কম দামে ভালো ল্যাপটপ ২০২২

হ্যালো প্রিয় ভিজিটর আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদেরকে আবারো আমাদের সাইটে আমার পক্ষ থেকে আন্তরিক স্বাগতম জানাই। আজকের পোস্ট এ আমি আপনাদের সাথে কম দামে কয়েকটি ভালো ল্যাপটপ এর বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তো চলুন দেরি না করে পোস্ট টি শুরু করা যাক।

কম দামে ভালো ল্যাপটপ ২০২২

দামে ভালো ল্যাপটপ ২০২২ সালের প্রযুক্তির বাজারে খুজে পাওয়া বেশ মুশিকিলের ব্যাপার। আমদের হাতে সময় কোথায় এত ঘাটাঘাটি করে একটি কম স্বল্প মূল্যের ল্যাপটপ খুজে বের করার। আর তাবাদেও এত্ত সব কোম্পানি তাদের ল্যাপটপের প্রতিনিয়ত মডেলের পরিবর্তন করে চলেছে প্রতিনিয়ত। যার ফলে আমাদের মত সাধারন মানুষ যারা তারা বেশ দিধায় পড়ে যায় কোন ল্যাপটপ মডেলটি আমাদের জন্য ভালো হবে সেটি নিয়ে। তবে যারা সহজে খুজে পেতে চান একটি ভালোমানের ব্রান্ডের ল্যাপটপ তাদের জন্য আজকের লেখাটি বেশি উপকারি হবে।

আমি এই ব্লগে মোট ৩টি ব্রান্ডের এবং ভালো মানের ল্যাপটপের মডেল নিয়ে কথা বলবো এবং সেই সাথে তাদের ফিচারো থাকবে যাতে আপনি ভালো খারাপ দিক বিবেচনায় রেখে মডেল চয়েজ করে নিতে পারেন। ‌

চয়েজ করা ল্যাপটপ গুলো কোনটাই ৩০ হাজার টাকার উপরে হবে না যাতে আপনি সিমীত বাজেটের মধ্যে ভালো পন্য পান। আমদের এগুলো আপনি যেকোন অনলাইন মার্কেট সহ যেকোন অফলাইন দোকানে(শো-রুম) পেয়ে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি তার আগে আপনাদের জন্য কিছু বোনাস টিপস থাকবে সেগুলো দেখে নিয়ে তারপর মডেল পছন্দ করে নিন।

কেনার আগে যা যাচাই করবেন কমদামের ল্যাপটপগুলো কেনার আগে ল্যাপটপ আপনাকে অনেক দিক বিবেচনায় রেখে সিদ্ধান্ত নিতে হবে বিশেষ করে হার্ডডিস্ক, প্রসেসর, র্যাম এর মত বিষয়গুলো। ল্যাপটপ কেনার আগে বেশি নজর দিতে হবে আপনি কি কাজে সেটি ব্যাবহার করবেন। হতে পারে আপনি গেম খেলার জন্য অথবা টুকিটাকি কাজের জন্য এটি ব্যাবহার করবেন।

আপনি হ্যাবি বা ভারি কাজের জন্য ল্যাপটপ চয়েজ করতে চান যেমনঃ গ্রাফিক্স ডিজাইন ও ফটো বা ভিডিও এডিটিং অথবা এনিমেশন এর মত কাজ যদি তাহলে আপনার বাজেট বাড়াতে হবে। কেননা আপনি কমদামের ল্যাপটপে অত ভালো পারফর্ম পাবেন না। কারন কম দামের ল্যাপটপে আপনি যা পাবেন তাতে গ্রাফিক্স এর অবস্থা এবং প্রসেসর একটু কমজোর থাকে।

