অনার্স ১ম বর্ষে ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর

আসসালামু আলাইকুম। আসা করি ভালো আছেন।আপনাদের ShopTips24.CoM স্বাগতম । আজকে তোমাদের অনার্স ১ম বর্ষে ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আজকের পোস্টটি করা হয়েছে। সম্পুর্ন আরটিকেলটি পড়ার অনুরোধ। তাহলে আপনাদের অনেক প্রশ্নের সমাধান পাবেন।তারপরও কিছু বাদ পরে গেলে কমেন্ট করে বলববেন সমধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

অনার্স ১ম বর্ষে ২০২০-২১ সেশনে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য আবেদন করে ২৫০ টাকা পেইমেন্ট করেছেন। আবেদন ফরম কলেজে বা ইমেলে জমা দিয়েছেন তাদের জন্য কিছু প্রশ্ন এবং উত্তর।

অনার্স ভর্তি ২০২০, অনার্স ভর্তি ২০২১, অনার্স ভর্তি হতে কত পয়েন্ট লাগবে ২০২১, অনার্স ১ম বর্ষের ভর্তি ২০২০-২০২১, অনার্স ভর্তি কবে থেকে শুরু, অনার্স ভর্তি ২০২১ কবে থেকে শুরু, অনার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২১, অনার্স ভর্তি আবেদন শুরু কবে, অনার্সে ভর্তি হওয়ার নিয়ম, অনার্স ১ম বর্ষের ভর্তি ২০২০-২১, ন্যাশনাল ইউনিভার্সিটি ভর্তি তথ্য ২০২০-২০২১, অনার্স ১ম বর্ষের ভর্তি ২০২১, অনার্স ভর্তি ফরম কবে ছাড়বে ২০২১, অর্নাস ভর্তি ২০২১-২০২২, অনার্স ১ম বর্ষের ভর্তি ২০২১, অনার্স ভর্তি কবে থেকে শুরু, অনার্স ভর্তি আবেদন শুরু কবে, অনার্স ভর্তি ফরম ২০২১, অনার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২১, অনার্স ভর্তি আবেদন ২০২১, অনার্স ভর্তি ২০-২১, অনার্স ভর্তি ফরম ২০২১, অনার্স ভর্তি আবেদন ২০২১, অনার্স ১ম বর্ষের ভর্তি ২০২০-২১, অনার্স ১ম বর্ষের ভর্তি ২০২০-২০২১, অনার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২১, অর্নাস ভর্তি ২০২০-২০২১, অনার্স ভর্তি আবেদন শুরু কবে, ন্যাশনাল ইউনিভার্সিটি ভর্তি তথ্য ২০২০-২০২১, অনার্স ভর্তি ২০২১ কবে থেকে শুরু, অনার্স ভর্তি ২০২৩, জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২১, অনার্স ভর্তি ২০-২১, honours admission 2021-22, National University Admission 2021-22, honours admission 2020-21, national university admission circular 2021-22, honours admission circular 2020-21, national university admission circular 2020-21, Honours Admission Circular 2021, Honours Admission 2021 Notice, Honours Admission 2021 Date, Honours Admission 2021 BD, national university honours admission 2020-21, national university admission 2020-21, honours admission circular 2020-21, Honours 1st year Admission 2021, honours admission 2021-22, honours admission 2021-2022, national university admission circular 2021-22, honours admission 2020-21, Honours Admission 2021 BD, national university admission circular 2020-21, national university honours admission 2020-21, Honours Admission 2021 Notice, national university admission circular 2020-21 date, national university admission 2021-22,

প্রশ্নঃ আবেদন ফরম জমা বা ইমেল করার পর কি কোনো মেসেজ আসবে ?

উত্তরঃ হ্যাঁ, ১টি মেসেজ আসবে…

প্রশ্নঃ কত সময় বা দিনের মধ্যে মেসেজ টা আসবে ?

উত্তরঃ ১ থেকে ৫ দিনের মধ্যে…

প্রশ্নঃ ভাই, যদি মেসেজ না আসে ?

উত্তরঃ মেসেজ না আসলে অনলাই‌নে আপনার আই‌ডি লগইন ক‌রে দেখ‌বেন “Received” লেখা আ‌ছে কিনা। য‌দি রি‌সিভড লেখা না থাকে তাহ‌লে দ্রুত স্বশরীরে কলেজে উপস্থিত হয়ে যোগাযোগ করতে হবে…

প্রশ্নঃ কলেজ ইমেল পেয়েছে কিনা তা শিওর হওয়ার অন্য কোন পথ আছে ? মেসেজ ডিলিট হয়ে গেছে বা পায়নি, তাই একটু টেনশনে আছি!!!

