নিজের ভোটার আইডি কার্ড দেখবো কিভাবে | অনলাইন থেকে কিভাবে আইডি কার্ড সংগ্রহ করবেন

আসসালামু আলাইকুম।আসা করি সবাই ভালো আছেন।আজকে আপনাদের সাথে সেয়ার করবো যারা নতুন ভোটার হয়েছেন কিন্তু ভোটার আইডি কার্ড পাননি।তারা চাইলে অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন।অনলাইন থেকে আপনার আইডি কার্ড সংগ্রহ করুন।

আমরা ২০১৯ সালের শেষের দিকে আইডি কার্ডের জন্য ছবি তুলে আসি।৬ মাসের মধ্যে আইডি কার্ড অনলাইনে চলে আসলেও আমরা এখনো আইডি কার্ড পাই নাই। কিভাবে অনলাইন থেকে আইডি কার্ড পাবো তাও জানি না।আর এই সুযোগ বুঝে কিছু অসাধু মানুষ টাকার বিনিময়ে আইডি কার্ড বের করে দিচ্ছে তাছাড়া অনেক ভোগান্তি তো আছেই।তাই আপনাদের জন্য নিয়ে আসলাম কিভাবে অনলাইনে আইডি কার্ড পাবো।অনলাইন থেকে আপনার আইডি কার্ড সংগ্রহ করুন।

IMG 1606703132327

অনলাইন থেকে আপনার আইডি কার্ড সংগ্রহ করুন

এর জন্য আপনাকে কোনো প্রকার টাকা গুনতে বা দিতে হবে না।আপনি সম্পুর্ন ফ্রিতে অনলাইনে আইডি কার্ড ফিতে পেয়ে যাবেন এবং আপনি চাইলে আপনার আইডি কার্ডটি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন।এবং আপনি ডাউনলোড করা পিডিএফ ফাইলটি প্রিন্ট করে নরমাল আইডি কার্ড হিসাবে ব্যবহার করতে পারবন।

স্মার্ট কার্ড পেতে প্রায় ২থেকে ৩ বছর লেগে যায়।আর এতো দিনে আপনার আইডি কার্ড এর অনেক কাজ লাগতে পারে। যতদিন আপনার স্মার্টকার্ড হাতে না পাবেন ততদিন এই আইডি কার্ড দিয়ে আপনার যাবতীয় কাজ সম্পাদন করতে পারবেন।এতে আপনার কোনো সমস্যা হবে না।

কীভাবে অনলাইনে এনআইডি কার্ড বের করবো?

Step:-01

প্রথমে নিছের লিংকে প্রবেশ করুনঃ https://services.nidw.gov.bd/voter_center

তারপর ফর্ম নাম্বার,জন্ম তারিখ এবং ক্যাপচা পূরন করে ভোটার তথ্য দেখুন।ফর্ম নাম্বার বলতে আপনি আইডি কার্ড এর জন্য আবেদন করার সময় যে একটু স্লিপ পেয়েছেন অইটার নাম্বার।

Step:-02

ফর্ম নাম্বার,জন্ম তারিখ এবং ক্যাপচা পূরন করার পর আপনাদের অন্য একটি পেইজে নিয়ে যাবে।এখানে আপনার এনআইডি কার্ড নাম্বার পেয়ে যাবেন।এখানে ২টা এনআইডি নাম্বার পাবেন।কিন্তু আপনি ১০ সংখ্যার এনআইডি নাম্বারটি কপি করুন।

Step:-03

নাম্বার কপি হয়ে গেলে নিচের লিংকে প্রবেশ করুনঃ

https://services.nidw.gov.bd/registration

তারপর আপনি রেজিষ্ট্রেশন এবং লগিন ২টা বাটন দেখতে পাবেন। আপনি অবশ্যই রেজিষ্টার এ ক্লিক করুন।

Step:-04

তারপর আপনি যে ১০সংখ্যার একটি নাম্বার কপি করছেন অই এনআইডি নম্বর,জন্ম তারিখ এবং ক্যাপচা পূরন করে একাউন্ট তৈরী করুন।আসা করি একাউন্ট তৈরি করতে কোনো প্রকার সমস্যা হবে না।

রেজিষ্ট্রেশন কমপ্লিট হল তারপর লগিন করুন।

লগইন করার পর আপনার এনআইডি কার্ডের যাবতীয় তথ্য দেখতে পারবেন।এবং সেখান থেকে আপনার এনআইডির কপি ডাউনলোড করতে পারবেন।এই তো হয়ে গেলো অনলাইন থেকে আপনার আইডি কার্ড সংগ্রহ করুন।

আপনি চাইলে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে আপনার তথ্যও পরিবর্তন করতে পারবেন।তবে এতে আপনাকে ফি জমা দেওয়া লাগবে।

কোনো সমস্যা হলে কমেন্ট করবেন।আমি আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করবো।

কীভাবে অনলাইনে এনআইডি কার্ড আবেদন করবো?

নতুন ভোটার হতে চাইলে আপনি বাসাই বসেই আবেদন করতে পারেন। কীভাবে অনলাইনে এনআইডি কার্ড আবেদন করবো। অনলাইনে এনআই কার্ড আবেদন করতে নিচের লিংকে প্রবেশ করুনঃ https://services.nidw.gov.bd/new_voter

যাবতীয় ইনফরমেশন দিয়ে আবেদন করে নিন।তারপর আপনাকে ছবি তুলার জন্য ডাকা হবে ছবি তুলে আসবেন।তারপর ৬মাস অপেক্ষা করতে হবে অনলাইনে এনআইডি কার্ড পাওয়ার জন্য।

অনেকের কাছে মানুষ এইসব করার জন্য টাকা খুজঁছে এটার জন্য কোনো টাকা প্রয়োজন হয় নাই।আপনি নিজেই অনলাইনে এনআইডি কার্ড বের করতে পারবেন। এবং অনলাইনে আইডি কার্ড এর জন্য আবেদনও করতে পারবেন।

আসা করি পোস্টটি আপনাদের ভালো লেগেছে সেই সাথে পোস্টটি অনেক ইনফরমেটিব ছিলো।

পোস্টটি ভালো লাগলে বন্ধুদের সাথে সেয়ার করে আপনাদের বন্ধুদেরকে জানার সুযোগ করে দিন। সেই সাথে নিয়মিত ভিজিট করুন আমাদের সাইটে।

ধন্যবাদ সম্পুর্ন পোস্টট পড়ার জন্য।

Share the article..

1 thought on “নিজের ভোটার আইডি কার্ড দেখবো কিভাবে | অনলাইন থেকে কিভাবে আইডি কার্ড সংগ্রহ করবেন”

  1. Nice weblog right here!
    Additionally your website loads up very fast!
    What web host are you the use of?
    Can I am getting your affiliate link on your
    host? I want my web site loaded up as quickly as yours lol

    Reply

Leave a Comment