Fiverr এ কাজ পাওয়ার সহজ উপায় কি?

Fiverr এ কাজ পাওয়ার সহজ মাধ্যম কি? Fiverrএ একাউন্ট খুলে এক মাসে কাজ নেওয়া যাবে কি? চেষ্টা করলে সব কিছু সম্ভব। এটা ঠিকযে Fiverr এ প্রথম অবস্থায় গিগ রেংক করানো একটু কষ্টকর ব্যাপার, কিন্তু অসম্ভব নয় চেষ্টা করলে একটু হার্ডওয়ার্ক করলে অবশ্যই ফাইবারে প্রথম মাসেই কাজ নেওয়া যায়। এখন কথা হচ্ছে Fiverr এ কাজ পাওয়ার সহজ উপায় হচ্ছে, বায়ার রিকুয়েষ্ট বা বিড

আমার যদি প্রতিদিন ১০ টা করে ১ মাস বিড করি, তাহলে মোট হয় ৩০০টি। তবে দৈনিক ১০ টা রিকোয়েস্ট যেনো মিস না হয়। সেখান থেকে আপনি না পেলেও কমপক্ষে ১০ টা রিপ্লে তো পাবেনই। (এখন অনেকে বলতে পারেন, আমরাতো অনেক গুলো বায়ার রিকুয়েষ্ট বা বিড করেছি। কিন্তু এখনও তো রিপ্লাই ভালো কোনো রেসপন্স পাচ্ছি না।এর জবাবে বলবো আপনাদের বায়ার রিকুয়েষ্ট গুলো Quality সম্পূর্ণ্ হচ্ছে না। বা আপনারা বায়ারকে বোঝাতে ব্যার্থ হয়ছেন। আপনাদের বিডগুলোর একটু সংশোধন এবং সংযোজন প্রয়োজন। আর চেষ্টা করবেন বিড করার সময় বায়ারকে প্রশ্ন করতে। যেবো বায়ার প্রশ্নের উওর দেওয়ার জন্য হলেও রিপ্লাই করে।)

এখন আগের কথায় আসি। আপনি ৩০০টি বিড করার পর যদি, কমপক্ষে ১০টা রিপ্লাই পান। তাহলে সেখান থেকে বায়ারকে ভালো করে এবং আপনার সর্বোচ্চ টা দিয়ে চেষ্টা করেন। তাহলে ১টা হলেও কাজ পাবেন ৯৫% Sure. তো যদি ভালো ভাবে চেষ্টা করেন ১ মাসেই মধ্যে Fiverr থেকে কাজ পাওয়া সম্ভব। ভাগ্য ভালো থাকলে ১সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন। তবে আবারও বলছি বিড বা বায়ার রিকোয়েস্ট করার সময় আপনি একটু এডভান্স লেভেলে যেয়ে বায়ার রিকোয়েস্ট করবেন।একটু ডিটেইলস দিয়েই বায়ার রিকোয়েস্ট করবেন। এবং সুন্দর করে আপনার প্যারাগ্রাফটি লিখবেন। হতাশ হবার কিছুই নেই। ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ সফল হবেন। হেপি ফ্রিল্যান্সিং।

Share the article..

Leave a Comment