উত্তরঃ হ্যাঁ আছে। আপনার কাছে যে আবেদন ফরম টি আছে (স্টুডেন্ট কপিটা তে) ওটাতে ১টি পিন ও পাসওয়ার্ড আছে। ঐটা দিয়ে NU ওয়েব সাইটে { http://app5.nu.edu.bd/nu-web/applicantLogin.action } লগ ইন করলে Status – লাল রঙে Submit লেখা থাকবে। আর কলেজ আবেদন বা ইমেল গ্রহন করলে তা সবুজ রঙে Received লেখা হয়ে যাবে। Recived লেখা থাকলে আর কোন চিন্তা নাই, রেজাল্টের জন্য অপেক্ষা করবেন। ছবিতে লাল মার্ক করে রোল আর পিন দেখানো হয়েছে।

অনার্স ভর্তি ২০২০, অনার্স ভর্তি ২০২১, অনার্স ভর্তি হতে কত পয়েন্ট লাগবে ২০২১, অনার্স ১ম বর্ষের ভর্তি ২০২০-২০২১, অনার্স ভর্তি কবে থেকে শুরু, অনার্স ভর্তি ২০২১ কবে থেকে শুরু, অনার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২১, অনার্স ভর্তি আবেদন শুরু কবে, অনার্সে ভর্তি হওয়ার নিয়ম, অনার্স ১ম বর্ষের ভর্তি ২০২০-২১, ন্যাশনাল ইউনিভার্সিটি ভর্তি তথ্য ২০২০-২০২১, অনার্স ১ম বর্ষের ভর্তি ২০২১, অনার্স ভর্তি ফরম কবে ছাড়বে ২০২১, অর্নাস ভর্তি ২০২১-২০২২, অনার্স ১ম বর্ষের ভর্তি ২০২১, অনার্স ভর্তি কবে থেকে শুরু, অনার্স ভর্তি আবেদন শুরু কবে, অনার্স ভর্তি ফরম ২০২১, অনার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২১, অনার্স ভর্তি আবেদন ২০২১, অনার্স ভর্তি ২০-২১, অনার্স ভর্তি ফরম ২০২১, অনার্স ভর্তি আবেদন ২০২১, অনার্স ১ম বর্ষের ভর্তি ২০২০-২১, অনার্স ১ম বর্ষের ভর্তি ২০২০-২০২১, অনার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২১, অর্নাস ভর্তি ২০২০-২০২১, অনার্স ভর্তি আবেদন শুরু কবে, ন্যাশনাল ইউনিভার্সিটি ভর্তি তথ্য ২০২০-২০২১, অনার্স ভর্তি ২০২১ কবে থেকে শুরু, অনার্স ভর্তি ২০২৩, জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২১, অনার্স ভর্তি ২০-২১, honours admission 2021-22, National University Admission 2021-22, honours admission 2020-21, national university admission circular 2021-22, honours admission circular 2020-21, national university admission circular 2020-21, Honours Admission Circular 2021, Honours Admission 2021 Notice, Honours Admission 2021 Date, Honours Admission 2021 BD, national university honours admission 2020-21, national university admission 2020-21, honours admission circular 2020-21, Honours 1st year Admission 2021, honours admission 2021-22, honours admission 2021-2022, national university admission circular 2021-22, honours admission 2020-21, Honours Admission 2021 BD, national university admission circular 2020-21, national university honours admission 2020-21, Honours Admission 2021 Notice, national university admission circular 2020-21 date, national university admission 2021-22,

প্রশ্নঃ ভাই সেটা কোথায় গিয়ে চেক করতে পারবো ?

উত্তরঃ এই লিংক এ- http://app5.nu.edu.bd/nu-web/applicantLogin.action

প্রশ্নঃ আবেদন ফরম কলেজে জমা দিওয়ার আগে কত টাকা পেইমেন্ট করতে হবে ভাই ?

উত্তরঃ ২৫০ টাকা এবং পেইমেন্ট করার পর ট্রানজেকশন আইডি টা আবেদন ফরমের উপর লিখে ছবি তুলে কলেজে ইমেলের মাধ্যমে পাঠাতে হবে। অথবা নিজে জমা দিয়ে আসবেন।

প্রশ্নঃ ফর্মটা কলেজে মেইল করেছি, টাকা পেইমেন্ট করেছি এখন কি ওটা বাতিল করা যাবে ?

