বিপিএল ২০২২ সময়সূচী, দল ও ভেন্যু

হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদেরকে আবারো আমাদের সাইটে আমার পক্ষ থেকে আন্তরিক স্বাগতম জানাই। আজকের পোস্ট এ আমি আপনাদের সাথে বিপিএল ২০২২ এর সকল বিষয় টি নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তো চলুন দেরি না করে পোস্ট টি শুরু করা যাক।

বিপিএল ২০২২

বন্ধুরা আপনারা তো জানেন ই যে, যে এই গত ২১ শে জানুয়ারী থেকে বিপিএল ২০২২ শুরু হয়ে গিয়েছে। এই বিপিএল বাংলাদেশের অন্যতম একটি ক্রিকেট খেলা যা দেখার জন্য প্রতি বছর ক্রিকেট প্রেমীরা উদগ্রীব হয়ে থাকেন। তো বছর করোনা নিয়ে শত জল্পনা কল্পনা কে উপেক্ষা করে শুরু হয়েছে বিপিএল ২০২২।

অনেকেই কিন্তু বিপিএল এ কোন ম্যাচ কবে তা সঠিক জানেন না। আবার অনেকেই জানেন। তো এর পরেও আজকের পোস্ট এ আমি আপনাদের বিপিএল এর সমস্ত ম্যাচ গুলোর সময় সূচী দিয়ে দিবো।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২২ ম্যাচ সূচি প্রকাশ করেছে বিপিএল শুরু হওয়ার প্রায় ১ সপ্তাহ আগে। এই বছর BPL T20 শুরু হয়েছে ২১ জানুয়ারী ২০২২। এবং BPL T20 গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ ফেব্রুয়ারি ২০২২ এ।

এই বছর ৬ টি দল বাংলাদেশ প্রিমিয়ার লিগে যোগ দিয়েছে। BPL ২০২২ -এ রাজশাহী ও রংপুর দল অংশ নেয়নি। তো এর জন্য এবছর বিপিএল এ ৬ টি দল অংশ নিয়েছে। প্রতিদিন দুটি করে ম্যাচ খেলবে তারা। প্রতিদিন প্রথম ম্যাচটি শুরু হবে দুপুর ১২ঃ৩০ বা ১ঃ৩০ মিনিটে এবং দ্বিতীয় ম্যাচটি হবে সন্ধ্যা সাড়ে ৬ টায়।

বিপিএল ২০২২ সকল দল বা ফ্র‍্যাঞ্চাইজি

কোভিড-১৯ মহামারীর কারণে ২০২১ সালে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক বিপিএল প্রতিযোগিতা স্থগিত করতে হয়েছিল বিসিবিকে। যেহেতু বিপিএল ২০২২ এ আবার ফ্র্যাঞ্চাইজি পদ্ধতি নিয়ে ফিরছে, তাই এবারের আসরে বিদেশি খেলোয়াড়দের দেখা যাবে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের অষ্টম আসরে মোট ছয়টি ফ্র্যাঞ্চাইজি অন্তর্ভুক্ত হবে। বিপিএল টি-টোয়েন্টির মোট ছয়টি ফ্র্যাঞ্চাইজি হল খুলনা টাইগার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, সিলেট সানরাইজার্স, মিনিস্টার গ্রুপ ঢাকা, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশাল।

বিপিএল ২০২২ দলসমুহ

•ঢাকা স্টারস
•খুলনা টাইগারস
•চট্টগ্রাম চ্যালেঞ্জর্স
•ফরচুন বরিশাল
•কুমিল্লা ভিক্টোরিয়ান্স
•সিলেট সানরাইজারস

বিপিএল ২০২২ ভেন্যু

বিপিএল ২০২২ এবার অনুষ্ঠিত হবে মোট ৩ টি ভেন্যুতে। নিম্নে সেই ৩ টি ভেন্যু দেওয়া হলোঃ

•শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর, ঢাকা

•জহুর আহমেদ স্টেডিয়াম, চট্টগ্রাম

•সিলেট জাতীয় স্টেডিয়াম

বিপিএল ২০২২ সময়সূচী

শুরুর তারিখ: ২০ জানুয়ারী ২০২২
শেষ তারিখ: ২০ ফেব্রুয়ারি ২০২২
হোস্ট কান্ট্রি: বাংলাদেশ

বিপিএল ২০২২ অফিসিয়াল ব্রডকাস্ট

বিপিএল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচ। এতে বিপিএল দলে অনেক বিদেশী খেলোয়াড় রয়েছে। এতে বিপিএল দলে অনেক বিদেশী খেলোয়াড় রয়েছে। কিন্তু অনেকে জানেন না যে এই বিপিএল খেলা কোন চ্যানেলে বা কিভাবে মোবাইল ফোনে দেখা যাবে!

এই খেলা আপনারা বাংলাদেশ থেকে মোট ২ টি চ্যানেলে দেখতে পাবেন,

১. G-TV (Gazi TV)
২. T Sports (Tiger Sports)

এবং মোবাইল ফোনে এই খেলা দেখতে ফোনে Play Store থেকে Toffee এপ টি ডাউনলোড করে নিন। এরপর সেখানে উপরে বলা ২ টি চ্যানেল পাবেন যাতে এই বিপিএল খেলা লাইভ দেখতে পারবেন।

বিপিএল ২০২২ ম্যাচের সময়সূচী

বিপিএল ২০২২ এর সকল ম্যাচের সময়সূচি নিম্নের একটি ছবিতে দেওয়া হলো। আপনারা সেটিকে ডাউনলোড করে নিতে পারেন। যাতে বার বার এটি খুজতে না হয়।

images 1

তো প্রিয় বন্ধুরা আশা করছি আপনাদের কাছে আজকের এই পোস্ট টি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবং আমাদের সাইটে এরকম আরো অনেক হেল্পফুল পোস্ট রয়েছে সেগুলো পড়তে চাইলে আমাদের সাইট টি একবার ভিজিট করুন। আর আজকের মতো এখানেই বিদায়, ভালো থাকবেন সুস্থ্য থাকবেন।

Share the article..

Leave a Comment