ফেসবুক ভিডিও ডাউনলোড করার উপায় ২০২২

হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদেরকে আবারো আমাদের সাইটে আমার পক্ষ থেকে আন্তরিক স্বাগতম জানাই। আজকের পোস্ট এ আমি আপনাদের সাথে কিভাবে আপনারা ফেসবুক ভিডিও ডাউনলোড করবেন সেই বিষয় টি নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তো চলুন দেরি না করে পোস্ট টি শুরু করা যাক।

আপনারা হয়ত সবাই জানেন ইউটিউবের মতো ফেসবুক এখন একটি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। বিভিন্ন ভিডিও নির্মাতারা খুব উতৎসাহের সাথে তাদের ভিডিও গুলো ফেসবুকে আপলোড করছেন। এই ভিডিও গুলো প্রায়শই ফেসবুকে ব্রাউজ করার সময় আমাদের মন ছুঁয়ে যায়।

এবং ভিডিও গুলো ডাউনলোড করে এবং ইন্টারনেট সংযোগ ছাড়াই মোবাইল ফোনের মেমোরিতে রাখতে ইচ্ছে করে কিন্তু ফেসবুক আমাদের সারাদিন নিজের ওয়েব সাইট এ ঘোরা ঘুরি করার জন্য সকল সুযোগ দিলেও কোনো ভিডিও ডাউনলোড করার এর জন্য কোনো সুযোগ দেয়নি। যার জন্য চাইলেও আমরা ফেসবুক এর কোনো ভিডিও ডাউনলোড করতে পারি না।

তবে আজকে আমি আপনাদের সাথে এমন কয়েকটি উপায় শেয়ার করবো যার ফলে আপনারা খুব সহজেই যে কোনো ফেসবুক ভিডিও ডাউনলোড করতে পারবেন আপনাদের হাতে থাকা মোবাইল দিয়ে।

কতভাবে ফেসবুক ভিডিও ডাউনলোড করা যায়

আপনি চাইলে মোট তিনটি উপায় ফেসবুক এর যে কোনো ভিডিও ডাউনলোড করতে পারবেন। যথাঃ-

১। মোবাইল এপ এর সাহায্য ফেসবুক ভিডিও ডাউনলোড,
২। ওয়েব সাইট ব্যবহার করে ফেসবুক ভিডিও ডাউনলোড,

ফেসবুক ভিডিও ডাউনলোড করার আগে আমাদের জেনে নেওয়া দরকার কিভাবে আমরা ফেসবুক ভিডিও গুলো এর লিংক কপি করতে পারি,,

ফেসবুক ভিডিও লিংক কপি করার উপায়

এবার জেনে নেই কিভাবে ফেসবুক থেকে লিংক কপি করতে হয়। ফেসবুকের কোনো পোস্ট ছবি বা ভিডিও এর লিংক খুঁজে পেতে নিম্ন লিখিত ধাপ সমূহ অনুসরণ করুন।

১. মোবাইল ব্যবহারকারী হলে ফেসবুকের মোবাইল এপ এবং পিসি ব্যবহারকারী হলে যেকোনো ব্রাউজার দিয়ে ফেসবুকে লগইন করুন

২. এবার যে পোস্টের ছবি বা ভিডিও এর লিংক কপি পেতে চাইছেন, সেটির উপরের দিকের ডান পাশে থাকা 3 ডট আইকনে ক্লিক করুন।

৩. এবার কিছু বাটন পাবেন, সেখান থেকে Copy Link এ বাটনে ক্লিক করুন। ব্যাস হয়ে গেল লিংক কপি।

মোবাইল এপ ব্যবহার করে ফেসবুক ভিডিও ডাউনলোড

বন্ধুরা আপনারা জানেন এবং আমি উপরে বলেছি আপনারা সারাদিন ফেসবুক এ ঘোরাঘুরি করতে পারলেও কোনো ভাবেই ফেসবুক এর কোনো ভিডিও ডাউনলোড করতে পারবেন না। এর কারণ ফেসবুক চায় আপনি বেশি সময় ফেসবুকে ঘোরাঘুরি করুন যাতে তারা আপনার থেকে ভালো টাকা ইনকাম করতে পারেন।

তো সেটা যাই হোক, মূল কথা হলো আপনার যদি ফেসবুক এর কোনো ভিডিও ডাউনলোড করতে হয় তাহলে আপনি কিভাবে সেটা করবেন। কারণ ফেসবুকে কোনো ভিডিও ডাউনলোড অপশন পাবেন না।

তো এখন আমি বলি কিভাবে আপনি মোবাইল এপ ব্যবহার করে ফেসবুক এর যে কোনো ভিডিও ডাউনলোড করবেন। ফেসবুক ভিডিও ডাউনলোড করার জন্য আপনারা বিভিন্ন থার্ড পার্টি এপ পাবেন। কিন্তু সেগুলো ব্যবহার করলে একটু ঝামেলা হতে পারে। কিন্তু আমি আপনাকে আজকে যে এপ এর কথা বলবো সেগুলো ব্যবহার করে খুব ভালো করে কোনো ঝামেলা ছাড়াই ফেসবুক ভিডিও ডাউনলোড করতে পারবেন। তো চলুন সেই এপ সম্পর্কে জেনে নেই,