উত্তরঃ না।

প্রশ্নঃ১ম মেরিটের রেজাল্ট কবে
দিবে ?

উত্তরঃ নোটিশ দিলে জানতে পারবেন…

?জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির ফলাফল

১ সেপ্টেম্বর বুধবার প্রকাশ হবে।

?অনার্সে ভর্তি হতে যেসব কাগজপত্র লাগবে:

১. SSC & HSC মূল মার্কশীট ও ২/৪ কপি ফটোকপি
২. SSC & HSC প্রশংসাপত্র মূলকপি
৩. SSC & HSC রেজিস্ট্রেশন কার্ডের ২/৪ কপি ফটোকপি
৪. শিক্ষার্থীর সদ্য তোলা ২/৪টি পাসপোর্ট সাইজের এবং ১/২ টি স্ট্যাম্প সাইজের ছবি
৫. অনলাইনে প্রাথমিক আবেদনের প্রিন্ট কপি
৬. অনলাইনে ভর্তিফরম পূরণ কৃত ফরমের এর প্রিন্ট করি

৭. ভর্তি ফি বাবদ:

ভর্তি ফিঃকলেজ ভেদে ভিন্ন হয়ে থাকে তাই যার যার কলেজের নোটিশ বোর্ড থেকে জেনে নেওয়াই ভালো। সাধারণত সরকারী কলেজ হলে ৪-৫ হাজার আর বেসরকারী কলেজে হলে ১০ হাজার টাকার মধ্যে হয়ে থাকে।

➡️সবাই কাগজ পত্র সব আগে থেকেই ঠিক করে রাখো।

সুত্রঃ The Daily campus ©️

প্রশ্নঃ নোটিশ কবে দিবে ?

উত্তরঃ আবেদন শেষের ১ থেকে ৭ দিনের মধ্যেই দিবে…

প্রশ্নঃ অনলাইনে দেখেছি Recived করছে।কিন্তু মেসেজ আসে নাই। সমস্যা হবে ?

উত্তরঃ কোনো সমস্যা নেই…

প্রশ্নঃ রেজাল্ট দেখবো কিভাবে ?

উত্তরঃ রেজাল্ট মেসেজের মাধ্যমে জানতে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন NU<space>ATHN<space>Roll পাঠিয়ে দিন
16222নম্বরে। এখানে আবেদন ফরমের রোল নম্বর দিতে হবে এবং এই একই পদ্ধতিতে
মেধা ও রিলিজের আবেদনের ফলাফল দেখা যাবে।

প্রশ্নঃ আমার ১ম মেরিটে যদি চান্স না হয় ?

উত্তরঃ আবার ২য় মেরিট দিবে…

প্রশ্নঃ ভাই,১ম মেরিটে চান্স পেয়েছি বাট ঐ সাবজেক্ট পছন্দ না । এখন কি হবে ?

উত্তরঃ ১ম মেরিটে সুযোগ পেয়ে
আপনি যদি ভর্তি না হন তবে আর আপনার রেজাল্ট ২য় মেরিটে দিবে না।
আপনাকে রিলিজে আবেদন করা লাগবে।

প্রশ্নঃ আর যদি ২য় মেরিটেও সুযোগ পেয়ে ভর্তি না হই তবে কি আমার সিটটা থাকবে?

উত্তরঃ তখন আপনাকে রিলিজ স্লিপ তুলতে হবে।আর আপনার সিট থাকবে না।

প্রশ্নঃ সুযোগ পাওয়ার পর কি করবো?

উত্তরঃ সুযোগ পাওয়ার পর আপনাকে ১টি ফর্ম
অনলাইন থেকে ডাউনলোড করত হবে।আর এই ফরমটি হচ্ছে ভর্তি ফরম । এই ফর্মটিতে আপনার থানা,বাবার নাম,মায়ের নাম,মোবাইল
নাম্বর ইত্যাদি কিছু তথ্য দিতে হবে। এবং এটির ২টি কপি নামাতে হবে। ১টি হবে কলেজ কপি এবং আর ১টি হবে স্টুডেন্ট কপি।

প্রশ্নঃ মেরিট লিস্টে/১ম রিলিজে চান্স পেয়েছি। চূড়ান্ত ভর্তি ফরম ডাউনলোড করেছি
তবে ভর্তি হতে চাইনা আমি কি ১ম রিলিজে/২য় রিলেজে আবেদন করতে
পারবো ?

