হটস্পট কেনো আমাদের ফোনে থাকে? হটস্পট কি? এটা কিভাবে ব্যবহার করবো? এটার কাজ কি? জেনে নিন সকল প্রশ্নের উত্তর একসাথে।

হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন। আর ভালো থাকবেন নাই বা কেনো? কেননা আমাদের সবার প্রিয় ShopTips24.com এর সাথে সকলেই ভালো থাকে।

আজকে আমি কি বিষয়ে আপনাদের সাথে পোস্ট শেয়ার করতে চলেছি সেটা হয়তো আপনারা পোস্টের শিরোনাম বা টাইটেল দেখেই বুঝে গেছেন।

আজকে আমি দেখাবো আপনারা কিভাবে আপনার এন্ড্রয়েড ফোনের সেটিংস এ থাকা হটস্পট ব্যবহার করবেন।

অনেকেই আছেন যারা হটস্পট কি? এটার ব্যবাহার কি? এটা কেনো এন্ড্রয়েড ফোনে থাকে? এই প্রশ্ন গুলোর একটি হলেও হয়তো আপনার মনে একবার হলেও এসেছে! আজকে আমি এই প্রশ্ন গুলোর উত্তর নিয়ে এসেছি আপনাদের সামনে।

১. হটস্পট কি?
উত্তরঃ হটস্পট হলো এমন একটি মাধ্যম যেটার মাধ্যমে একটি ফোনের মেগাবাইট (MB) অন্যের/বন্ধুর ফোনে ব্যবহার করা যায় কোনো প্রকার তার ছাড়া।

২. এটা কেনো এন্ড্রয়েড ফোনে থাকে?
উত্তরঃ এটি এন্ড্রয়েড ফোনে থাকে যাতে একটি ফোনের মেগাবাইট অন্য ফোনে ব্যবহার করা যায়।

৩. এটি কিভাবে ব্যবহার করা হয়?
Ans: আজকের বিষয়ের মেইন টপিক এই বিষয়েই। তো চলুন দেখা যাক কিভাবে এই হটস্পট ব্যবহার করা হয়। প্রথমে আপনারা আপনাদের ফোনের সেটিংস এ যান তার পর হটস্পট এ যান। যদি হটস্পট খুজে পেতে সমস্যা হয় তাহলে নিচের পথটি অবলম্বন করুন। সেটিংস এ গিয়ে প্রথমে নিচের স্ক্রিনশট এর দেখানো যায়গায় ক্লিক দিন

null

তারপর সার্চ বক্সে Hotspot লিখে সার্চ করুন। তারপর সার্চ এর রেজাল্ট আসলে নিচের স্ক্রিনশট এর দেখানো যায়গায় ক্লিক করে দিন

null

তারপর আপনার সামনে ঠিক নিচের স্ক্রিনশট এর মতো করে একটি নতুন পেজ ওপেন হবে। তখন আপনারা স্ক্রিনশট এ দেখানো যায়গায় ক্লিক করে দিবেন।

20210705 183955

এরপর 3ডট মেনুর পাশে কয়েকটি অপশন ওপেন হবে। সেখান থেকে আপনারা নিচের স্ক্রিনশট দেখানো অপশনটি সিলেক্ট করে দিবেন। অর্থাৎ সেখানে একটি ক্লিক দিবেন।

20210705 184005

এরপর আপনার সামনে নিচের স্ক্রিনশট এর মতো অনেক অপশন আসবে সেখান থেকে আপনারা নিচের স্ক্রিনশট এর দেখানো যায়গায় ক্লিক করে দিবেন।

20210705 184016

তারপর সেখানেই আপনারা আরো ২ টি অপশন পাবেন। ঠিক নিচের স্ক্রিনশট এর মতো করে। সেখান থেকে আপনারা ২য় আপশন অর্থাৎ স্ক্রিনশট এর দেখানো যায়গায় ক্লিক করে দিবেন।

20210705 184025

এবার আপনার সামনে আরো কয়েকটি অপশন আসবে। সেখানে আপনারা আপনাদের হটস্পট নাম যেটি দিতে চান সেটি ১ম বক্স [ Network Name] এ দিন। আর পাসওয়ার্ড বক্সে একটি ৮ সংখ্যার পাসওয়ার্ড দিন। নিচের স্ক্রিনশট এর মতো করে।

20210705 184038

ব্যাস কাজ শেষ এবার আপনারা সেভ এ ক্লিক করে সেভ করে নিন। এবার আপনি যদি আপনার এমবি আপনার বন্ধুর সাথে শেয়ার করতে চান তাহলে। আপনার ফোনের হটস্পট টি অন করুন [ডাটা এর মতো করে] তারপর আপনার ফোনের ডাটা ও অন করুন।

এবার আপনার বন্ধুর ফোনের ওয়াই-ফাই অন করুন আর দেখুন আপনি যে নামে আপনার হটস্পট খুলেছেন সেটি ওয়াই-ফাই এর যায়গা শো করছে। এবার আপনি ওই যায়গা ক্লিক করে আপনার হটস্পট এর পাসওয়ার্ড দিয়ে কানেক্টেড করে নিন আপনার বন্ধুর ফোনে। ব্যাস এবার ২ জন এর ফোনেই চলবে নেট। তবে এমবি কাটবে একজনের [যার হটস্পট অন] ফোনে।

তো বন্ধুরা আশা করছি আপনারাও এর পর থেকে নিজের ফোনে নিজেই হটস্পট অন করে ১ টি ফোনকে ওয়াই-ফাই হটস্পট বানিয়ে অন্য ফোনেও ইন্টারনেট শেয়ার + ব্যবহার করতে পারবেন।

তো বন্ধুরা আশা করছি পোস্ট টি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করবেন। আর এরকম পোস্ট পেতে প্রতিদিন ভিজিট করুন আমাদের এই সাইট এ। পরবর্তীতে আবারো নতুন কোনো পোস্ট নিয়ে আপনাদের সাথে দেখা হবে। পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ।

Share the article..

Leave a Comment