ফ্রিতে এপস বানানোর দারুন একটি ওয়েবসাইট, আপনি বানাতে পারবেন নিজস্ব এন্ড্রয়েড এপ।

হ্যালো বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনাদের কে আমাদের এই সাইটে আমার পক্ষ থেকে জানাই স্বাগতম। আজকের পোস্ট এ আমি আপনাদের সাথে ফ্রিতে এপস বানানোর একটি ওয়েব সাইট এই বিষয় টি নিয়ে কথা বলবো। তো চলুন দেরি না করে পোস্ট টি শুরু করে দেওয়া যাক।

 

বন্ধুরা আমরা কে না চাই, নিজস্ব একটি এপ তৈরি করতে। আমরা সবাই চাই নিজেই একটি এপ তৈরি করি। কিন্তু আমরা অনেকেই কোডিং, প্রোগ্রামিং জানি না। ফলে আমরা অনেকেই এই স্বপ্ন টা সত্যি করতে পারি না। তবে আর চিন্তার কিছু নেই।

আজকে আমি আপনাদের সাথে এমন একটি ওয়েব সাইট শেয়ার করবো যে গুলো থেকে আপনারা ফ্রি তে কোনো কোডিং, প্রোগ্রামিং ছাড়াই এপ বানাতে পারবেন। তো চলুন জেনে নিই সেই ওয়েব সাইট টি সম্পর্কে।

 

Appsgeyser.com

এপ বানানোর জন্য এই ওয়েব সাইট টি এর জুড়ি মেলা ভার। আপনারা চাইলে খুব সহজেই কোনো ঝামেলা ছাড়াই কোডিং না জেনেও এই সাইট থেকে এপস বানাতে পারবেন। এই সাইট থেকে আপনারা বিভিন্ন ক্যাটাগরিতে এপস বানাতে পারবেন। যেমনঃ ইবুক, পিফিএফ রিডার, মিউজিক প্লেয়ার, ব্রাউজার, কয়েকটি গেমস, এইচটিএমএল রিডার ইত্যাদি আরো নানা এপস ও গেমস।

আর আপনারা জানলে অবাক হবেন এই সাইট থেকে আপনি চাইলে নিজের কোনো ওয়েবসাইট এর ও এপস বানাতে পারবেন। মানে হলো নিজের ওয়েব সাইট কে এপস এ কনভার্ট করতে পারবেন। এতে করে বার বার কোনো ব্রাউজার ওপেন করে আপনাকে ওয়েব সাইট এ যেতে হবে না। আপনি শুধু সেই এপস এ ঢুকলেই আপনাকে আপনার সাইটে নিয়ে যাবে।

তো এখন প্রশ্ন হলো কিভাবে এই সাইট থেকে এপ বানাবো। তো এই সাইট থেকে এপস বানাতে হলে নিচের অংশটুকু ভালো করে পড়ুন।

 

Appsgeyser থেকে এপ বানানোর নিয়ম

এই সাইট থেকে এপস বানাতে চাইলে নিচের বলা রুলস গুলো ফলো করুনঃ

১. প্রথমে এই লিংক এ ক্লিক করে আপনারা সাইটে চলে যান।

২. এবার আপনারা দেখবেন আপনাদের ফোনের স্ক্রীনের উপরের দিকে লগ ইন নামক একটি বাটন আছে সেখানে ক্লিক করবেন। [সাইট টি ডেক্সটপ মোডে নিয়ে নিলে কাজ করতে সুবিধা হবে।]

৩. এবার আপনারা সেখানে গিয়ে নিজেদের Gmail আইডি দিয়ে লগ ইন করে নিবেন। Gmail দিয়ে লগ ইন করার জন্য Sign in with google এ ক্লিক দিবেন।

৪. লগ ইন হয়ে গেলে আপনাদের সাইটের ড্যাসবোর্ডে নিয়ে আসবে। সেখানে আপনারা একটি বাটন পাবেন Create App সেখানে ক্লিক করবেন।

৫. সেখানে আপনাদের নতুন একটি পেজে নিয়ে যাবে। সেখানে ২ টি অপশন পাবেন BUSINESS আর INDIVIDUAL. সেখান থেকে আপনারা INDIVIDUAL এ ক্লিক করবেন দেখবেন অনেক গুলো এপস এর ক্যাটাগরি এসেছে।

৬. ক্যাটাগরি থেকে যেরকম এপ বানাবেন সেই টা তে ক্লিক করে দিন।

৭. এবার একটু অপক্ষা করুন ৩০ সেকেন্ডের মতো। একটি বাটন আসবে Next নামক সেটায় ক্লিক করে দিন।

৮. এবার আপনাকে আপনার এপস এর ধরণ অনুযায়ী কিছু ফর্ম ফিল আপ করতে হবে। যেমনঃ এপস নাম, এপস আইকন, এপস ব্যাকগ্রাউন্ড ইত্যাদি। সেগুলো ফিল আপ করে দিবেন।

৯. আপনার সব কিছু করা হয়ে গেলে একটি বাটন পাবেন Create ওইটায় ক্লিক করে দিবেন।

১০. এবার আপনাদের আবার ড্যাসবোর্ডে নিয়ে যাবে।

এখন কিছু কথা আছে। আপনারা যদি এই এপ থেকে টাকা আয় করতে চান তাহলে আপনাকে ওই ওয়েব সাইটের প্রিমিয়াম ভার্সন ক্রয় করতে হবে আর তখন এপস এ এডমোব এর এডস দেওয়া সহ আরো নানা কিছু ফিচার পাবেন। আর যদি ফ্রি তে চান তাহলে শুধু এপ বানানো আর সেটা ডাউনলোড করতে পারবেন। এর থেকে বেশি কিছু না। আশা করি বুঝতে পেরেছেন।

১১. এবার ড্যাসবোর্ডের একদম উপরে দেখবেন একটি ডাউনলোড আইকন আছে, সেটায় ক্লিক করে দিবেন।

১২. এবার আপনাকে একটি পেজে নিয়ে যাবে। সেখান থেকে Download বাটনে ক্লিক করবেন।

১৩. এবার আপনি সেই সাইটে ৪-৫ সেকেন্ড ওয়েগ করলে ডাউনলোড শুরু হয়ে যাবে।

১৪. এবার এপস টি ডাউনলোড ফাইল থেকে ইন্সটল করুন। আর মজা নিন নিজের তৈরি এপস এর।

 

তো বন্ধুরা আশা করি পোস্ট টি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম পোস্ট পেতে প্রতিদিন ভিজিট করতে থাকুন আমাদের এই সাইট টি। আবার দেখা হবে পরবর্তী কোনো পোস্ট এ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেয।

Share the article..

Leave a Comment