কিভাবে ব্লগে অনেক বেশি এবং প্রাসঙ্গিক ট্রাফিক আনা যায়?

ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসার জন্য অনেক গুলো সিস্টেমের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে।আজকে আপনাদের কিছু বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনারা কিভাবে ব্লগে অনেক বেশি এবং প্রাসঙ্গিক ট্রাফিক বা ভিজিটর নিয়ে আসবেন।

কিভাবে ব্লগে অনেক বেশি এবং প্রাসঙ্গিক ট্রাফিক আনা যায়?

ব্লগে ট্রাফিক বা ভিজিটর নিয়ে আসতে হলে আপনাকে প্রপার ভাবে এস ই ও করতে হবে।আপনি ঠিক ভাবে এসইও করতে পারলেই আপনার সাইটে প্রাসঙ্গিক ট্রাফিক নিয়ে আস্তে পারবেন।এসইও ২ ধরনের হয়ে থাকে আপনাকে ২ ধরনের এসইও করতে হবে তাহলে ভালো পরিমাণে প্রাসঙ্গিক ট্রাফিক নিয়ে আসতে পারবেন।

SEO কত প্রকার ও কি কি ?

১. অন পেজ এসইও
২. অফ পেজ এসইও

অন পেজ এবং অফ পেজ এসইও কি ?

অন পেজ এবং অফ পেজ এসইও বলতে আপনার ওয়েবসাইটটিকে মানুষের কাছে উপস্থাপন করা।যাতে মানুষ আপনার ওয়েব সাইট সম্পর্কে জানতে পারে এবং আপনার ওয়েবসাইট ভিজিট করে।
আজকে আপনাদের সাথে অন পেজ এসইও এবং অফ পেজ একটি ২ টাই ক্লিয়ার করে দিবো যাতে আপনারা আপনাদের ওয়েবসাইটে অনেক বেশি ভিজিটর নিয়ে আসতে পারেন।

অন পেজ এসইও কি?

অন পেজ এসইও হল এমন একটি মাধ্যম যা আপনি আপনার ওয়েবসাইট এর ভিতর করবেন । এটা একটি টেকনিক্যাল সেট আপও বলা যায় যার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইট এর টেক্সট কন্টেন্ট ও ভিজুয়াল কন্টেন্ট এর মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইট এর ভিজিটর ফ্রেন্ডলি করবেন । এতে আপনার ওয়েবসাইট এবং ওয়েবসাইটের আরটিকেল আকর্ষণীয় এবং ইউজার ফ্রেন্ডলি করবেন। যার ফলে ইউজার আপনার ওয়েবসাইট ইউস করতে স্বাচ্ছন্দ্যবোধ করবে ।

কেন অন পেজ এসইও করবো ?

অন পেজ এসইও করার ফলে আপনার ওয়েবসাইট এর সকল কোড নির্ভুল হবে এতে আপনার ওয়েবসাইট এবং ওয়েবসাইটের আরটিকেল আকর্ষণীয় এবং ইউজার ফ্রেন্ডলি করবেন ফলে ইউজার আপনার ওয়েবসাইট ইউস করতে স্বাচ্ছন্দ্যবোধ করবে ।
আমাদের ওয়েবসাইট এর একটা বড় ফ্যাক্ট হচ্ছে কন্টেন্ট অন পেজ এসইও এর মাধ্যমে আপনার কন্টেন্ট মারকেটিং করবেন।একটা সহজ উদাহরণ দেওয়া যাক এটা অনেক টা এইভাবে বলা যায় মনে করেন আপনি অনেক মার্কেটিং করলেন আমার দোকানে চাল দাল আলু পেয়াজ সব পাওয়া যায় কিন্তু কাস্টমার এসে দেখল এখানে চাল দাল আলু পেয়াজ কিছু নাই। অথবা থাকলেও গুছানো না। তখন তারা কি আর আপনার দোকানে আসবে ? উত্তর হবে আসবে না। তাই আপনাকে অন পেজ এসইও করতে হবে।

অন পেজ এসইও কিভবে করবো?

