কোবরা সাপের রক্ত পান করে কেন?

আসলে সাধারণ মানুষজন সাপের রক্ত পান করেনা। তবে ভিয়েতনামসহ্ কিছু দেশের মানুষ পান করে।তাদের সংস্কৃতির কিছু লোক বিশ্বাস করে এ রক্ত পান করার ফলে শরীলের রোগমুক্তি হয়, কার্যক্ষমতা বৃদ্ধি পায়। মূলত বিভিন্ন দেশের সামরিক বাহিনীতে বনজঙ্গলে/পাহাড়ে কিভাবে প্রতিকূল অবস্থায় টিকে থাকতে হবে সে বিষয়ে শিক্ষা দিতে সাপের রক্ত পান করানো হয়।

বিভিন্ন দেশের সামরিক বাহিনীতে ট্রেনিং এর সময়, কীভাবে জঙ্গলে সাপ ধরতে হয় তা আগেই দেখিয়ে শিখিয়ে দক্ষ করে তুলেন প্রশিক্ষকরা। এরপর একে একে সব সেনা নিজ হাতে সাপ ধরা শিখে যায়। সাপ ধরার পর সাপের বিষ দাঁত বের করে সেই সাপ কিভাবে কাঁচা আস্ত চিবিয়ে খেতে হয় ও রক্ত পান করতে হয় তা হাতে কলমে দেখিয়ে দেন কমান্ডারগণ। সাপের বিষ বিষাক্ত হলেও রক্ত বিষাক্ত নয়। সাপের বিষ থাকে দাতে কিন্তু সাপের রক্তে কোন বিষ থাকে না।

Share the article..

1 thought on “কোবরা সাপের রক্ত পান করে কেন?”

Leave a Comment