প্লে স্টোর এপ ডাউনলোড করার নিয়ম

হ্যালো বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনাদের কে আমাদের এই সাইটে আমার পক্ষ থেকে জানাই স্বাগতম। আজকের পোস্ট এ আমি আপনাদের সাথে প্লে স্টোর এপ কিভাবে ডাউনলোড করবেন এই বিষয় টি নিয়ে কথা বলবো। তো চলুন দেরি না করে পোস্ট টি শুরু করে দেওয়া যাক।

 

বর্তমানে প্রায় সকল এন্ড্রয়েড ফোনেই ডিফল্ট ভাবে আগে থেকে ই প্লে স্টোর নামক অ্যাপ্লিকেশন ডাউনলোনলোডার অ্যাপটি দিয়ে দেওয়া থাকে। কিন্তু আপনারা জানেন বর্তমানে আমেরিকা এবং চায়না দুটি দেশের মধ্যে সম্পর্কটা খুবই বাজে। যার ফলে চায়না কোম্পানি গুলো আমেরিকা এর তৈরি গুগল সংস্থার কোনো সার্ভিস এন্ড্রয়েড ফোনে দিতে চায় না।

বিশেষ করে চায়না থেকে তৈরি করা হুয়াওয়ে এবং আরো কিছু ব্র্যান্ডের ফোনে এই প্লে স্টোর নামক অ্যাপ্লিকেশনটি দেওয়া হচ্ছে না বর্তমানে। আর আপনারা তো জানেনই প্লে স্টোর বর্তমানে পৃথিবীর সর্ব বৃহৎ অ্যাপ্লিকেশন ডাউনলোডার অ্যাপ। কিন্তু এই এপ টি ই যদি মোবাইলের না থাকে, তাহলে আপনারা কিভাবে ফ্রি এবং ভাইরাস ছাড়া এপ মোবাইলে ডাউনলোড করবেন।

চায়না বর্তমানে নিজে দের তৈরি করা ফোনে গুগল, গুগল ক্রোম, গুগল প্লে স্টোর, গুগল মিউজিক ইত্যাদি কোনো এপ ডিফল্ট ভাবে দিচ্ছে না। ফলে গ্রাহক রা চায়না ব্র‍্যান্ডের ফোন কিনে অনেক সমস্যাহ পড়ছেন।

আবার অনেকে অন্য কোনো এপ দিয়ে কোনো ওয়েব সাইট থেকে প্লে স্টোর ডাউনলোড করতে গিয়ে নানা ঝামেলায় পড়ছেন। তো তাদের জন্যই আজকের এই পোস্ট। এই পোস্ট পড়ে আপনারা খুব সহজেই যে কোনো ফোনে যদি প্লে স্টোর না থাকে তাহলে প্লে স্টোর ডাউনলোড করতে পারবেন।

 

প্লে স্টোর কিভাবে ডাউনলোড করবো ফ্রিতে

ফ্রিতে প্লে স্টোর ডাউনলোড করতে হলে আপনি নিচের বলা আমার এই ট্রিক গুলো ফলো করুনঃ

১. প্রথমেই আপনি যে কোনো ব্রাউজার (Chrome, Mojila, Internet, Opera, Uc Browser etc.) ওপেন করে এই লিংক এ ক্লিক করুন বা লিংটি কপি করে URL বার এ পেস্ট করুন।

২. এবার আপনাকে একটি ওয়েব সাইট এ নিয়ে যাবে সেখান থেকে একটু নিচে নামলেই আপনি ডাউনলোড করার জন্য অপশন পেয়ে যাবেন। সেখানে লেখা থাকবে See Available Download সেখানে ক্লিক করবেন।

৩. এবার আপনাকে আরো একটু নিচে নিয়ে আসবে, সেখানে ডাউনলোড লিংক পাবেন। না পেলে আপনি আরেকটু নিচে নামবেন। সেখানে লিংক পাবেন ক্লিক করে দিবেন।

৪. এবার আপনাকে আরেকটা পেজে নিয়ে যাবে, সেখানে আপনি নিচের দিকে নামলে দেখতে পাবেন Download Now (18.89 mb) এমন একটা বাটন আছে। সেটায় ক্লিক করে দিবেন।

