আর্টিকেল লেখার ক্ষেত্রে এই বিষয় গুলো খেয়াল রাখা উচিত

একটি আর্টিকেল লেখার ক্ষেত্রে এই বিষয় গুলো খেয়াল রাখা উচিত। এগুলো একদম বেসিক যারা নতুন তাদের সুবিধা হবে।

⚫ কিওয়ার্ড রিসার্চঃ

• একটি মেইন কিওয়ার্ড সিলেক্ট করুন।
• মেইন কিওয়ার্ডের সাথে সম্পর্কিত ২-১০ টি কিওয়ার্ড নিন।
• মেইন কিওয়ার্ডের কম্পিটিশন চেক করুন।
• খেয়াল করুন আপনার সিলেক্ট করা কিওয়ার্ডের সার্চ ভলিউম আছে কিনা।
• এমন কিওয়ার্ড বাছাই করুন যেটা আপনার ওয়েবসাইটের নিশের সাথে সম্পর্কিত।

⚫ হেডলাইনঃ

• ৫০-৬০ ওয়ার্ডের টাইটেল ব্যবহার করুন। আপনার সিলেক্ট করা কিওয়ার্ড টাইটেলের বামে রাখার চেষ্টা করুন।
• সুন্দর একটি ডেসক্রিপশন দিন বেশি ক্লিক করার জন্য আকর্ষিত করার জন্য।

⚫ কনটেন্টঃ

• মেইন কিওয়ার্ডের সাথে সম্পর্কিত কিওয়ার্ড গুলো সিষ্টেমে কনটেন্টে ব্যবহার করুন। কোন অসুদুপায় পন্থা অবলম্বন করবেন না।
• সর্বোনিম্ন ৫০০ ওয়ার্ড ব্যবহার করুন চেষ্টা করুন ১৫০০+ ওয়ার্ড ব্যবহার করার।
• পাঠকদের পড়ার সুবিধার্থে সহজ ভাষায় আর্টিকেল লেখুন।

©Beginner Bloggers Forum BD

Share the article..

Leave a Comment