উত্তরঃ হ্যাঁ পারবেন।

প্রশ্নঃ মাইগ্রেশন কিভাবে করবো ?

উত্তরঃ মাইগ্রেশন শুধু মাত্র ১ম ও ২য় মেরিটে
সুযোগ প্রাপ্তরাই করতে পারবে। সুযোগ পাওয়ার পর যে ফর্মটি ডাউনলোড করতে
যাবেন তখন দোকানদারকে বলবেন যে মাইগ্রেশন অপশনটা চালু রাখতে। ব্যাস কাজজ শেষ…

প্রশ্নঃমাইগ্রেশন করলে কোন সাবজেক্ট পাবো বা কি নিয়ম এটার ?

উত্তরঃ ধরুন, আপনি ৩টা সাবজেক্ট চয়েজ করেছেন।এখন ৩ বা চার নাম্বারটা
পেয়েছেন।মাইগ্রেশ করলে আপনি ২ বা ১
নম্বরটা পাবেন।আর ১নং টাই যদি আসে
তবে আর মাইগ্রেশন হবে না। মাইগ্রেশন নিচ থেকে
উপরে যায়। উপর থেকে নিচে আসে না।
আর মাইগ্রেশন করলেই যে পাবেন এমনটা কেউ বলতে পারবো না। এটা ভাগ্যের ব্যাপার…

প্রশ্নঃ মাইগ্রেশন যে করবো তার রেজাল্ট কখন দিবে ?

উত্তরঃ ২য় মেরিট বা মেধা তালিকা প্রকাশের দিন মাইগ্রেশনের রেজাল্ট অটোমেটিক মেসেজের মাধ্যমে চলে যাবে। যাদের মেসেজ যাবে না তাদের মাইগ্রেট হবে না।সার্ভার ক্রুটির কারনে মেসেজ নাও যেতে পারে । তাই ওয়েবসাইটে চেক করে নিবেন…

প্রশ্নঃ যদি মাইগ্রেশন হয় তবে কি করতে হবে ?

উত্তরঃ মাইগ্রেশন হলে আপনাকে আবার রোল পিন দিয়ে লগ ইন করে ১টা ফরম ডাউনলোড করতে হবে, এবং তা যে ডিপার্টমেন্টে চান্স পেয়েছেন ঐ ডিপার্টমেন্টে জমা দিবেন।আর কিছু না এবং টাকাও দেয়া লাগবে না…

প্রশ্নঃ মাইগ্রেট হওয়ার পর যদি আমি মত পরিবর্তন করি,যে সাবজেক্ট চান্স পেয়েছি ঐটাতে থাকি ।পারবো ?

উত্তরঃ না,কোনো ভাবেই না। যদি আপনার মাইগ্ৰেশন হয় আর আপনি ভর্তি ফরম পূরণ না করেন অর্থাৎ জমা না দেন তবে সার্কুলার অনুযায়ী আপনার ভর্তি বাতিল হয়ে যাবে। কোনো ভাবেই আপনি নিজের ইচ্ছাতে বা কলেজের ইচ্ছাতে সাবজেক্ট পরিবর্তন করতে পারবেন না…

প্রশ্নঃ মাইগ্রেশন করা কি বাধ্যতা মূলক ?

উত্তরঃ না। এটা আপনার ইচ্ছা।যদি সাবজেক্ট পছন্দ না হয় তবে মাইগ্রেশন করতে পারেন , এতে করে আপনার পছন্দ তালিকার উপরের সাবঃ পেতে পারেন । যদি আপনি মাইগ্রেশন করতে ইচ্ছুক না থাকেন তবে অব্যশই ফরম ডাউনলোডের সময় দোকানদারকে মাইগ্রেশন অপশন অফ করতে বলবেন। কারন ১বার সাবমিট হলে আর ঠিক করার চান্স নেই…

প্রশ্নঃ ভর্তি হতে কত টাকা লাগবে ?