Dell Inspiron 14-3480

হার্ডডিস্কঃ500GB

র্যামঃ4GB DDR4 RAM

প্রসেসরঃIntel Celeron 4205U (2M Cache,1.80 GHz) যা ভালো মানের একটি প্রসেসর।

ডিসপ্লেঃ14.0″ HD (১২৮০ x ৭২০) ডিসপ্লে

গ্রাফিক্সঃIntel UHD Graphics 610 ( HD মুভি
দেখার সময় আপনি ভালো কোয়ালিটি পাবেন)

অন্যান্য ফিচারঃ চিপ-সেট পাবেন Intel, অপারেটিং সিস্টেম Win 10, ব্যাটারি ৩ সেল, থাকছে এডাপ্টটার, অডিও এর জন্য 2 tuned speakers যার সাথে Waves MaxxAudio Pro পাবেন। এছাড়াও HD WebCam পাবেন, কার্ড রিডার পাবেন, এবং বিল্ট-ইন DVD-RW পাবেন। USB এর ক্ষেত্রে 2 x USB3.1 Gen 1 এবং 1 x USB2.0, ওজন ২.১৯ কেজি রাখা হয়েছে এবং কালার এর ক্ষেত্রে ব্লাক ও সিলভার উভাই পাবেন।

মূল্যঃ২৮৮৬০ টাকা,

HP 15-da0021tu

ফিচারঃ হার্ডডিস্কঃ500 GB

র্যামঃ4 GB DDR4-2400 SDRAM (1 x 4 GB)

প্রসেসরঃIntel Celeron N4000 যেখানে আপনি ১.১ গিগাহার্জ থেকে ২.৬ পর্যন্ত স্পিড পাবেন।

ডিসপ্লেঃ15.6″ যাতে আপনি ভালো অভিজ্ঞতা পাবেন।

গ্রাফিক্সঃইনটেল এর UHD Graphics 600 যাতে গ্রাফিক্স এর মান ভালো ভাবে কাজ করবে।

অন্যান্য ফিচারঃএখানে পাবেন উইন-১০ তিন সেলের ব্যাটারি যা ব্যাক- আপ পাবেন ভালো। এবং অপটিক্যাল DVD-রাইটার থাকছে, সাথে থাকছে ওব্যবক্যাম যেটি HD মানের এবং ডিজিটাল মাইক্রোফোন তো থাকছেই, ল্যাপটপটির ওয়েট বা ওজন রাখা হয়েছে ১.৭৭ কেজি, কালার হলো সিলভার যা অন্য রকম একটি কালার দেখতে লাগবে।

মূল্যঃ২৩৮০০ টাকা (বর্তমান)

Ideapad Slim 3 AMD Dual Core 3020e

হার্ডডিস্কঃ1tb(এক টেরাবাইটের)

র্যামঃDDR4 এর ৪ জিবি এর (4GB)

প্রসেসরঃএডিএম Dual Core 3020e(১.২ থেকে ২.৬ গিগাহার্জ পর্যন্ত)

ডিসপ্লেঃ১৪” ইঞ্চি যেটা (1366 × 768)

গ্রাফিক্সঃAMD Radeon GFX

অন্যান্য ফিচারঃ প্রথমে অডিও এর কথা বললে “কম্ব জ্যাক” যা ভালো সাউন্ড দিবে। পাচ্ছেন HD webcam, ল্যাপটপটির ওজন ১.৬ কেজি এবং কালার প্লাটিনাম গ্রে। সবকিছু মিলিয়ে ল্যাপটপটি ভালোমানের বলতে হবে।

মূল্যঃ২৯,৯২৫ টাকা

তো প্রিয় ভিজিটর আশা করছি আপনাদের কাছে আজকের এই পোস্ট টি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবং আমাদের সাইটে এরকম আরো অনেক হেল্পফুল পোস্ট রয়েছে সেগুলো পড়তে চাইলে আমাদের সাইট টি একবার ভিজিট করুন। আর আজকের মতো এখানেই বিদায়, ভালো থাকবেন সুস্থ্য থাকবেন।

Share the article..

Leave a Comment