নিজে ভিডিও না বানিয়ে ইউটিউব থেকে আয় করুন

অনলাইন  থেকে আয় করা যায় আমরা মোটামুটি  সবাই জানি। ইউটিউব  থেকে আয় করতে চান নাই এমন মানুষ  পাওয়া  যাবে  না। কিন্তু ইউটিউব  এ অন্যের  ভিডিও আপলোড  করে আয় করার সুজুগ  নেই।তার জন্য নিজেই ভিডিও বানাতে  হয় তারপর মনিটাইজশন  এর মাধ্যমে  ইউটিউব  থেকে আয় করা সম্ভব। কিন্তু আমরা অনেকেই চাই যে ইউটিউব  থেকে আয় করবো কিন্তু ভিডিও  বানাবো না।

ইউটিউবে ইনকাম করুন নিজে ভিডিও না বানিয়েই

ভিডিও না বানিয়ে ইউটিউব  থেকে  আয়  করা  সহজ  না।কারণ  ইউটিউব  হচ্ছে ভিডিও  শেয়ারিং  পোর্টাল। এখানে ভিডিও  এর মাধ্যমেই ইউটিউব  থেকে আয় করা হয়ে থাকে।কিন্তু আমিতো বল্লাম ইউটিউব  থেকে আয় করা যাবে নিজে ভিডিও না বানিয়ে তাহলে কি আমি মিথ্যা বল্লাম? না ভাই মিথ্যা বলি নাই কিন্তু আজকে আপনাদের এমন কিছু টিপ্স শিখাবো যার মাধ্যমে  আপনারা খুব সহজে ভিডিও  ভানিয়ে ফেলতে পারবেন ২ মিনিট সময় খরচ করে।

আপনাদের সাথে এমন কিছু টিপ্স শেয়ার  করবো যার মাধ্যমে  আপনারা  কপিরাইট ফ্রি ভিডিও ফুটেজ সংগ্রহ  করতে পারবেন।সেই সাথে সুন্দর সুন্দর কপিরাইট ফ্রি মিউজিক ও পেয়ে যাবেন। কিন্তু আপনাকে ইউটিউব  মারকেটিং  ভালো জানতে হবে আপনি যদি ইউটিউব  মারকেটিং  না জানেন ভালো ভিডিও  বানিয়েও সফলতা  অর্জন করতে পারবেন না ইউটিউব  থেকে।তারজন্য আপনাকে ইউটিউব  ভিডিও
seo করতে হবে। আপনি যদি ইউটিউব  ভিডিও  মারকেটিং  বা ইউটিউব  ভিডিও  Seo ভাল করে করতে পারেন তাহলে খুব দ্রুত আপনি সফলতা  অর্জন করতে পারবেন। আপনারা যদি চান যে আমি ইউটিউব  মারকেটিং  নিয়ে আরটিকেল  লিখি তাহলে অবশ্যই কমেন্ট করবেন।যদি আপনাদের উৎসাহ পাই তাহলে খুব দ্রুত  ইউটিউব  মারকেটিং  নিয়ে আরটিকেল  লিখবো।

আপনি নিজের ভয়েস অথবা নিজে ভিডিও  না বানিয়েও ইউটিউব  থেকে আয় করতে পারবেন।আপনি ইউটিউব  এ দেখবেন অবেক কপিরাইট  ফ্রি মিউজিক  চ্যানেল আছে যেগুলোর ভিউ অনেক এবং অই সব চ্যানেলে ভিডিও এডস চলে।তারমানে অই সব চ্যানেল  থেকে আয় করা হয়।আপনিও  ওদের মত একটি ইউটিউব  চ্যানেল  খোলে ইউটিউব  থেকে আয় করতে পারবেন।আজকে আপনাদেরকে দেখাবো কোথা থেকে আপনি কপিরাইট  ফ্রি  ভিডিও ফুটেজ   এবং  কপিরাইট  ফ্রি মিউজিক  সংগ্রহ  করবেন।

কোথায় থেকে কপিরাইট  ফ্রি  ভিডিও ফুটেজ  পাবো?

