নগদ এর ক্যাশ আউট চার্জ কত জেনে নিন বিস্তারিত ভাবে

হ্যালো বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনাদের কে আমাদের এই সাইটে আমার পক্ষ থেকে জানাই স্বাগতম। আজকের পোস্ট এ আমি আপনাদের সাথে এই বিষয় টি নিয়ে কথা বলবো। তো চলুন দেরি না করে পোস্ট টি শুরু করে দেওয়া যাক।

 

নগদ ক্যাশ আউট চার্জ কত

এই বিষয়ে জানতে চেয়ে গুগলে সার্চ করে থাকেন অনেকেই। মূলত নগদ ক্যাশ আউট ফি সম্পর্কে জানতে তারা এই সার্চ করে থাকেন। এই পোস্টে আমরা নগদ ক্যাশ আউট এর খরচ সম্পর্কে বিস্তারিত জানবো। নগদ মোবাইল মেন্যু, *167# নাম্বারে ডায়াল করে নগদ একাউন্ট থেকে ক্যাশ আউট করা যাবে। এছাড়া নগদ অ্যাপ ব্যবহারের মাধ্যমেও করা যাবে নগদ ক্যাশ আউট।

পার্থক্য রয়েছে নগদ অ্যাপ ও মোবাইল মেন্যু থেকে ক্যাশ আউটের খরচের মধ্যে। আমরা এই পোস্টে উভয় উপায়ে নগদ ক্যাশ আউট চার্জ সম্পর্কে জানবো।

 

*167# ডায়াল করে নগদ ক্যাশ আউট চার্জ

নগদ মোবাইল মেন্যু এর কোড হলো *167# যা ডায়াল করে নগদ একাউন্ট ব্যবহার করে ক্যাশ আউট থেকে শুরু করে বিল পেমেন্ট পর্যন্ত সকল সার্ভিস অ্যাকসেস করা যাবে। নগদ মোবাইল মেন্যু কোড ডায়াল করে ক্যাশ আউট এর খরচ ভ্যাট ছাড়া হলো ১২.৯৯টাকা। তবে ভ্যাটসহ মোবাইল মেন্যু ব্যবহার করে নগদ ক্যাশ আউট চার্জ হলো ১৪.৯৪টাকা।

অর্থাৎ আপনি যদি নগদ থেকে ১০০০ টাকা তোলেন, তবে আপনার বাড়তি খরচ হবে আরো ১৪.৯৪টাকা। অর্থাৎ প্রতি হাজারে মোবাইল মেন্যু ব্যবহার করে নগদ ক্যাশ আউট চার্জ হলো ১৪.৯৪টাকা। একদিনে সর্বোচ্চ ৫বার ও ২৫হাজার টাকা নগদ ক্যাশ আউট করা যাবে। আবার প্রতি মাসে সর্বোচ্চ ২০বার ও ১,৫০,০০০টাকা নগদ থেকে ক্যাশ আউট করা যাবে।

নগদ মোবাইল মেন্যু ব্যবহার করে ক্যাশ আউট করা বেশ সহজ।

 

নগদ মোবাইল মেন্যু ব্যবহার করে ক্যাশ আউট করতে

1.*167# নাম্বারে ডায়াল করুন

2.এরপর Cash Out অপশনে প্রবেশ করতে 1 লিখে রিপ্লাই করুন

3. এরপর নগদ উদ্যোক্তার (অর্থাৎ নগদ এজেন্ট) নাম্বার প্রদান করুন

4. কত টাকা ক্যাশ আউট করতে চান, তার এমাউন্ট লিখে রিপ্লাই করুন

5. এরপর আপনার নগদ একাউন্টের পিন নাম্বার প্রদান করে ক্যাশ আউট সম্পন্ন করুন

 

অ্যাপ থেকে নগদ ক্যাশ আউট চার্জ

নগদ অ্যাপ থেকে ক্যাশ আউটের খরচ অপেক্ষাকৃত কিছুটা কম। অ্যাপ ব্যবহার করে নগদ ক্যাশ আউট এর ক্ষেত্রে মাত্র ৯.৯৯টাকা চার্জ প্রযোজ্য। তবে ভ্যাটসহ হিসাব করলে অ্যাপ থেকে নগদ ক্যাশ আউট চার্জ হলো ১১.৪৯টাকা।

অর্থাৎ প্রতি ১০০০হাজার টাকা ক্যাশ আউট করতে বাড়তি ১১.৪৯টাকা খরচ করতে হবে। তাহলে অ্যাপ থেকে নগদ ক্যাশ আউট চার্জ দাঁড়াচ্ছে প্রতি হাজারে ১১.৪৯টাকা।

 

নগদ অ্যাপ ব্যবহার করে ক্যাশ আউট করতে

1. নগদ অ্যাপে প্রবেশ করে নগদ উদ্যোক্তার নাম্বার এন্টার করুন বা কিউআর কোড স্ক্যান করুন।

2. এরপর কত টাকা ক্যাশ আউট করবেন তার এমাউন্ট প্রদান করুন

3. নগদ একাউন্টের পিন প্রদান করে Next চাপুন
“Tap & hold to confirm / ট্যাপ করে ধরে রাখুন”

4. অপশনে ট্যাপ করে ধরে রেখে ক্যাশ আউট এর প্রক্রিয়া সম্পন্ন করুন

 

নগদে দিনে সর্বোচ্চ কত টাকা ক্যাশ আউট করা যায়

নগদ থেকে ক্যাশ আউট এর ক্ষেত্রে একটি নির্দিষ্ট সর্বনিম্ন ও সর্বোচ্চ অংক রয়েছে। নগদ থেকে সর্বনিম্ন ৫০টাকা ক্যাশ আউট করা যাবে। এছাড়া নগদ থেকে একবারে সর্বোচ্চ ২৫ হাজার টাকা ক্যাশ আউট করা যাবে।

 

তো বন্ধুরা আশা করি পোস্ট টি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম পোস্ট পেতে প্রতিদিন ভিজিট করতে থাকুন আমাদের এই সাইট টি। আবার দেখা হবে পরবর্তী কোনো পোস্ট এ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেয।

Share the article..

Leave a Comment