উত্তরঃ একেক কলেজে একেক রকম টাকা লাগে , তবে সরকারি কলেজে ৩-৫ হাজার টাকা লাগে , নতুন সরঃ হওয়া কলেজে ৪-৬ হাজার লাগতে পারে। অন্যদিকে বেসরকারি কলেজে ৭-২০ হাজার টাকা লাগতে পারে । যারা বেসরকারি কলেজে ভর্তি আবেদন করবেন তারা আগে থেকেই ওই কলেজের সকল খরচাপাতি সম্পর্কে সরাসরি কলেজ/কলেজের ওয়েবসাইট থেকে দেখে আসবেন । কারন অনেক সময় দেখা যায় অনেকে তাড়াহুড়া করতে গিয়ে এমন এক বেসরকারি কলেজে ভর্তি হয়ে যায় , যেখানে তার পক্ষে কলেজের খরচ চালানো সম্ভব না । তাই এই দিকটা খুবই ভালভাবে দেখবেন…

প্রশ্নঃ ভর্তির সময় কি কি জমা দিতে হবে ?

উত্তরঃ কলেজ ভেদে ভিন্ন ভিন্ন ডকুমেন্টস লাগে , তবে সাধারণত নিম্নোক্ত কাগজপত্র গুলোই লাগে...

  • SSC ও HSCএর মূল মার্কশীট, মূল রেজিঃ কার্ড, মূল প্রশংসা পত্র, ২ বা ৪ কপি পাসপোর্ট সাইজের ছবি,আবেদন
    ফরম, ভর্তির ফরম। এগুলোর আবার ফটো কপি ২ বা ৪টি সেট । (অনেক সরকারিতে মূল রেজিস্ট্রেশন কার্ড লাগে । উদাহরনঃ রংপুর সঃকলেজ ও কারমাইকেল কলেজ)।

প্রশ্নঃ ছবি যদি ভিন্ন ভিন্ন
আবেদনের সময় ১টা আর ভর্তির সময়
অন্যটা দিলে সমস্যা আছে ?

উত্তরঃ না।

প্রশ্নঃ ১ম ও ২য় মেরিটে চান্স পাইনি এখন কি করবো ?

উত্তরঃ রিলিজ স্লিপ তুলবেন।

প্রশ্নঃ রিলিজ স্লিপ কি ? খায় নাকি, মাথায় দেয় ?

উত্তরঃ যারা ১ম ও ২য় মেরেটি চান্স পায় না বা পেয়েও ভর্তি হয়না তারা আবার রিলিজ স্লিপে আবেদন করবে।
[ বিঃদ্রঃ যারা প্রাথমিক আবেদন করে নাই আবার আবেদন করছে ব্যাংকে টাকা জমা দিছে তবে ফর্ম কলেজে জমা দেয়
নি তাঁরা রিলিজে আবেদন করতে পারবেন না।]

প্রশ্নঃ রিলিজে কয়টা কলেজ আবেদন করা যাবে ?

উত্তরঃ ৫টা, আপনার ইচ্ছা মত।এমনকি প্রাথমিক আবেদন যে কলেজে করেছেন
ওটাতেও। তবে ৫টাই দিতে হবে।কম’ও না বেশি’ও না , ৫ টাই।

প্রশ্নঃ কতটি সাবজেক্ট চয়েস দেয়া যাবে ?

উত্তরঃ যে কয়টা প্রদর্শিত হবে সব। চাইলে ১টাও।
প্রশ্নঃ ভাই, রিলিজ স্লিপে আবেদনের সময়
কি কিছু লাগবে ?

উত্তরঃ না, আপনার প্রাথমিক আবেদন ফর্মটাতে পিন ও রোল দোকানদারকে দিবেন বাকিটা উনাদের কাজ…

প্রশ্নঃ রিলিজ ফর্মটা কি আবার কলেজে জমা দিতে হবে ?

উত্তরঃ না, কিছু করতে হবে না। বাসায় এনে যত্ন করে রেখে দিবেন। আর কোন টাকাও দেয়া লাগবে না কলেজে।

প্রশ্নঃ চান্স পেলে কি করবো ?

উত্তরঃ উপরের দেয়া আছে কি কি কাগজ লাগবে…

প্রশ্নঃ রিলিজে চান্স পাইলে কি মাইগ্রেশন করা যাবে ? বা কলেজে পরে
সাবজেক্ট পরিবর্তন করার কোনো নোটিশ দিবে ?

উত্তরঃ না এবং না।

প্রশ্নঃযদি ১ম রিলিজে ভর্তি না হই ?

