Photo ইডিট করুন ইচ্ছামত আর সবাইকে চমকে দিন।

হ্যালো বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন। আর সবাইকে আমার এই সাইটের প্রথম পোস্টে জানাই আন্তরিক স্বাগতম।

এই সাইটের সাথে থাকলে আশা করি আপনারা অনেক ধরনের টিপস – ট্রিকস বিষায়ক পোস্ট সম্পর্কে জানতে পারবেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আপনারা কোনো এপ বা কোনো প্রকার ওয়েবসাইট রেজিষ্ট্রেশন ছাড়াই নিজের ছবিকে আকর্ষনীয় ভাবে ইডিট করবেন। তাও কোনো দক্ষতে ছাড়াই।

এটা ২০২১ সাল, আমরা সবাই আপগ্রেড পৃথিবীতে বাস করি। এখানে প্রতিনিয়ত তথ্য – প্রযুক্তি এর কল্যাণে সব কিছু আপগ্রেড হচ্ছে। আর তার সাথে সাথে আমাদের নিজেদের কেও সময়ের সাথে আপডেট করে নিতে হচ্ছে।

আর এখন আমরা সবাই নিজের ছবি তুলে থাকি নিজেদের ফোন থেকে। এমন কাউকে পাওয়া যাবে না, যাদের ফোনো তাদের নিজের কোনো ছবি নেই বা নিজে নিজের কোনো ছবি তুলে না। যার ছবি তুলতে পছন্দ নয় তার ফোনেও তার নিজের ১ টি হলেও ছবি আছে। আর এখন আমরা সবাই তো নিজের ছবি কে সুন্দর ও আকর্ষণীয় করে তোলার জন্য বিভিন্ন ভাবে ইডিট করে থাকি। অনেক এপ ব্যবহার করি। কিন্তু যারা এই সব বিষয় এ দক্ষ নয়, মানে ইডিট এ একদম ই পারে না, তারা কিভাবে ছবি ইডিট করবেন? তাই না। তো আজকে আমি আপনাদের সাথে এমন একটি ওয়েব সাইটের সাথে পরিচয় করাবো, যেটি থেকে আপনারা নিজের ছবি কে কোনো দক্ষতা এবং রেজিস্ট্রেশন ও লগ ইন ঝমেলা ছাড়াই যে কোনো ছবি ইডিট করতে পারবেন।

তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কিভাবে আমরা যে কোনো ছবি বিনা, দক্ষতায় সুন্দর ও আকর্ষণীয় ভাবে ইডিট করতে হয়।

ছবি ইডিট করতে যা যা লাগবেঃ

1. ডাটা বা ওয়াই – ফাই কানেকশন।
2. গুগল ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজার
3. নিচে আমার দেওয়া ওয়েব সাইট

যেভাবে ছবি ইডিট করবেন

প্রথমে, আপনি আপনারা ডাটা বা ওয়াই – ফাই কানকশন অন করুন। তার পর আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজার টি ওপেন করুন। তার পর Photo Funia আপনারা এই লিংকে চলে যান। তার পর আপনার সামনে ঠিক নিচের স্ক্রিনশট এর মতো একটি পেজ ওপেন করুন।

Screenshot 20210826 215835

তার পর আপনি একটু নিচের দিকে দেখুন যে, আপনারা অনেক গুলো ছবি ইডিট সেম্পল দেখতে পাবেন। সেখান থেকে আপনাদের পছন্দের সেম্পল মানে যে টা ভালো লাগে সেটায় ক্লিক করে দিন। আর যদি সে গুলো ভালো না লাগে তাহলে তার নিচে দেখবেন যে লেখা আছে Show More Effect সেখানে ক্লিক করলে আরো সেম্পল চলে আসবে। এমন আপনি সেখানে হাজার হাজার, সেম্পল পাবেন।

তার পর যেটি পছন্দ হয় সেটায় ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে একটি ওপেন করে দিলাম। ওপেন করার পর নিচের মতো আসবে। সেখান থেকে একটু নিচে নামলে দেখতে পাবেন, ছবি সিলেক্ট করার বক্স। সেখানে ক্লিক করে আপনি যে ছবি ইডিট করতে চান সেটা সিলেক্ট করে দিবেন।

20210826 220406

সেখানে ক্লিক করলে আপনাকে আপনার ফোনের গ্যালারি তে নিয়ে যাবে। সেখান থেকে আপনি আপনার একটি ছবি তে ক্লিক করে দিবে সেই ছবি টি ই ক্লিক করবেন বা সিলেক্ট করবেন, যেটা আপনি ইডিট করতে চান। তারপর সিলেক্ট হয়ে গেলে নিচের স্ক্রিনশট এর দেখানো যায়গায় ক্লিক করে দিবেন।

20210826 220424

তারপর আপনি একটু অপেক্ষা করুন। দেখবেন নতুন একটি পেজ ওপেন হয়ে গেছে এবং সেম্পল এ যে একটি মেয়ের ছবি ছিলো সেটা কেটে গিয়ে আপনার ছবি হয়ে গেছে এবং সেটি দেখতে অনেক সুন্দর লাগছে। তার পর আপনি এই ছবিটি ডাউনলোড করতে চাইলে ছবির নিচে দেখুন ৩ টি অপশণ আছে, Large > Regular > Small

এখান থেকে আপবি যে কোনো একটি তে ক্লিক করলে ছবি ডাউনলোড হয়ে যাবে। তবে আমার মতে আপনি Large মানে প্রথম টায় ক্লিক করে ছবি ডাউনলোড করবেন। এতে কোয়ালিটি ভালো পাবেন। না বুঝলে নিচের স্ক্রিনশট দেখুন।

20210826 220519

অনেকেই আছেন যারা মনে করেন এই সব ইডিট ছবি ডাউনলোড করা যায় না। ইডিট করার পরে টাকা দিয়ে কিনতে হয়৷ কিন্তু ভাই এইটা তেমন কোনো সাইট নয়। এখান থেকে ফ্রি তেই ডাউনলোড করতে পারেন। নিচে প্রুভ দেখুন ছবি টি ডাউনলোড হয়ে গেছে। আর কেউ নিশ্চয়ই বলবেন না যা আমি টাকা দিয়ে কিনে তারপর ডাউনলোড করেছি এটা। এটা কিন্তু হাস্যকর। কারণ আমি শুধু আপনাদের প্রুভ দেখানোর জন্য কেনো একটি ফটো কিনবো। এটা একদম ফ্রি বিশ্বাস না হলে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন।

20210826 220612

তো বন্ধুরা এভাবে, আপনারা কোনো দক্ষতা ছাড়াই আপনার যে কোনো ছবি কে আকর্ষণীয় করে ইডিট করতে পারবেন। আর আমি এখানে ১ দেখালাম মানে যে এই সাইটে শুধু ওই একটি ই ইডিট করা যায়, তা কিন্তু নয়। আপনি সেখানে হাজার হাজার ফটো ইডিট সেম্পল পাবেন।

তো বন্ধুরা আশা করি পোস্ট টি ভালো লেগেছে আর পোস্ট টি ভালো লাগলে তা কমেন্ট করে যানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, shoptips24.com এর সাথেই থাকবেন। আর পোস্ট ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে যানাবেন।

Share the article..

Leave a Comment