৫. এবার কোনো এডস আসলে কেটে দিবেন।

৬. আপনার ফোনের স্ক্রিনে পপ আপ আসবে সেখানে লেখা থাকবে “This App Might Be Harmfull For Your Device” এটা কোনো ফ্যাক্ট না এটাকে এড়িয়ে গিয়ে Download Anyway কিংবা যদি Ok বাটন থাকে তাহলে সেটায় ক্লিক করবেন।

৭. ব্যাস আপনার প্লে স্টোর এপ টি ডাউনলোড শুরু হয়ে যাবে। আপনার এপ টি ডাউনলোড করার পর আপনি সেটাকে ইন্সটল করে নিবেন।

যদি এপ ইন্সটল করার সময় বারবার ইরোর আসে তাহলে আপনারা নিচের অংশ টুকু পড়ুন। আর যাদের ইরোর আসে নি তারা স্কীপ করুন।

 

প্লে স্টোর ইন্সটল ইরোর প্রবলেম

প্লে স্টোর এপ টি ডাউনলোড করার পর ইন্সটল এর সময় বারবার ইরোর দেখাতে পারে। তো যদি আপনাদের এমন ইরোর দেখায় তাহলে নিচের রুলস গুলো ফলো করুনঃ

১. যেখানে এপ টি ডাউনলোড করেছেন সেখানে গিয়ে এপ টি তে একটা হাকলা টাচ করুন।

২. দেখবেন ইন্সটল পেজ এসেছে। এখন ইন্সটল বাটনে ক্লিক করুন।

৩. এবার কিছুক্ষণ অপেক্ষা করুন দেখবেন একটা পপ আপ এসেছে, যে ব্রাউজার থেকে এপ টি ডাউনলোড করেছিলেন সেই ব্রাউজার থেকে। তো এখানে আপনারা Allow বাটনে ক্লিক করে দিন।

৪. ব্যস দেখবেন আপনার ইন্সটল কিছুক্ষণের মধ্য হয়ে যাবে।

আর যাদের এখন ও সলভ হয় নি তারা নিচের রুলস টি ফলো করুনঃ

১. আপনার ফোনের সেটিং এ যান। এর পর Apps এ যান। যদি আপনার ফোনে এপ না থাকে তাহলে সেটিংস এর সার্চ বারে Apps লিখে সার্চ করবেন পেয়ে যাবেন।

২. এবার আপনি যেই ব্রাউজার দিয়ে অ্যাপটিকে ডাউনলোড দিবেন ওই অ্যাপটি খুজে বের করুন। মনে করুন আপনি Google Chrome দিয়ে Google Play Store App টি কে Download করেছিলেন, তাহলে আপনি Settings>Apps থেকে Google Chrome App টি কে খুজে বের করুন এবং ওপেন করুন।

৩. এবার নিচের দিকে স্ক্রল করুন দেখবেন আপনি Install Unknow Apps নামে একটি অপশন খুজে পাবেন। এরপর এটাকে ওপেন করুন এবং Allow করে দিন।

৪. এইবার Google Play store App টি আপনি খুব সহজেই ইন্সটল করতে পারবেন।

 

প্লে স্টোর ইরোর প্রবলেম ফিক্সড

তো আপনি এপ ডাউনলোড ও করেছেন আবার ইন্সটল ও করেছেন। কিন্তু ওপেন করতে গেলে ইরোর আসে। এমন হলে কী করবেন? চিন্তা নেই এমন হলে আপনি নিচের বলা রুলস গুলো ফলো করুনঃ

১. সেটিং থেকে আবার আগের মত করে Google Play Store অ্যাপটিকে খুজে বের করুন।

২. এই বার শুধু Clear Data আর Clear Cache করে দিন।

৩. এবার আশা করি আপনার এপ টি কাজ করবে।

 

তো বন্ধুরা আশা করি পোস্ট টি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম পোস্ট পেতে প্রতিদিন ভিজিট করতে থাকুন আমাদের এই সাইট টি। আবার দেখা হবে পরবর্তী কোনো পোস্ট এ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেয।

Share the article..

Leave a Comment