অন পেজ এসইও মুলত আপনার ওয়েবসাইট এর কন্টেন্ট এর উপর করতে হয়।তাই আপনি আপনার কন্টেন্ট এর দিকে মনোযোগ দিবেন। SEO Friendly Content লিখবেন তারপর যেই বিষয়ে আরটিকেল লিখবেন তার আগে ভালো করে Keyword Research রিচার্জ করুন তারপর এই কি Keyword গুলোকে আপনার আরটিকেলে সুন্দর করে গুছিয়ে কয়েক বার উল্লেখ করুন SEO Friendly Content লিখুন যেনো গুললের বট আপনার ওয়েবসাইট পিক করে গুগল সার্চ রেজাল্ট এর পথম দিকে নিয়ে আসে।

Keyword Research: আপনি যে কোন ওয়েবসাইটে কন্টেন্ট তৈরি করার আগে অবশ্যই Keyword Research করতেই হবে। কিন্তু বাংলায় Keyword রিসার্স তেমন ভাবে এখনো করা যায় না। তবে আপনি গুগল সাজেস্ট সার্চ রেজাল্ট দেখে পোষ্ট তৈরি করতে পারেন। তাছাড়া গুলল Keyword Planner আছে অই খান থেকে আপনি Keyword বাচাই করতে পারবেন।

SEO Friendly Content: আপনি ভালো কন্টেন্ট তৈরি করতে পারেন। কিন্তু এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট তৈরি করতে পারেন কি। আপনি গুগলে বিভিন্ন বিষয় সার্চ করেলে দেখবেন অনেক ভালো কন্টেন্ট প্রথম পেজে নাই। এর কারন একটাই এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট।

নিদিষ্ট বিষয় যখন আপনি কভার করবেন তখন তার একটি Ratio থাকতে হবে আপনার লেখার মধ্যে। এ ছারা আরও অনেক বিষয় আছে যা পোষ্ট লেখার সময় আপনাকে খেয়াল রাখতে হবে।

অফপেইজ এসইও কি?

অফ পেইজ অপটিমাইজেশন অফসাইট এসইও এর অন্য নাম অফ পেজ এসইও (Off-Page SEO)। সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের (SERPs) ভালো রেঙ্কিং পাবার জন্য অফ পেজ এসইও করা হয়। গুগল সার্চ রেঙ্কিং পাবার জন্য ওয়েবসাইটের বাইরে যেই কাজগুলো করা হয় তাই অফসাইট এসইও নামে পরিচিত অথবা অফ পেজ এসইও নামে পরিচিত। ইন্টারনেট জগতের জনপ্রিয় কিছু প্লাটফর্মে লিংক সাবমিট করা, ওয়েবসাইটের প্রচার করার মাধ্যমে অফপেইজ এসইও সম্পন্ন করা হয়ে থাকে ।

​অফ-পেজ এসইও কেন গুরুত্বপূর্ণ?

সার্চ ইঞ্জিন অ্যালগোরিদম এবং রেঙ্কিং উপাদানগুলো নিয়মিত পরিবর্তিত হয়। তবে অফপেজের কাজগুলো খুব বেশি পরিবর্তন হবার সুযোগ নেই। একটি কনটেন্টের রেঙ্কিং দেয়ার ক্ষেত্রে গুগুল অ্যালগোরিদম কিভাবে ভূমিকা রাখে সেটা সম্পূর্ণ না জানা থাকলে এটা মোটামুটি ভাবে বলা যায় যে অফসাইটের সাথে সম্পর্কিত উপাদানগুলো রেঙ্কিং এর ক্ষেত্রে অনেকখানি ভূমিকা রাখে। তাই অফ-পেজ এসইও করতে হয়।আমি নিজেও খুব ভালো ভাবে অফ-পেজ এসইও নিয়ে কাজ করতেছি। ইতি মধ্যে তার ফলাফল পাওয়াও শুরু হয়ে গেছে। অফ-পেজ এসইও করতে হবে আপনাকে অবশ্যই টেকনিক্যাল এসইও নিয়ে কাজ করতে হবে।

টেকনিক্যাল এসইও কি? এবং টেকনিক্যাল এসইও কিভাবে করতে হয়?

