মাহদী নামের অর্থ কী

হ্যালো প্রিয় ভিজিটর আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদেরকে আবারো আমাদের সাইটে আমার পক্ষ থেকে আন্তরিক স্বাগতম জানাই। আজকের পোস্ট এ আমি আপনাদের সাথে মাহদী নামের অর্থ কী এই বিষয় টি নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তো চলুন দেরি না করে পোস্ট টি শুরু করা যাক।

 

মাহদী কী ইসলামিক নাম

জ্বী হ্যাঁ, মাহদি একটি সুন্দর ইসলামিক নাম। আপনি যদি ইসলামিক নাম খোজেন তাহলে মাহদী নামটি নিতে পারেন। মাহদী বর্তমানে বাংলাদেশের একটি জনপ্রিয় ও মডার্ন একটি নাম।

 

মাহদী নামের অর্থ কী

মাহদী সুন্দর একটি নাম। এই নামটি অনেকের আছে। বিশেষ করে বাংলাদেশ এ এই নামটি এর অনেক মানুষ রয়েছে। এই মাহদী নামের অর্থ হলো ন্যায়নিষ্ঠা। অন্যান্য অর্থ অনুযায়ী এর অর্থ হলো ত্রাণকর্তা, পথ নির্দেশক, পথ প্রদর্শক।

 

মাহদী নামের ইসলামিক অর্থ কী

মাহদী নামের ইসলামিক অর্থ হলো ন্যায়নিষ্ঠা এবং ত্রাণকর্তা। কোরআন ও বিভিন্ন হাদিসে বর্ণিত আছে এক সময় পৃথিবীতে দাজ্জাল এর আগমণ ঘটবে। এবং সে নিজেকে খোদা বলে দাবি করবে। যারা এটি মানবে না দাজ্জাল তাকে মেরে ফেলবে। এর এই দাজ্জাল কে মারার জন্য হযরত ঈসা (আঃ) এবং ইমাম মাহদী কে মহান আল্লাহ তায়ালা প্রেরণ করবেন।

এর থেকে আমরা এটি জানতে পারি এই নামটি একটি ইসলামিক নাম। এই নামের ইসলামিক অর্থ হলো ন্যায়নিষ্ঠা, বিচারক, পথ প্রদর্শক, পথ নির্দেশক। এই নামের অর্থ ও কার্জ দুইটাই বেশ সুন্দর।

 

মাহদি নামের ইংরেজি বানান

অনেকে মাহদি নামকে মাহাদি বা মেহেদী নাম বলেও ডাকা। তাই আমরা এখানে এই তিনটি নামেরই বানান লিখে দিচ্ছি। মাহদী = Mahdi, মাহাদী = Mahadi, মেহেদী = Mehedi.

 

মাহদী নামের সাথে সম্পৃক্ত কিছু নাম

মাহদী মাহতাব
মাহদী হাসান স্বাধীন
মাহদী ইকতিদার
মাহদী আহমেদ
রাহি মাহদী
মাহদী শাফি
খালিদ হাসান মাহদী
মাহদী ইকবাল খান
ইরফানুর রহমান মাহদী
আব্দুল মাহদী,
শাহ আলম মাহদী
মাহদী মালিক
মাহদী মাসাবীহ
মোস্তফা মাহদী
মাহদী ইসলাম
মোহাম্মদ মাহদী
মাহদী মুনতাসির
আল মাহদী
মাহদী হাসান
মাহদী ইসলাম

 

তো প্রিয় ভিজিটর আশা করছি আপনাদের কাছে আজকের এই পোস্ট টি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবং আমাদের সাইটে এরকম আরো অনেক হেল্পফুল পোস্ট রয়েছে সেগুলো পড়তে চাইলে আমাদের সাইট টি একবার ভিজিট করুন। আর আজকের মতো এখানেই বিদায়, ভালো থাকবেন সুস্থ্য থাকবেন।

Share the article..

Leave a Comment