উত্তরঃ তবে ২য় রিলিজে আবেদন করবেন ঠিক ১ম রিলিজে যেভাবে আবেদন করেছেন।
কিন্তু ২য় রিলিজে সিট খালি থাকা সাপেক্ষে দিবে।আবার ৩য় রিলিজের আশায় কেউ থাইকেন না ।

প্রশ্নঃ রিলিজ ফর্ম টা ভুল বা মত পরিবর্তন করি তাহলে নতুন আবেদন করতে পারবো ?

উত্তরঃ হ্যাঁ , তবে মাত্র ১বার।

প্রশ্নঃ কিভাবে করবো ?

উত্তরঃ দোকানদারকে বল্লেই হবে।

প্রশ্নঃ আবেদনের রেজাল্ট কবে
দিবে ?

উত্তরঃ ১ম ও ২য় মেরিট,কোটা,১ম রিলিজ, ২য় রিলিজ প্রত্যেকটার রেজাল্ট আবেদনের শেষ সময় থেকে ১ থেকে ৭ দিনের মধ্যে দিয়ে থাকে। এবং পর্যায়ক্রমে ১টি ফলাফল প্রকাশ ও ভর্তি শেষ হলে পরেরটির জন্য নোটিশ দেয় ।কোনো
ভাবেই একটি কার্যক্রম চলাকালীন অপরটির আবেদন সংক্রান্ত নোটিশ প্রকাশ করা হয় না…

প্রশ্নঃ আপনি এতো কিছু জানেন কিভাবে? কয় বছরের অভিজ্ঞতা?

উত্তরঃ অনলাইন জগতে না জেনে থাকাটা নিজের ব্যর্থতা, আমি এইচএসসি ১৯ ব্যাচের, আর এখন কমার্সে কলেজে ১ম বর্ষে করোনার জন্য আটকে আছি, আর হ্যাঁ, সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, নিজে জেনে সব কিছু নিজের মধ্যে রেখে দিবেন না, ছড়িয়ে দিবেন প্রচার করে দিবেন সব সময়…

গুরুত্বপূর্ণ পোস্টটি শেয়ার করে নিজের টাইমলাইনে রাখুন, সময়মত কাজে রাখতে পারে না হয় পোস্টটি হারিয়ে যেতে পারে, অন্যকে জানানোর জন্য মেনশন করুন…

অনার্স ভর্তি সম্পর্কিত যে কোন সমস্যার জন্য নিচে কমেন্টস করতে পারেন , সর্বোচ্চ সঠিক তথ্য এবং দিকনির্দেশনা দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের বন্ধুবান্ধবদের শেয়ার করাতে ভুলবেন না। সকলের জন্য শুভ কামনা রইল !

Share the article..

11 thoughts on “অনার্স ১ম বর্ষে ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর”

  1. ভাই যারা ভর্তির আবেদন করেছে সবার কি এসএমএস আসবে নাকি চান্স পাওয়া না পাওয়ার ব্যপার আছে

    Reply
  2. আমি আমার আবেদনের ফর্মটা কলেজে জমা দিয়ে দিছি। আমার কাছে আমার আবেদনের পিন নাম্বারটা নাই আমি কী ভাবে আমার আবেদনের প্রিন্ট কপিটা বের করতে পারি?

    Reply
  3. ফাস্ট মেরিট লিস্টে চান্স পাই নাই সেকেন্ড মেরিট লিস্ট এ কিভাবে আবেদন করব??

    Reply
  4. ভাইয়া আমি যদি রিলিজ স্লিপ আবেদন চান্স পাই তাহলে কি প্রাথমিক আবেদনের ফরম‌ লাগবে। আমার প্রাথমিক আবেদনের ফরম হারিয়ে গেছে এখন আমি কি করব

    Reply
  5. ১ম রিলিজ স্লিপে যে কলেজ আসসে সেই কলেজ আমার পছন্দ হয়নি এখন কি আমি ২য় রিলিজ স্লিপে আবেদন করতে পারব?

    Reply
  6. ২য় স্লিপে আবেদন না করলেও আবেদন হবে?
    কলেজ চয়েজ অটো হবে

    Reply
  7. ভাই,অনার্স ২য় রিলিজ স্লিপে ও ডিগ্রীতে আবেদন করতে চাই.এখন যদি অনাস ২য় রিলিজে (যে কোন কলেজ) চান্স পাই তাহলে কি ডিগ্রীর আবেদন বাতিল হবে..

    Reply

Leave a Comment