খুব দ্রুত মোবাইল চার্জ করার উপায় কী?

বর্তমানে প্রায় সবাই মোবাইল ফোন ব্যবহার করে থাকি।মোবাইলের সবচেয়ে আতংকের নাম হচ্ছে স্লো চার্জ। আমাদের মোবাইল অনেক স্লো বা ধীরে ধীরে চার্জ হয়।মোবাইল চার্জ হতে অনেক সময় লাগে। এখন কথা হচ্ছে তারতারি বা দ্রুত মোবাইল চার্জ করার উপায় আছে কি। খুব তাড়াতাড়ি বা দ্রুত মোবাইল চার্জিং এর জন্য কিছু জিনিস মাথায় রাখতে হবে। আর চার্জ দেবার সময় কয়েকটি পন্থা অবলম্বন করতে হবে। আজ আপনাদের সাথে দ্রুত মোবাইল চার্জ করার উপায় এবং মোবাইলকে দ্রুত চার্জ করার পদ্ধতি নিয়ে আলোচনা করবো। তাহলে খুব দ্রুত মোবাইল চার্জ করা সম্ভব।

অ্যান্ড্রয়েড মোবাইলকে দ্রুত চার্জ করার কিছু গুরুত্বপূর্ন টিপস

প্রথমতঃ মোবাইল দ্রুত চার্জ করতে হলে ভালো মানের চার্জার ব্যবহার করতে হবে।ব্রান্ডের চার্জার ব্যবহার করা।চেষ্টা করবেন মোবালের সাথে যে চার্জারটি দেওয়া হয় অই চার্জার ব্যবহার করবেন। নিজস্ব চার্জার ব্যবহার করা। আর চার্জার নষ্ট হয়ে গেলে ভালো মানের চার্জার দিয়ে চার্জ করবেন।

দ্বিতীয়তঃ – অনেকে আছেন চার্জ দিয়ে মোবাইল ব্যবহার করেন। কিন্তু আপনাকে চার্জিং এর সময় মোবাইল ব্যবহার করা যাবেই না। আর নেট চালু থাকা অবস্থায় তো মোবাইল খুব দেরিতে চার্জিং হয়।

তৃতীয়তঃ – মোবাইলে অনেক সময় অনেক অ্যাপ অ্যাক্টিভ থাকে। মোবাইলে অ্যাক্টিভ সমস্ত অ্যাপস কে বন্ধ করতে হবে। অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে যাতে কোন অ্যাপস চালু না থাকে। না হয় মোবাইল স্লো চার্জ হবে।

চতুর্থতঃ – সম্ভব হলে মোবাইলের ব্রাইটনেস/উজ্জ্বলতা যথাসম্ভব কমিয়ে রাখতে হবে।তাহলে মোবাইল তারাতারি চার্জ হবে।

পঞ্চমতঃ– Airplane Mode ব্যবহার করে চার্জ দেওয়া। খুব দরকার না থাকলে মোবাইলকে এয়ারপ্লেন মোডে অন রাখুন। এটা পরিক্ষিত যে এয়ারপ্লেন মোডে খুব দ্রুত মোবাইল চার্জ হয়।এতে অনেকটা সময় বাঁচবে ।

ছষ্টতঃ – সর্বোত্তম উপায় হল মোবাইলের সুইচ অফ করে চার্জ দেওয়া।মোবাইল বন্ধ করে চার্জ দেওয়া।

এরপরেও যদি দেখেন মোবাইলে চার্জ ঠিক হারে হচ্ছে না, তবে আপনার চার্জার পরিবর্তন করুন।ব্রান্ডের চার্জার ব্যবহার করুন। এর পরেও না হলে মোবাইলের ডাক্তার দেখান মানে হচ্ছে মোবাইল এর মেকার দেখান।

ধন্যবাদ।ভালো থাকবেন। হ্যাপি চার্জিং।

Share the article..

Leave a Comment