maxresdefault 1

কপিরাইট ফ্রি ভিডিও ফুটেজ সংগ্রহ করার জন্য অনেক রকম  কপিরাইট ফ্রি ভিডিও সাইট রয়েছে।  যে সাইটগুলোতে ফ্রী স্টক ভিডিও ফুটেজ পাওয়া যায়। আপনাদের বুঝার সুবিধার্থে  আমার কাছে বেস্ট মনে হয় এমন  তিনটি ফ্রী স্টক ভিডিও ফুটেজ  সংগ্রহের জন্য তিনটি ওয়েবসাইট দেওয়া হলো:

www.pexels.com
mixkit.co
pixabay.com

এই সাইট গুলোতে অনেক কপিরাইট ফ্রি  ভিডিও ফুটেজ পেয়ে যাবেন।এছাড়া আরো অনেক কপিরাইট  ফ্রি  ভিডিও  ফুটেজ  ওয়েবসাইট  পেয়ে যাবেন। এই ভিডিও গুলো আপনার ভিডিওতে  খুব ভালোভাবে সুন্দর  করে ব্যবহার  করতে পারবেন। এই ভিডিও  ব্যবহার  করলে ইউটিউব  কপিরাইট  ইসু আসবে না

কোথায় থেকে কপিরাইট  ফ্রি মিউজিক  পাবো?

images 31

সুন্দর সুন্দর কপিরাইট ফ্রি মিউজিকের জন্যও রয়েছে অনেক ওয়েবসাইট  কিন্তু আমাদের জন্য যদি ইউটিউব নিজেই কপিরাইট ফ্রি মিউজিক  এর ব্যবহার  করে থাকে তাহলে বিভিন্ন  ওয়েবসাইট ঘুরাঘুরি করার কি দরকার। কপিরাইট ফ্রি মিউজিকের জন্য আছে   ইউটিউব এর অনেক সুন্দর একটি প্ল্যাটফর্ম যার নাম হচ্ছে ইউটিউব অডিও লাইব্রারি (Youtube Audio Library)। এটি ইউটিউবের নিজস্ব কপিরাইট ফ্রি মিউজিক লাইব্রেরি  যেখানে আপনি পাবেন অসংখ্য কপিরাইট ফ্রি মিউজিক এর কালেকশন।

আপনি যদি মনে করেন আপনি কপিরাইট  ফ্রি  ভিডিও  ফুটেজ  এবং কপিরাইট  ফ্রি  মিউজিক  দিয়ে ভিডিও  বানিয়ে ইউটিউব  থেকে  আয়  করবেব না। অন্য কোনো মাধ্যমে  ইউটিউব  থেকে আয় করতে চান তাহলে আপনি খেলা লাইভ করতে পারেন।

নিজে ভিডিও  না বানিয়ে লাইভ খেলা দেখিয়ে ইউটিউব  থেকে আয় করুন।

আমরা বাংগালী  জাতী খেলা প্রিয়। খেলা হলে কাজ ফেলে খেলা দেখি।আর সারা বছরই খেলা থাকে।আপনি চাইলে নিজে ভিডিও  না বানিয়ে ইউটিউব  থেকে আয় করতে পারেন খেলা লাইভ করে।যখন খেলা চলে অই সময় ইউটিউবে খেলা দেখতে গেলে দেখা যায় অনেক চ্যালেন শুধুমাত্র  খেলার স্কোর  লাইভ করতেছে সাথে F.M রেডিও  থেকে দারাবার্শ শুনাচ্ছে।আপনি চাইলেও অদের মতো করে  খেলার স্কোর  লাইভ  করতে পারেন।এতে আপনার চ্যানেল  খুব দ্রুত  গ্রো করবে এবং আপনি ইউটিউব  থেকে আয়  করতে পারবেন। স্কোর  লাইভ  করলে কোনো প্রকার  কপিরাইট  ইস্যু আসবে না।এবং আপনি এমন চ্যানেল গুলোতে ভিডিও এডস দেখতে পাবেন তার মানে হচ্ছে এই চ্যানেল  গুলো থেকে আয় করা হচ্ছে।

আসা করি সবার একটু হলেও উপকার হবে এই পোস্টটির মাধ্যমে। আপনাদের এই পোস্টটি ভালো লাগলে সুন্দর  একটি কমেন্ট করে আমাদের অনুপ্রানিত করুন।এমন ট্রিপ্স এবং ট্রিক পেতে আমাদের সাইট ShopTips24.CoM নিয়মিত  ভিজিট করুন।
ধন্যবাদ  সম্পুর্ন  পোস্টটি পড়ার জন্য।

Share the article..

4 thoughts on “নিজে ভিডিও না বানিয়ে ইউটিউব থেকে আয় করুন”

    • ধন্যবাদ
      আমাদের সাইটে নিয়মিত ভিজিট করুন এবং কমেন্ট করে আমাদের উৎসাহিত করুন

      Reply

Leave a Comment