Joker Movie Review | জোকার মুভির বাংলা রিভিউ

আজ কথা বলবো সর্বকালের সর্বশ্রেষ্ঠ খলনায়ক Joker কে নিয়ে। আসলে ভিলেন বলবো নাকি সেটা নিয়েও আছে কনফিউশন। ভিলেনের থেকে অ্যান্টি হিরো শব্দটাই বরং ভালো মানায়। আমার প্রথম সুপারহিরো মুভি ছিলো স্পাইডারম্যান। এটা দেখার পরে সুপারহিরো হবার অনেক ইচ্ছা জাগতো। মাঝে মাঝে হাত ও নাড়তাম যেভাবে স্পাইডারম্যান হাত নেড়ে জাল বের করতো। একসময় Maturity বাড়তে থাকে। অবশেষে পরিচয় হয় The Dark Knight এর Joker এর সাথে। তারপর থেকে সুপারহিরো কে নিয়ে Glorification টা সুপার ভিলেন কে নিয়া করা শুরু করি। নাহ আজকে Dark Knight এর রিভিও দিবো না। আজ রিভিও দিবো Joker মুভিটা নিয়ে।

Article Cover The Tropics

#No_Spoiler

  • Movie name : Joker
  • Director : Todd Phillips
  • Genre : Crime/ Drama / Thriller
  • Cast : Joaquin Phoenix, Robert De Niro,
  • Zazie Beetz
  • IMDb Rating : 8.5/10
  • Personal Rating : 9/10

Plot :

এই Joker মুভিটির প্লট টাকে World’s one of the most critical plot বলা যেতে পারে। তাই শুধু একবার দেখে অনেক কিছু মিস করে যেতে পারেন।
সৃষ্টির সূচনালগ্ন থেকেই পৃথিবীতে দুই শ্রেণীর মানুষের বসবাস। শাসক আর শোষিত। সত্যি কথা বলতে শাসক হবার প্রথম শর্ত হচ্ছে ক্ষমতাবান হতে হবে। আর ক্ষমতাবানরা নিরপরাধ দরিদ্র মানুষদের উপর অত্যাচার করেই আসছে। এরকম ই একটা চিত্র ফুটে উঠেছে এই Jokar মুভিটিতে। তারা একসময় চিন্তায় পরে যায় আসলেই কি তাদের জীবনের কোনো দাম আছে? তারা না থাকলে কি এই দুনিয়ার কোনো কিছু পরিবর্তন হবে। এসব ভাবতে ভাবতে সাধারণত তারা হার মেনে ফেলে। কিন্তু এখানে আমাদের জোকার হার মানতে পারে নি। “শোক কে শক্তি তে রূপান্তর” এই কথা টা যেনো বাস্তব করে ফেলেছে এই জোকার(Joker)। অবশেষে সে হয়ে উঠে প্রতিবাদী। জোকার শব্দ টা হয়ে ওঠে যেনো প্রতিবাদীদের মুখোশ।

আমাদের এই মুভির কাহিনী আর্থার ফ্লেক নামের এক কমেডিয়ান কে নিয়ে। সে সল্প বেতনে এক কোম্পানিতে কমেডিয়ান এর চাকরি করে। হঠাৎ একদিন কিছু বখাটে ছেলে তাকে গণপিটুনি দেয় আর তার সাইনবোর্ড নিয়ে চলে যায়। তারপর তার এক কলিগ তাকে একটি পিস্তল দেয় আত্মরক্ষার জন্য। আর ভুলবশত হাসপাতালে বাচ্চাদের সামনে কমেডি করার সময় এই পিস্তল পরে যায়। যার কারণে তার চাকরি চলে যায়। এই থেকে শুরু হয় মুভির আসল গল্প। তারপরে যাকে সে আইডল মানত সেই কমেডিয়ান ও তাকে নিয়ে মজা নিতে নেয় সবার সামনে। আর এটা তার আত্মসম্মানে আঘাত লাগে। এর পরেই শুরু হয় Arther Fleck থেকে Joker এ পরিনত হবার কাহিনী। আমাদের এই জোকার নোলান এর ডার্ক নাইট এর ধ্বংসাত্মক সুপার ভিলেন না। আমাদের এই জোকার নিপীড়িত মানুষের প্রতিচ্ছবি আর প্রতিবাদীদের দলনেতা।

জোকার চরিত্রে কে সেরা এই প্রশ্নে সবার আগেই চলে আসবে হিথ লেজারের নাম। সত্যি বলতে হিথ লেজার অমর এই চরিত্রে। তবে জোয়াকিন ফোনিক্স এই মুভিতে ছিলো একেবারে পারফেক্ট। যার জন্য সে পেয়ে যায় অস্কার।

জোকার কি নিয়ে অনেক লেখা যাবে। তবে আজ আর নয়। এখনও যদি কারো দেখা বাকি থাকে তাহলে এই মাস্টারপিস মুভিটি আপনার জন্যই। তাড়াতাড়ি দেখে ফেলবেন । ধন্যবাদ।

Share the article..

Leave a Comment