৫টি সেরা বই- জীবনে একবার হলেও আপনার পড়া উচিত

একজন বইপ্রেমিক এর কাছে বই পড়ার মজাই আলাদা। তবে সেটা যদি সেরা বই হয়, তাহলে তো আর কোনো কথাই নেই। আমরা প্রায় প্রতিনিয়ত অনেক বই পড়ে থাকি। একটি ছোট বাচ্চা কে জিজ্ঞাসা করলে, সেও বলবে যে আমিও বই পড়ি। তবে তারা একাডেমিক বই পড়াকেই বুঝাবে। এর বাইরেও সেরা উপন্যাস রয়েছে, রয়েছে হুমায়ুন আহমেদ এর বই, রয়েছে সাদাত হোসেন এর রোমান্টিক উপন্যাস। ইসলামিক বই এর দিক থেকে বলতে আরিফ আজাদ এর বই সেরা বলে মনে হয় আমার কাছে। এছাড়াও আরো লেখক রয়েছেন যেমন কিঙ্কর আহসান, হুমায়ুন আজাদসহ আরো অনেক ভালো ভালো লেখক, যাদের নাম না বললেই নয়।

তবুও তাদের বই পড়ার পরে কেমন জানি মনে হয় কোন বইটি পড়া বাকি রয়েছে।

হ্যা, আসলেই। কিছু বই রয়েছে, যেগুলো আমার মতে জীবনে একবার হলেও পড়া উচিত।

আজকে আমি যেই ৫টি বই নিয়ে বলতে যাচ্ছি, সেগুলো সেরা বই গুলোর মধ্যে রয়েছে। বাংলা বই নিয়ে বলবো না আজকে, কারণ বাংলায় অনেক সেরা বই রয়েছে এবং সেগুলো আপনারা জানেন হয়তো। আজকে বলতে সেরা ইংরেজি বই নিয়ে। মানে এগুলো বিদেশি রাইটার এর লেখা। আসুন যেনে নেওয়া যাক বইগুলো সম্পর্কে।

১। Rich Dad Poor Dad

Robert T. Kiyosaki এর লেখা “রিচ ডেড পুর ডেড” বইটির কতাহ না বললেই নয়। দারুন বই একটি। আপনি শতবার পড়েও মনে হবে যে বইটি শেষ করতে পারেননি। এই বইটি মুলত ধনী ও গরিবের মধ্যকার পার্থক্য নিয়ে লেখা। লেখক রবার্ট কিওসাকি বইটিতে শিখিয়েছেন কিভাবে মানুসিকতা বদলে ধনী হওয়া যায়। তিনি আরো বলেছেন, ‘মানুষ ধনী হয় নিজের মানুসিকতার কারণে, গরিবেরা গরিব থেকে যায় নিজের মানুসিকতার কারণে। একমাত্র সঠিক চিন্তা এবং পরিশ্রম এর মাধ্যমে যে কেউ ধনী হতে পারে।

২. Made In America by Sam Walton

লেখক স্যাম ওয়ালটন এর লেখা এই বইটিও অনেক দারুন একটি বই। তিনি “কপি ইজ দ্য সিক্রেট অফ সাকসেস” এই বক্তব্যটিকে অন্য লেভেলের উচ্চতায় নিয়ে গিয়েছেন। তার পরিকল্প না ছিল যে কম্পিউটার গুলো সবসময় দেখা তারা কি করে এবং গভীরভাবে এনালাইসিস করা। একটু একটু আইডিয়া কপি তাদের কাছ থেকে  করে এবং তার সাথে  খানিকটা বুদ্ধি খাঁটিয়ে, দুনিয়ার সবচেয়ে বড় রিটেইলার কোম্পানি বিন্ড আপ করা।

অনেক রকমের বিজনেস  স্ট্রাটেজি, গ্রোথ হ্যাকিং, টপ ম্যানেজমেন্ট রিলেটেড কলাকৌশলে ভরা এই বইটি। আমার কাছে বইটি দারুন লেগেছে।

৩। Let My People Go Surfing: The Education of a Reluctant Businessman

সিরিয়াস থেকে এবং জীবনকে উপভোগ করে তার মাঝে বিজনেস দাঁড় করানোর কৌশল নিয়ে লেখা এই বই। দারুন একটি বই এটি। আপনারা চাইলে পড়তে পারেন। তবে বই গুলো কিভাবে পড়তে পারবেন, তা আমি শেষের দিকে বলবো।

৪। মোবি-ডিক (দ্য হোয়েল)

আমেরিকান লেখক হারম্যান মেলভিলের এর লেখা মোবি-ডিক বইটি একটি অসাধারণ বই।  এখানে মোবি ডিক এর গল্প আহাবকে কেন্দ্রীয় চরিত্র হিসেবে গড়ে উঠেছে। গল্পে তিনি একটি হোয়াইট স্পার্ম তিমির বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য পাগল হয়ে উঠেছিলেন। কারণ এই তিমি তার পায়ের হাঁটুর নিচের পুরো অংশ নিয়ে গিয়েছে। মনে হয় কিছুটা রহস্য রহস্য গন্ধ পাচ্ছেন। হ্যা, গল্পটি এরকমই।

এই কারণের জন্য আহাব সাগরে পাগলের মতো হোয়াইট স্পার্ম তিমিটিকে খুজে বেরাতেন।

বইটি দারুন এবং অদ্ভুত টাইপের। বইটি পড়ে আসলেই মজা পাবেন। বইটির বাংলা অনুবাদ বের হয়েছে অনেক আগেই।

৫। ব্লিক হাউস

লেখক চার্লস ডিকেন্সের এর লেখা ব্লিক হাউস হলো অনেক বড় একটি উপন্যাস। জার্নডাইস পরিবারের গল্পকে ঘিরে এই গল্পটি রচিত হয়েছে। জার্নডাইস এর আশা ছিল উত্তরাধিকারসূত্রে সম্পদ লাভ করা। কিন্তু বার বার সেই স্বপ্ন ব্যর্থতার মুখে পড়ে শেষ হয়ে যায়। কারণ তাদের এটি একটি মামলার মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্ম ধরে চলছে। এই মামলাটি এতোটাই জটিল হয়েছে যে, বেচে থাকা কোনো  বেঁচে থাকা উত্তরাধিকারী এই মামলার আগা মাথা কিছু বুঝতে পারে না।

সব মিলিয়ে দারুন রোমাঞ্চকর উপন্যাস এটি।

কিভাবে এই ৫টি সেরা বই পড়তে পারবেন?

আপনারা চাইলে রকমারি অথবা এমাজন এ বই গুলো পেয়ে যাবেন। টাকা দিয়ে আপনাদের সেগুলো কিনে নিতে হবে।

যদি নাও কিনতে চান, মানে ফ্রিতে পড়তে চান, তাহলে পিডিএফ ডাউনলোড করে নিতে পারবেন। অনলাইনে সার্চ করুন অথবা Bangla Books PDF -BN PDF Express.com বইগুলোর পিডিএফ পেয়ে যেতে পারেন।

এছাড়াও আরো অনেক বিষয়ের বই আপনারা কাঙ্ক্ষিত সাইটে পেয়ে যাবেন।

Share the article..

Leave a Comment