ফেসবুক থেকে অনলাইনে ইনকামের উপায় ২০২২

হ্যালো বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনাদের কে আমাদের সাইটে স্বাগতম জানাই। আজকের পোস্ট এ আমি আপনাদের সাথে ফেসবুক থেকে কিভাবে আয় করা যায়, সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তো চলুন আর দেরি না করে আজকেএ পোস্ট টি শুরু করা যাক।

ফেসবুক থেকে ইনকাম ২০২২

ফেসবুক একটি সোশাল মিডিয়া। সেখানে পৃথিবীর সর্বস্তরের মানুষ রয়েছে। তো অনেকের মনেই প্রশ্ন যাগে যে ফেসবুক থেকে কি সত্ত্যিই ইনকাম করা সম্ভব?

এটার উত্তর হলো হ্যাঁ সম্ভব। কিন্তু কিভাবে? তো কিভাবে ফেসবুক থেকে ইনকাম করা সম্ভব তাও আবার ২০২২ সালে এসে, তা জানতে চাইলে পুরো পোস্ট টি পড়ুন।

ফেসবুক থেকে কিভাবে টাকায় আয় করা সম্ভব?

ফেসবুক থেকে টাকা আয় করতে চাইলে আপনি কয়েকটি উপায়ে টাকা আয় করতে পারবেন। তো এই পোস্ট এ আমি আপনাদের সাথে ৩ টি উপায়ে কিভাবে ফেসবুক থেকে ইনকাম করা সম্ভব সেটা জানাবো। সেই ৩ টি উপায় হলো,

১। ফেসবুক পেজ থেকে;
২। ফেসবুক গ্রুপ থেকে;
৩। অন্যর আইডি / গ্রুপ / পেজ প্রমোট করে।

ফেসবুক পেজ থেকে

ফেসবুক পেজের সাথে কম বেশি সবাই পরিচিত। সারাদিন ফেসবুক ব্যবহারের সময় আমরা প্রায়ই বিভিন্ন ফেসবুক পেজেও ঘুরি। তবে আপনি যদি সারাদিন ফেসবুক এ এমনি টাইম পাস না করে একটু সময় দেন কিভাবে ইনকাম করবেন সেই টপিক এ তাহলে আপনিও অন্যর মতো ফেসবুক থেকে আয় করতে পারবেন।

ফেসবুক পেজ থেকে আয় করতে হলে আগে আপনাকে একটি পেজ খুলতে হবে। এরপর গ্রুপে একটি নির্দিষ্ট পরিমাণ ভিউ এবং লাইক থাকতে হবে। এরপর আপনি আপনার পেজ এ এড বসিয়ে ইনকাম করতে পারবেন।

তো এখন প্রশ্ন হলো আমি কোন ধরনের পেজ খুললে তাড়াতাড়ি বেশি লাইক ও ভিউ পাবো?

তো তাড়াতাড়ি লাইক ও ভিউ পেতে আপনি ৩ ধরণের পেজ খুলতে পারেনঃ

১। ফানি পোস্ট পেজ;
২। গল্পের পেজ;
৩। কোনো সেলিব্রেটি এর ফ্যান পেজ।

তবে আপনার যদি নিজস্ব কোনো ব্যবসা থাকে, যেমনঃ ঘড়ি বিক্রয়, গ্যাজেট বিক্রয়, ফোন বিক্রয় ইত্যাদি তাহলে আপনি নিজের ব্যবসার জন্য এমন ধরণের পেজ ও খুলতে পারেন।

ফেসবুক গ্রুপ থেকে ইনকাম

ফেসবুক গ্রুপ থেকে ইনকামের বিষয়টা ফেসবুক পেজ থেকে অনেকটা বেশি সময় নিয়ে ধৈর্য নিয়ে করতে হয়। ফেসবুক পেজ থেকে ইনকাম করা আর গ্রুপ থেকে ইনকাম করা একদম আলাদা। ফেসবুক গ্রুপ থেকে ইনকাম করতে হলে আপনাকে সর্বপ্রথম একটি গ্রুপ খুলতে হবে।

এরপর আপনাকে গ্রুপে অনেক অনেক মেম্বার ইনভাইট করতে হবে। এবং গ্রুপে জয়েন হওয়া সবাইকে বলতে হবে গ্রুপে যেন তাড়াও তাদের ফ্রেন্ড লিস্ট এর সবাইকে গ্রুপে ইনভাইট করে। এভাবে যখন আপনার গ্রুপে ১০ লক্ষ বা এর বেশি মেম্বার হয়ে যাবে তখন আপনি ফেসবুক গ্রুপ থেকে ইনকাম করতে পারবেন।

তো আপনার ১০ লক্ষ মেম্বার হয়ে গেলে আপনি কিভাবে সেখান থেকে ইনকাম করবেন? এখান থেকে ইনকাম করার উপায় হলো, গ্রুপ টি বিক্রি করে দেওয়া। এখন আপনারা ভাবতে পারেন এত কষ্ট করে এত বড় গ্রুপ বানালাম এখন এটাকে বিক্রি করে দিবো?

তো আপনি যদি এই গ্রুপ টা কে বিক্রি করতে না চান, তাহলে আপনি একটি কাজ করতে পারেন। সেটি হলো আপনি আরো একটি গ্রুপ খুলুন এবং সেই গ্রুপের লিংক আপনার বর্তমান গ্রুপে শেয়ার করুন, দেখবেন খুব তাড়াতাড়ি আপনার ২য় গ্রুপে অনেক মেম্বার হয়ে যাবে। এখন এই ২য় গ্রুপ টি বিক্রি করতে আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না।

তো এখন প্রশ্ন হলো গ্রুপ কিনবে কে? ভাই আপনি যদি ফেসবুকে একটু ঘাটাঘাটি করেন তাহলে অনেক গ্রুপ বা পেজ পবেন যেখানে গ্রুপ ক্রয় – বিক্রয় এর কাজ হয়। সেখানে আপনারা বিক্রি করতে পারবেন।

অন্যার আইডি / গ্রুপ / পেজ প্রমোট করে

এই উপায় টা সব গুলো উপায় থেকে একেবারে আলাদা ও একটু কঠিন। এটা সবাই করতে পারবে না। যাদের ফেসবুকে অনেক ফলোয়ার আছে, যেমনঃ ৩-৪ লক্ষ বা তার বেশি তারা এটি করতে পারবেন। বিশেষ করে তারা পারবেন যারা সেলিব্রিটি।

অনেকেই ফেসবুকে অনেক ফলোয়ার নিতে চায়। বা নিজের গ্রুপ / পেজ বড় করতে চায়। এর জন্য তারা যাদের ফেসবুকে ফলোয়ার বেশি তাদের টাকা দিয়ে নিজের প্রয়োজনীয় জিনিস কে প্রমোট করিয়ে নেয়। তো আপনিও যদি একজন বেশি ফলোয়ার পাওয়া ব্যাক্তি হন ফেসবুকে তাহলে আপনিও এই কাজ করতে পারবেন।

তো বন্ধুরা আশা করছি আজকের পোস্ট সকলের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এরকম পোস্ট পেতে ভিজিট করতে থাকুন আমাদের এই সাইট টি।

Share the article..

Leave a Comment