বিভিন্ন আইসিটি বিষয়ক প্রশ্ন এবং উত্তর

১. জনপ্রিয় সামাজিক নেটওয়ার্কিং সাইট টুইটার কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর: ২০০৬ সালে
২. আধুনিক কম্পিউটারের জনক কে?
উত্তর: আধুনিক কম্পিউটারের জনক – চার্লস ব্যাবেজ।
৩. ই-মেইল কি?
উত্তর: ইলেকট্রনিক মেইল
৪. এনালগ এবং ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে তৈরী হয় কোন কম্পিউটার?
উত্তর: হাইব্রিড কম্পিউটার।
৫. বিশ্বের সর্ব প্রথম ইলেকট্রনিক কম্পিউটার কোনটি?
উত্তর: ENIAC.
৬. SQL কি?
উত্তর: স্ট্রাকচার্ড ক্যোয়ারী ল্যাঙ্গুয়েজ
৭. RDBMS এর পূর্ণ রুপ?
উত্তর: Relational Data Base Management System
৮. IEEE এর পূর্ণ রূপ কি?
উত্তর: Institute of Electric and Electronic Engineers
৯. পৃথিবীর প্রথম গণনাযন্ত্রের নাম কি?
উত্তর:- অ্যবাকাস।(চীনে তৈরী.
১০. ROM এর পূর্নরূপ কি?
উত্তর: Read Only Memory.
১১. CPU কি?
উত্তর: Central Processing Unit.
১২.RAM এর পূর্নরূপ কি?
উত্তর: Random Access Memory.
১৩.ROM কে কি বলা হয়?
উত্তর: কম্পিউটারের স্থায়ী শক্তি
১৪. CMOS বর্ধিত রূপ কী?
উত্তর: Complementary Metal Oxide Semiconductor
১৫.RAM কি হিসেবে ব্যবহৃত হয়?
উত্তর: কম্পিউটারের অস্থায়ী স্মৃতি।
১৬. বাংলাদেশে প্রথম কম্পিউটার আসে কত সালে ?
উত্তর: ১৯৬৪ সালে।
১৭.BIOS কি?
উত্তর: Basic Input Output System
১৮. বাংলাদেশের প্রথম কম্পিউটার স্থাপন করা হয় কোথায়?
উত্তর: পরমানু শক্তি কেন্দ্র।
১৯. বাংলাদেশ প্রচলিত প্রথম কম্পিউটার কোনটি?
উত্তর: IBM 1620.
২০.IC চিপ দিয়ে তৈরী প্রথম ডিজিটাল কম্পিউটার কোনটি?
উত্তর: Intel -4004
২১. ব্যবহারের জন্য ব্যবহৃত প্রথম বাজারে আসা কম্পিউটার কোনটি?
উত্তর: UNIVAC.
২২. প্রথম মাউস তৈরী করেন কে?
উত্তর: উইলিয়াম ইংলিশ
২৩. ল্যাপটপ বা নোটবুক প্রথম তৈরী করে কোন কোম্পানি?
উত্তর: এপসন কম্পানি। (১৯৮১ সালে.
২৪. কম্পিউটারের ইনপুট ডিভাইস গুলো কি কি?
উত্তর: কীবোর্ড, মাউস, স্ক্যানার, OCR, OMR.
২৫. VIRUS/ভাইরাস এর সম্পূর্ণ রূপটি কি?
উত্তর: Vital Information Resource Under Seize.
২৬. OCR এর পূর্নরূপ কি?
উত্তর: Optical Character Recognition.
২৭. আউটপুট ডিভাইস গুলো কি কি?
উত্তর: মনিটর, প্রিন্টার, স্পিকার
২৮. OMR এর পূর্নরূপ কি?
উত্তর: Optical Mark Reader.
২৯. এটিএম/ATM এর সম্পূর্ণ ফর্ম কি?
উত্তর: Automated Teller Machine.
৩০. বিশ্বের একমাত্র এবং প্রথম কম্পিউটার জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর: যুক্তরাষ্ট্রের আটলান্টায়।
৩১. MICR এর পূর্নরূপ কি?
উত্তর: Magnetic ink character recognition
৩২. M.S Excel –এ কতটি রো আছে?
উত্তর: ৬৫,৫৩৬টি
৩৩. মাইক্রো প্রসেসর আবিষ্কৃত হয় কত সালে?
উত্তর: ১৯৭১ সালে।
৩৪. UPS এর পূর্ণ রূপ কী?
উত্তর: uninterruptible power supply.
৩৫. M.S Excel –এ কতটি কলাম আছে?
উত্তর: ২৫৬টি
৩৬. কম্পিউটার ভাইরাস কি?
উত্তর: এক ধরনের ক্ষতিকর প্রোগ্রাম।
৩৭. পঞ্চম প্রজন্মের কম্পিউটারের প্রধান বিশেষত্ব কি?
উত্তর: কৃত্রিম বুদ্ধিমত্তা।
৩৮.বাংলাদেশে কবে থেকে ইন্টারনেট সার্ভিস চালু হয়?
উত্তর: ১৯৯৬ সালের ৪ঠা জুন।
৩৯.কত সালে প্রথম কম্পিউটার নেটওয়ার্ক চালু হয়?
উত্তর: ১৯৭৯ সালে
৪০.WWW এর জনক কে?
উত্তর: টিম বার্ন্স লি।
৪১. WWW পূর্নরূপ কি?
উত্তর: World Wide Web.
৪২. ১ কিলোবাইটে বিটের সংখ্যা কত?
উত্তর: ১০২৪ বিট।
৪৩. ১ বাইট সমান কত বিট?
উত্তর: ৮ বিট
৪৪. 3G বলতে কি বুঝায়?
উত্তর: Third Generation.
৪৫. 4G বলতে কি বুঝায়?
উত্তর: 4th Generation.
৪৬. 5G বলতে কি বুঝায়?
উত্তর: 5th Generation.
৪৭. E-mail কি?
উত্তর: ইলেকট্রনিক ডাকযোগাযোগ মাধ্যম।
৪৮.সি ল্যাঙ্গুয়েজের জনক কে?
উত্তর: ডেনিস রিচি
৪৯. প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে?
উত্তর: অ্যাডা অগাষ্টা।
৫০. UNIX কি?
উত্তর: একটি অপারেটিং সিস্টেম।
৫১.এইচটিএমএল (HTML. কি?
উত্তর: প্রোগ্রাম
৫২.যেসব প্রোগ্রাম ব্যবহার করে কম্পিউটারকে ভাইরাস মুক্ত করা হয় তাকে কি বলে?
উত্তর: এন্টিভাইরাস

এমন প্রশ্ন উত্তর নিয়মিত  পেতে প্রতিদিন ভিজিট করুন  SolveBD.xyz সাইটে।

সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। সবার সাথে শেয়ার করতে পারেন । ইচ্ছা করলে আপনি ফেসবুকে শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন।

Share the article..

Leave a Comment