ফেসবুক ভিডিও ডাউনলোড করার এপ

ফেসবুক ভিডিও ডাউনলোড করার জন্য ভালো একটি এপ হলো ভিডমেট এপ। তবে ভিডমেট এপ প্লে স্টোর এ বর্তমানে নেই। তাই এই এপ টি কিভাবে আপনি ডাউনলোড করবেন সেই উপায় জানতে নিম্নের দেওয়া লিংকে গিয়ে দেখে নিন,

আরো পড়ুনঃ আসল ভিডমেট এপ ডাউনলোড করার উপায়

তো যদি আপনার আসল ভিডমেট এপ ডাউনলোড করা হয়ে গিয়ে থাকে, তাহলে আপনি এবার দেখে নিন কিভাবে আপনি ভিডমেট দিয়ে ফেসবুক ভিডিও ডাউনলোড করবেন,

ভিডমেট দিয়ে ফেসবুক ভিডিও ডাউনলোড

ভিডমেট এপ দিয়ে ফেসবুক ভিডিও ডাউনলোড করার জন্য নিম্নের বলা স্টেপ গুলো অনুসরণ করুনঃ

১. প্রথমে নিজের ফোনের ইন্টারনেট কানেকশন অন করুন।

২. এবার ভিডমেট এপ টি ওপেন করুন।

৩. প্রথমবার ভিডমেট এপ ওপেন করলে কিছু পার্মিশন চাইবে সেগুলো এলাও করে দিবেন।

৪. এপ ওপেন হওয়ার পর উপরের দিকে দেখবে একটি সার্চ বার আছে, সেই সার্চ বারে যে ফেসবুক ভিডিও ডাউনলোড করবেন সেই ভিডিও এর লিংক দিয়ে দিবেন।

৫. লিংক সার্চ বারে দিয়ে সার্চ করে দিলে সেই ভিডিও টি আপনার এপে চলে আসবে। সেখানে ভিডিও এর নিচে থাকা 3ডট মেনু তে ক্লিক করলে ডাউনলোড অপশন পেয়ে যাবেন ডাউনলোড করার জন্য। আর চাইলে আবার ভিডিও প্লে করে তারপরেও ডাউনলোড করতে পারবেন।

৬. এবার আপনি খুব সহজেই এই ভিডমেট এপ দিয়ে ফেসবুক ভিডিও ডাউনলোড করতে পারবেন।

ওয়েবসাইট ব্যবহার করে ফেসবুক ভিডিও ডাউনলোড

ফেসবুক ভিডিও ডাউনলোড করার জন্য বেশ কয়েকটি থার্ড পার্টি ওয়েরসাইট রয়েছে এগুলোর মধ্যে বেস্ট ওয়েবসাইট টি নিয়ে আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। এই ওয়েবসাইট গুলির মাধ্যমে ফেসবুক থেকে ভিডিও গুলো ডাউনলোড করতে আপনাকে অবশ্যই পছন্দের ভিডিওর লিঙ্কটি খুঁজে বের করতে হবে।

তো কোন ওয়েব সাইট ব্যবহার করে আপনারা ফেসবুক ভিডিও ডাউনলোড করবেন সেই ওয়েব সাইট টি হলো Getfvid.com.

এই ওয়েব সাইট দিয়ে কিভাবে ভিডিও ডাউনলোড করবেন সেটা আমি নিম্নে বলছি, আপনারা সেগুলো অনুসরণ করুন,

১. প্রথমে উপরের দেওয়া লিংক এ ক্লিক করে সেই সাইটে চলে যান,

২. ওয়েব সাইটে গেলে একটি বক্স পাবেন সেই বক্সে আপনারা ফেসবুকের যে ভিডিও ডাউনলোড করবেন সেই ভিডিও এর লিংক দিয়ে দিন,

৩. এরপর বক্সের নিচে থাকা ডাউনলোড বাটনে ক্লিক করে দিন,

৪. কিছুক্ষণ অপেক্ষা করুন,

৫. এবার আপনাদের সামনে নতুন পেজ আসবে এবং আপনারা ফেসবুক এর ভিডিও টি ডাউনলোড করার ৩ টি অপশন পাবেন, একটি হাই কোয়ালিটি, একটি নরমাল কোয়ালিটি আরেকটি সাউন্ড ছাড়া,

এবার আপনার ইচ্ছা আপনি কোন কোয়ালিটি এর ভিডিও ডাউনলোড করবেন।

তো প্রিয় বন্ধুরা আশা করছি আপনাদের কাছে আজকের এই পোস্ট টি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবং আমাদের সাইটে এরকম আরো অনেক হেল্পফুল পোস্ট রয়েছে সেগুলো পড়তে চাইলে আমাদের সাইট টি একবার ভিজিট করুন। আর আজকের মতো এখানেই বিদায়, ভালো থাকবেন সুস্থ্য থাকবেন।

Share the article..

Leave a Comment