজ্ঞানে আমুল পরিবর্তন নিয়ে আসতে চলছে।

মানব দেহের ওপর রেডিও তরঙ্গের কী প্রভাব পরবে?

5G নেটওয়ার্ক প্রযুক্তি বিজ্ঞানে আমুল পরিবর্তন নিয়ে আসলেও তা মানব দেহের রেডিও তরঙ্গের প্রভাব পরবে কি না তাও যেনে নেওয়া দরকার।সব কিছু পরিপূর্ণ ভাল হয় না।কিছু না কিছু খারাপ দিক থাকবেই। তাই 5G প্রযুক্তির ফলে মানব দেহের রেডিও তরঙ্গের প্রভাব পরবে। 5G প্রযুক্তির রেডিওফ্রিকোয়েন্সি মানবদেহের তাপমাত্রা খুব সামান্য বৃদ্ধি করতে পারে। তবে অ্যানসেস বিশেষজ্ঞ অলিভিয়ার মার্কেলের মতে এই প্রযুক্তি ঘুমের ব্যাঘাত ঘটায় এবং স্ট্রেস বাড়ায়।

5G নেটওয়ার্ক কি ক্যান্সারের ঝুঁকি বাড়াবে?

মানব দেহের রেডিও তরঙ্গের প্রভাব এর ফলে ঘুমের ব্যাঘাত ঘটায় এবং স্ট্রেস বাড়লেও রেডিও ফ্রিকোয়েন্সি রেডিশনের শ্রেণীবিন্যাস করার মধ্যে দিয়ে জানা যায় যে, এই রেডিয়েশনের মাধ্যমে মানবদেহে ক্যান্সার হতে পারে – এর পুরোপুরি প্রমাণ পাওয়া যায়নি। তার মানে ক্যান্সার হওয়ার সম্ববনা কম। তবে কৃত্রিম উপায়ে প্রক্রিয়াজাত করা সবজি এবং ট্যালকম পাউডার ব্যবহারের ক্ষেত্রে সমান ঝুঁকি রয়েছে।

আসা করি পোস্টটি আপনাদের ভালো লেগেছে সেই সাথে পোস্টটি অনেক ইনফরমেটিব ছিলো।
পোস্টটি ভালো লাগলে বন্ধুদের সাথে সেয়ার করে আপনাদের বন্ধুদেরকে জানার সুযোগ করে দিন। সেই সাথে নিয়মিত ভিজিট করুন আমাদের সাইটে।
ধন্যবাদ সম্পুর্ন পোস্টট পড়ার জন্য।

Share the article..

Leave a Comment