ফ্রিল্যান্সিং এবং বাস্তবতা।

সফলতার গল্পতো সবাই শোনায় আজ নাহয় একটু বাস্তবতা সম্পর্কে জানি!

প্রথমত ফ্রিল্যান্সিং সহজ কোনো পেশা নয়। এখানে টিকে থাকতে হলে সবসময় নিজেকে আপডেট রাখতে হয়। নতুন কিছু শিখতে হয়। একটা চাকরি পেলে আপনি সারাজীবন একই কাজ করে চালিয়ে দিতে পারবেন। কিন্তু ফ্রিল্যান্সিংয়ে তা সম্ভব নয়। আপনাকে প্রতিদিন সংগ্রাম করতে হবে একটি কাজ পাওয়ার জন্য। আর বর্তমান প্রেক্ষাপটেতো একটা কাজ পাওয়া রীতিমতো যুদ্ধের শামিল। মাসের পর মাস অপেক্ষা। বছরের পর বছর অপেক্ষা করার পর একটি কাজের দেখা পাওয়া যায়। আমরা সবইতো প্রথম কাজ পেলে সেটা ফেসবুকে পোস্ট দিয়ে দেই। আর অনেকে ভাবে প্রথম কাজ পেয়ে ফেলেছে মানে তাকে আর আটকায় কে ??

খোঁজ নিয়ে দেখেন লাখলাখ মানুষ শুধুমাত্র দু/একটি কাজ পেয়েছে, পরে আর কাজ পায়নি। কাজের অভাবে ফ্রিল্যান্সিং নামের জিনিসটা থেকেই দূরে সরে গেছে। সবাইতো প্রথম কাজ পেলে সেটা গ্রুপে পোস্ট করে সবাইকে দেখার সুযোগ করে দেয় কেউকি সেই কাজের পর কি হয়েছিলো, সে কি আর কাজ পেয়েছিলো কিনা এগুলো পোস্ট করে বলে?
বলে না। আমরা শুধু একটা কাজ পেলেই ভাবি সফল হয়ে গেছি। কিন্তু সফলতার সংজ্ঞা কি এই সফলতার কথা মানতে রাজি আছে?

কেউ ৫ডলারের একটা কাজ পেলে এসে পড়ি সফলতার গল্প শোনাতে। রাতের পর রাত জাগা, মাসের পর মাস পরিশ্রমের পর ৫ডলারের কাজেই সফলতা ??
আর বর্তমানের মেন্টর গুলো তো তার স্টুডেন্ট একটা কাজ পেলে, সেই সফলতার গল্প পুরো দুনিয়াকে শুনিয়ে বেড়ায়। কারণ তারা জানে সফলতা এতো সহজ নয়, হাজার হাজার টাকা কামানো এতোই সহজ নয়। তারা জানে কোর্স বিক্রি করে টাকা কামানো অনেক সহজ। তাই তারা আপনাকে হাজার ডলারের লোভ দেখিয়ে তাদের কোর্সের প্রতি আকৃষ্ট করবে এটাই স্বাভাবিক। মাত্র দুদিন হলো ফ্রিল্যান্সিং সম্পর্কে জানে, যাকে ফাইর বানান করতে দিলেও ঠিকভাবে লিখতে পারবে কিনা সন্দেহ। সে কিনা বের করে ফাইবার সাকসেস, একমাসেই সফলতা এরকম টাইপের কোর্স। তাহলে একবার নিজের কাছেই প্রশ্ন করুনতো ফ্রিল্যান্সিং সেক্টরটা কোথায় গিয়ে দাড়িয়েছে?

পোস্টটা কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ
© জুবায়ের হাসান

Share the article..

Leave a Comment