কোডিং শিখার জন্য ব্যাবহার করুন ফ্রি ওয়েবসাইট

হ্যালো বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনাদের কে shoptips24.com এ আমার পক্ষ থেকে স্বাগতম।

আজকে আমরা আলোচনা করবো, ফ্রিতে ওয়াব সাইট বিল্ডের এর জন্য কয়েকটি ওয়েবসাইট নিয়ে। আমরা তো অনেকেই আছি যারা HTML / PHP / CSS / JS ইত্যাদি কোডিং জানি। তারা বিভিন্ন ভাবে টাকা ইনভেস্ট ওয়েব সাইট বানিয়ে টাকা ইনকাম করে। কারণ তারা জানে তারা কোডিং পারে। এর ফলে পরে তার আর কোনো কোডিং বা সাইটের ঝামেলায় পড়তে হয় না। কিন্তু আমরা যারা হাল্কা হাল্কা কোডিং জানি বা একদম ই জানি না, তারা প্রথমেই যদি টাকা ইনভেস্ট করে সাইট বানাই তাহলে পরবর্তীতে অনেক ঝামেলায় পড়তে হয়ম আর বড় কোনো ঝামেলায় পড়লে তো ইনভেস্ট এর সকল টাকা বৃথা হয়ে যায়।

তখন অনেকেই ভাবে, ইস! আমি যদি আগে কোনো ফ্রি ওয়েব সাইট বানিয়ে কোডিং দক্ষতা বাড়িয়ে নিয়ে সাইট বানাতাম তাহলে এখন আর আমার কোনো ঝামেলা হতো না। কিন্তু ভাই চোর পালিয়ে গেলে, বুদ্ধি বাড়লে কি লাভ আছে?

এর থেকে এটা ভালো নয় কি? যে আমরা আমাদের সাইট বানানোর আগে ফ্রি ওয়েব সাইট বিল্ডার থেকে ওয়েব সাইট বানিয়ে আগে দক্ষতা অর্জন করি কোডিং নিয়ে। যদি আপনি এই কথাটা বিশ্বাস করে থাকেন তাহলে আপনার জন্যই এই পোস্ট। কিন্তু এখন কথা হলো আমরা ফ্রি ওয়েব সাইট বানানোর ওয়েব বিল্ডার সাইট কোথায় পাবো?

বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে তো এই বিষয়েই পোস্ট টি শেয়ার করছি৷ তো পুরো পোস্ট পড়লেই আপনারা আপনাদের কাঙ্খিত ফ্রি ওয়েব সাইট বানানোর ওয়াব বিল্ডার সাইট পেয়ে যাবেন। তাহলে চলুন আজকের পোস্ট টি শুরু করা যাক!!!

ফ্রি ওয়েব সাইট সম্পর্কে কিছু কথা

ফ্রি ওয়েব সাইট! এই নামটি কেনো দেওয়া হয়েছে? কারণ এই ওয়েব সাইট আপনি ফ্রিতে বানাতে পারেন সেই জন্য তাই না! ঠিক তাই।
আর ফ্রি ওয়েব সাইট সম্পর্কে একটি কথা জানলে হয়তো কেউ এই সব সাইট নিয়ে কাজ করবে না। সেই কথা টি হলো এই সাইট গুলোতে আপনি কখনো এডসেন্স বা এর মতো বড় কোনো কোম্পানির এড পাবেন না। তবে ছোট ছোট কিছু এডনেটওয়ার্ক আছে যেমনঃ Adstoob, Green-red, Adloft ইত্যাদি এমন সব ছোট ছোট সাইটের এডস পাবেন। যা থেকে আপনার মাসিক ইনকাম ০ – ১০০ টাকার মতো হবে। তবে সেটা নির্ভর করবে সাইটের ভিজিটর এর উপর। কিন্তু আপনি এখানে সব কিছু ফ্রি তে পাবেন। এবং অর্জন করতে পারবেন দক্ষতা। আর যে হেতু এগুলো ফ্রি সাইট তাই সাইটে সমস্যা হলে আপনার কোনো ক্ষতি হবে না।

তো যাই হোক অনেক কথা হল এবার ফ্রি ওয়েব বিল্ডার গুলো দেখে আসা যাক।

Wapkiz / Wapaxo / Wapzak

এই ৩ টি সাইট একসাথে দেওয়ার কারণ এগুলোর কাজ একদম এক। এখানে প্রথমে ওয়াপকিজ তৈরি হয় তার পর ওয়াপেক্সো এবং কিছুদিন আগের তৈরি হয়েছে ওয়াপজ্যাক। এই সব সাইটে আপনারা ফ্রিতে ওয়েব সাইট বানাতে পারবেন। আর সব থেকে ভালো বিষয় হলো এখান থেকে ওয়াপজ্যাক হলো বাংলাদেশের ওয়েব সাইট। তাই আপনি যদি এই টা থেকে কাজ করেন তাহলে ভালো ফলাফল পাবেন। তবে ওপায়কিজ যে হেতু পুরাতন তাই এটাকে ছোট করে দেখা ঠিক হবে না।

এই ৩ টি সাইট থেকে আপনারা ফ্রিতে ওয়েব আয়াইট তৈরির পাশাপাশি সাইটে পাবেন ৫ টি বিভিন্ন থিম একদম ফ্রিতে। এবং, অন্য সাইটের থিম নিজের সাইটে বসানোর সুবিধা। শুধু তাই নয়, থিম বসিয়ে সেটাকে ইডিট ও করতে পারবেন।

এই সাইট গুলোতে আপনারা আপনাদের কোডিং দক্ষতা বাড়াতে পারবেন। সাইট কখনো সাসপেন্ড হবে না।

Waphosts

এখান থেকেও আপনি ফ্রি তে ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তবে এখানে আপনি ওয়াপকিজ এর মতো বেশি সাব ডোমেইন পাবেন না। এখানে সাব ডোমেইন মাত্র ২টি। সে গুলো হলোঃ waphosts.‌ com এবং wapkiz. top .. এখানে আপনি সাইট বানানোর পর প্রায় ১৪টি বিভিন্ন ধরনের থিম এখানে সাইটের মেনু প্যানেল এ পেয়ে যাবেন। তবে আপনি কোনো এক্সট্রা থিম আপলোড করতে পারবেন না এই সাইটে। আপনার যদি নিজের দক্ষতা থাকে, তাহলে আপনি কোনো থিম ছাড়াই এখান থেকে বিভিন্ন কোডিং করে ওয়েব সাইট তৈরি করতে পারবেন। তবে এখানেও খুব, ভালোমানের এড নেটওয়ার্কের এড পাবেন না। যেমনঃ এডসেন্স এর এড। তবে ইনকাম কম হবে এমন কিছু এড নেটওয়ার্ক এর এড পেয়ে যাবেন।

শেষ মন্তব্য

আমি বলবো যে আপনি আগে কোডিং দক্ষতা পুড়ো – পুরি অর্জন করুন তার পর ই একটি ইনভেস্ট করে ওয়েব সাইট বানান। কারণ পরে ভুল হলে আপনার ইনভেস্ট টা লস হবে। আর আপনি এই সকল সাইট থেকে আগে দক্ষতা অর্জন করে নিলে পড়ে আপনি আরামসে ইনভেস্ট করে বিনক ঝামেলায় আয় করতে পারবেন। আর পোস্ট টি কেমন লাগলো তা কমেন্ট বক্সে যানাবেন।

Share the article..

Leave a Comment