অফ পেজ এসইও করার সময় যে টেকনিক খাটিয়ে এসইও করা হয় তাই টেকনিক্যাল এসইও। টেকনিক্যাল এসইও কিভাবে করবেন তা নিছে উল্লেখ করা হলো। টেকনিক্যাল এসইও এর কাজই হচ্ছে Link Building করা। গুগল থেকে ট্রাফিক পাওয়ার জন্য link Building করাটা খুব জরুরি।

Link Building: গুগল থেকে ট্রাফিক পাওয়ার জন্য লিংক Building করাটা জরুরি। হ্যাঁ লিংক Building করার জন্য সময় লাগে। তার পরেও লিংক Building করতে হবে। লিংক Building করার উপায় গুলো হল।

গেষ্ট পোস্টিং
প্রেস রিলিস
ফোরাম পোষ্টিং
ড্রিপ লিংক
ইনফোগ্রাফি
কমেন্ট ব্যাকলিং
সোশ্যাল বুকমার্কিং
সোশ্যাল শেয়ারিং
ই-বুক রাইটিং

কিভাবে গেষ্ট পোস্টিং করবো? কিভাবে প্রেস রিলিস করবো? কিভাবে ফোরাম পোষ্টিং করবো? কিভাবে ড্রিপ লিংক করবো?কিভাবে ইনফোগ্রাফি করবো? কিভাবে কমেন্ট ব্যাকলিং করবো? সোশ্যাল বুকমার্কিং করবো? কিভাবে সোশ্যাল শেয়ারিং করে link building করবো? তা নিয়ে আরটিকেল পেতে কমেন্ট করুন।আপনাদের সারা পেলে খুব শিগ্রি আরটিকেল নিয়ে হাজির হবো।

ব্যক্তিগত কিছু সাজেশন

আমরা চার বছর অর্নাস করি ১০০০০ থেকে ১৫০০০ হাজার টাকার চাকরি পাওয়ার জন্য। আবার পাওয়া চাকরি কখনো থাকবে, চলে যাবে তার কোন শেষ নেই। ভয় সব সময় পিছু তারা করবেই। সেই একই আয় টা আপনি করতে চাচ্ছেন ব্লগিং করে। তাও সম্ভব এর জন্য আপনাকে চার বছর নয়, মাত্র দুই বছর আপনাকে পরিশ্রম করতে হবে।
আপনি সঠিক ভাবে দুই বছর পরিশ্রম করে ব্লগিং করতে পারলে আজীবন আয় করতে পারবেন।এমন আয় অনেকেই করছে। এবং আমার জন্যও দোয়া করবেন আমিও যেনো পারি করতে।

আসা করি সবার একটু হলেও উপকার হবে এই পোস্টটির মাধ্যমে। আপনাদের এই পোস্টটি ভালো লাগলে সুন্দর  একটি কমেন্ট করে আমাদের অনুপ্রানিত করুন।ফাইবার গিগ নিয়ে ট্রিপ্স এবং ট্রিক পেতে আমাদের সাইট ShopTips24.CoM নিয়মিত  ভিজিট করুন।
ধন্যবাদ  সম্পুর্ন  পোস্টটি পড়ার জন্য।

Share the article..

2 thoughts on “কিভাবে ব্লগে অনেক বেশি এবং প্রাসঙ্গিক ট্রাফিক আনা যায়?”

  1. I’m now not positive where you are getting your info,
    but
    great topic. I needs to spend a while finding out much more
    or figuring out more. Thanks for great info I used
    to be looking
    for this
    information for my mission.

    Reply

Leave a Comment