OMR সিটে ভুল হলে কি রেজাল্ট আসবে.? OMR Sheet mistake?

১–OMR সিটে রেজিষ্ট্রেশন নম্বর ভুল হলে কি রেজাল্ট আসবে?

? কিছুই হবেনা,,আপনার রোল নাম্বার সঠিক হলে হবে।

২– OMR সিটে রোল নম্বর ভুল হলে কি রেজাল্ট আসবে?

? কিছুই হবে না,,আপনার রেজিষ্ট্রেশন নাম্বার সঠিক হলে হবে।
মানে এই দুইটা থেকে যেকোনো একটা সঠিক হলেই যারা খাতা কাটবে তারা আপনার খাতাটি খুঁজে বের করতে পারবে,,দুইটায় একসাথে ভুল করলে সেক্ষেত্রে আপনার সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে।

৩– সেট কোড লিখেন নাই বা ভরাট করেন নাই?

? তাহলেও উপায় আছে। আপনার খাতাটি পরীক্ষা করে দেখা হবে আপনার খাতাটি কোন সেটের সাথে বেশি সাদৃশ্য রয়েছে, এবং সে সেট অনুযায়ী আপনারা খাতাটি কাটা হবে। লেখা বা ভরাট যেকোনো একটা করা থাকলেতো আর কোনো সমস্যাই নাই।

৪– বিষয় কোড ভুল?

? এটা কোনো সমস্যা না,,কারণ আপনার খাতাটা একটা বান্ডিলের মধ্যে থাকে,,স্যারেরা সহজেই বুঝতে পারে আমার খাতাটি কোন বিষয়ের।

পাশ করা যতটা সহজ, ফেল করা ততটা সহজ না।
একটা স্যার কখনো চায়না একটা শিক্ষার্থী ফেল করুক। স্যাররা সর্বোচ্চ চেষ্টা করে তোমার খাতাটি কেটে একটা রেজাল্ট বের করার জন্য। সুতরাং যারা বলো একটা ভুল মানে, এক বছর শেষ। অবশ্যই ফেল।

তাদেরকে বলতেছি আগে বিষয় গুলো ভালো করে জানো তারপর কথা বলতে এসো। না জেনে কারু মন ভেঙে দেওয়ার অধিকার তোমার নাই।

যারা ভুল করেছো বলে খুব টেনশনে আছো তাদেরকে বলছি,টেনশনের কোনো কারণ নাই।
ধন্যবাদ ?

Share the article..

1 thought on “OMR সিটে ভুল হলে কি রেজাল্ট আসবে.? OMR Sheet mistake?”

Leave a Comment