কেউ ফোন দিলে ফোন অফ দেখাবে। কিন্তু ডাটা কানেকশন চলবে কিভাবে?

আমরা বর্তমানে আমরা গেম খেলি অথবা অনেক কাজ করি। তখন অনেকে কল দেয় এবং অফিস থেকে বিরক্তিকর কল আসে। তখন আর কাজ করা যায় না।গেম খেলা যায় না। তাই আমাদের মনে হয় যে সিম ব্যাবহার না করি।কিন্তু তাহলে গেম বা অন্যান্য কাজ করা যায় না। তাই আমরা অনেকে মোবাইল বন্ধ না করেই ইনকামিং কল আসা বন্ধ করুন।

মোবাইল বন্ধ না খরচে ইনকামিং কল আসা বন্ধ করুন খুব সহজে।এর জন্য আমাদের কোনো খরচ হবে না। ইনকামিং এবং আউটগোয়িং কল বন্ধ করুন।

ইনকামিং এবং আউটগোয়িং কল জিনিসটা কী?

ইনকামিং কল বলতে মূলত আমাদের কাছে যেই কল গুলো আসে এবং আমরা রিসিভ করে কথা বলা শুরু করেন এই গুলো হলো ইনকামিং কল।

আর আউটগোয়িং কল বলতে আপনি যেই কল গুলে আপনার ফোন থেকে অন্য ফোনে করেন এবং কথা বলেন এটাই হলো আউটগোয়িং কল।

দেখা যায়, অনেক সময় আমরা অনেক ব্যস্ত হয়ে থাকি অথবা জরুরি অনেক কাজ করি। তখন আমরা অনেকেই চাই আমার সিমটা যেন বন্ধ না করে কোন কল ও যেন না আসতে পারে। সেক্ষেত্রে আপনি চাইলে ইনকামিং এবং আউটগোয়িং ব্যবহার করতে পারেন। এতে আপনার সিমে কোন কল আসবে না শুধু এসএমএস গুলো আসবে।তাহলে আপনি প্রয়াজনীয় কাজ সম্পাদন করতে পারেন।অথাবা গেম খেলতে পারেন। কোনো সমস্যা পরতে হবে না।

মোবাইল বন্ধ না করেই বিনা খরচে ইনকামিং কল আসা বন্ধ করুন

ইনকামিং কল বন্ধ করতে ডায়াল করুন 350000#
ইনকামিং কল চালু করতে ডায়াল করুন # 350000#
আউটগোয়িং কল বন্ধ করতে ডায়াল করুন *33
0000#
আউটগোয়িং কল চালু করতে ডায়াল করুন # 33*0000#

মোবাইল বন্ধ না করেই বিনা খরচে ইনকামিং কল আসা বন্ধ করতে এই কোডগুলি ডায়াল করুন।

অবশ্যই বাংলাদেশি সিমের জন্য প্রযোজ্য। এবংমোবাইল বন্ধ না করেই বিনা খরচে ইনকামিং কল আসা বন্ধ  করতে দেশের  ভিতরে থাকা অবস্থায় এই কোড গুলি কাজ করবে।

Share the article..

Leave a Comment