বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ ২০২২

হ্যালো বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনাদের কে আমাদের এই সাইটে আমার পক্ষ থেকে জানাই স্বাগতম। আজকের পোস্ট এ আমি আপনাদের সাথে বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ ২০২২ এই বিষয় টি নিয়ে কথা বলবো। তো চলুন দেরি না করে পোস্ট টি শুরু করে দেওয়া যাক।

 

আপনারা যারা বাংলাদেশ নৌবাহীনিতে যোগদান কর‍তে চান তাদের জন্য সুখবর। ২০২২ সাল অর্থাৎ এই বছরে বাংলাদেশ নৌবাহিনী এর নিয়োগ শুরু হয়ে গেছে। আপনারা যদি এখানে যোগদান এর জন্য আবেদন করতে চান তাহলে নিচের সম্পূর্ণ পোস্ট টি পড়ুন।

 

বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ ২০২২

নৌবাহিনী হলো বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নৌ যুদ্ধ কারী বাহিনী। ১৯৭১ সালে এই বাহিনী সংগঠিত করা হয়। ১৯৭১ সালের ১৫ অগাস্ট বাংলাদেশ নৌবাহিনী ও মুক্তিবাহিনীর নৌ – যোদ্ধারা অপারেশন জ্যাকপট নামক একটি কমান্ডো অভিযান চালান। চট্টগ্রাম ও মোংলা সমুদ্রবন্দর এবং চাঁদপুর ও নারায়ণগঞ্জ নদীবন্দরে। এই অভিযানে মোট ২৬ টি জাহাজ ধ্বংস হয় ও আরও বহু জাহাজ ক্ষতিগ্রস্ত হয়। আপনারা যদি এই ঐতিহ্যবাহী কাজে অংশ নিতে চান তাহলে সম্পূর্ণ পোস্ট টি পড়ুন।

 

চাকরি সম্পর্কে বিস্তারিত

প্রতিষ্ঠানের নামঃ বাংলাদেশ নৌবাহিনী

চাকরির ধরনঃ সরকারি চাকরি

নৌবাহিনীর নিয়োগ অবস্থানঃ বাংলাদেশের যে কোন স্থানে।

পদের সংখ্যাঃ ১ টি,

প্রার্থী নেওয়া হবেঃ ৮৭০ জন

নৌবাহিনীর শিক্ষাগত যোগ্যতাঃ JSC/ SSC/ HSC/স্নাতক ডিগ্রী/ BCS সমমান পাশ,

নৌবাহিনীর বেতন স্কেলঃ সরকারী বেতন স্কেল অনুযায়ী

আবেদনের বয়সঃ সর্বোচ্চ ৩২ বছর

নৌবাহিনীতে আবেদনের নিয়মঃ অনলাইন (ইমেইলের মাধ্যমে)

আবেদনের ইমেইলঃ shopnilshindumd@gmail.com

অফিসিয়াল সাইটঃ www.joinnavy.navy.mil.bd

নৌবাহিনীতে আবেদনের শেষ তারিখঃ ০৭ মার্চ ২০২২

পরীক্ষার সময় ঃ ২০২২ (সকাল – ১০:৩০)

আরো পড়ুনঃ কবে খুলে দেওয়া হবে শিক্ষা প্রতিষ্ঠান জানালেল শিক্ষা মন্ত্রী

আবেদনের জন্য শারীরিক যোগ্যতা

সব কিছুর জন্যই একটি যোগ্যতা লাগে। তেমনি এটার জন্যও আপনার শারীরিক যোগ্যতা লাগবে। যা নিচে দেওগা হলো।

 

পুরুষ এর ক্ষেত্রে

উচ্চতাঃ ৫ ফুট ৪ ইঞ্চি,
ওজনঃ ৫০ কেজি,
দৃষ্টিশক্তিঃ ৬’৬
বুকের মাপঃ স্বাভাবিক ৩০ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি।
বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত/বিবাহিত
আবেদনের নিয়মঃ আনলাইনের মাধ্যমে

 

নারী এর ক্ষেত্রে

উচ্চতাঃ ৫ ফুট ২ ইঞ্চি,
ওজনঃ ৪৭ কেজি,
দৃষ্টিশক্তিঃ ৬’৬
বুকের মাপঃ স্বাভাবিক ২৮ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি।
বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত/বিবাহিত
আবেদনের নিয়মঃ আনলাইনের মাধ্যমে

 

বাংলাদেশ নৌবাহিনীতে আবেদনের নিয়ম

আগ্রহীদের অধিনায়ক, বানৌজা শহীদ মোয়াজ্জম বরাবর আবেদনপত্র এবং নিম্নলিখিত কাগজপত্রাদিসহ আগামী ০১ ফেব্রুয়ারি ২০২২ তারিখ সকাল ১০ ঘটিকায় উপরোক্ত ঠিকানায় সশরীরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলোঃ

১. আবেদনপত্র এবং জীবন বৃত্তান্ত।
২. দুই কপি পাসপোর্ট সাইজ ছবি।
৩. শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (মূলকপি এবং এক কপি ফটোকপি)।
৪. চেয়ারম্যান সার্টিফিকেট
৫. জাতীয় পরিচয়পত্র (মূলকপি এবং এক কপি ফটোকপি)

 

আবেদনের শর্ত

উক্ত দিবসে উপস্থিত প্রার্থী গণের মধ্য হতে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে। পরবর্তীতে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে বিধি মোতাবেক নিয়োগ প্রদান করা হবে।

সকল পদের জন্য বয়সসীমা শিথিলযোগ্য। অম্পূর্ন ও ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। এছাড়া মিথ্যা ও ভুল তথয প্রদান করে কেউ নিয়োগ প্রাপ্ত হলে এবং পরবর্তীতে তা চিহিত হলে তার নিয়োগ বাতিল হিসেবে গণ্য হবে।

অধিনায়ক, বানৌজা শহীদ মোয়াজ্জম, কাণ্তাই, রাঙ্গামাটি পার্বতা জেলা” এর অনুকূলে (সঞ্চয়ী হিসাব নং ৩৪০০১৬৩৫, সোনালী ব্যাংক, বড়ইছড়ি শাখা, কাপ্তাই, রাঙ্গামাটি পার্বত্য জেলা) ২০০/- (দুইশত) টাকা মূল্যের ব্যাংক ড্রাফট/পে অর্ডার প্রদান করতে হবে।

ব্যাংক ড্রাফটে/পে অর্ডারের মূলকপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। প্রার্থী নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ নৌবাহিনী প্রবর্তিত সকল প্রকার পদ্ধতি ও অন্যান্য নীতিমালা অনুসরণ করা হবে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে প্রতারকচক্রের সাথে কোন প্রকার যোগাযোগ অথবা আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করা হলো।

 

নৌবাহিনীতে আবেদনের শেষ তারিখ

এই চাকরি এর আবেদন জন্য নির্দিষ্ট করে একটি তারিখ দেওয়া হয়েছে যে দিন এই আবেদন শেষ হবে। সেই তারিখ টি হলো ০৭ মার্চ ২০২২। এই তারিখের পর আর নৌবাহিনীতে আবেদন করা যাবে না পরবর্তী বিজ্ঞপ্তি না আসা পর্যন্ত।

 

তো বন্ধুরা আশা করি পোস্ট টি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম পোস্ট পেতে প্রতিদিন ভিজিট করতে থাকুন আমাদের এই সাইট টি। আবার দেখা হবে পরবর্তী কোনো পোস্ট এ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেয।

Share the article..

Leave a Comment