Radhe Shyam Movie বাংলা রিভিউ

১৯৭৬ সালের ইউরোপের একটা ঘটনা।
বিক্রম আদিত্য একজন বিখ্যাত পামিস্ট যিনি প্রেমে বিশ্বাস করেন না। তবে হটাৎ ই একদিন দেখা হয়ে যায় প্রেরণার সাথে।
দুইজন দুজনের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। এপর্যন্ত শুনে মনে হতেই পারে,এটি হয়তো কোনো সে আগেকার দিনের একঘেয়েমি প্রেম ভালোবাসার কোনো গল্প,আশানুরূপ যেটার হ্যাপি এন্ডিং হয়ে থাকে। তবে বস,এর মধ্যেও অনেক কিছুই রয়েছে,যেগুলি এখনকার সময়ের কিছু সো-কল্ড রোমান্টিক জনরার মুভিগুলি থেকে এটিকে আলাদা করেছে।

  • Movie radhe shyam
  • IMBD 7.6/10
  • PERSONAL 2/10
  • Release date: March 11, 2022
  • Language Telegu
  • Budget: ₹300–350 crore

৭০ দশকের ইউরোপের এক রোমান্টিক ড্রামা সিনেমা রাধে শ্যাম।

আচ্ছা এখন গল্পের বাকি কিছু অংশে ডুব দেওয়া যাক।

বিক্রম (প্রভাস) প্রেরণাকে নিয়ে একটা ভবিষ্যৎ বাণী করেন এবং তাকে ছেড়ে লন্ডন চলে আসেন।
আসলে ভবিষ্যৎবাণীটা কি ছিল?
কেনো করিয়েছিল ভবিষ্যৎবাণী। ভবিষ্যৎবাণী কি বলেছিল প্রেরণার সম্বন্ধে? এসব দেখতে হলে দেখতে হবে পুরো সিনেমাটি।

★উক্ত সিনেমার কিছু প্লাস পয়েন্ট!

Radhe shyam ছবিতে অনেকদিন পর প্রভাসকে একজন প্রেমিক হিসেবে দেখা গিয়েছে। যেই লুকটা অনেক প্রভাসভক্তই মিস করেছিলেন।

এই সিনেমাতে প্রভাষ কেমন অভিনয় করবেন তা নিয়ে সবার মাঝে একপ্রকার উত্তেজনাই ছিল বলা যায় ।
ছবির অভিনয়,পোশাক,Accent, আব-ভাব এ বিশেষ এক আকর্ষণ ফুটিয়ে তুলেছে।
যা প্রভাসকে বেশ মানিয়েছে।

তবে পূজা হেগডের সামনে একটা বড় চ্যালেঞ্জ ছিল এই অভিনয়টা নিয়ে। তবে তিনিও উক্ত চরিত্রটিকে খুব সাবলীলভাবে ফুটিয়ে তুলেছেন।

মোট-কথা ওনার সাধ্যনুযায়ী উনি একটা ভালো পারফরম্যান্স উপহার দিয়েছেন।

সিনেমাটোগ্রাফি আর BFX দেখলে যে কেউ বলে দিবে যে,এটার বাজেট কি পরিমাণ ছিলো?

সিনেমার প্রতিটি সীনের রং বে রঙের দৃশ্য জাস্ট আপনার চোখ জুড়িয়ে দেবে।
জগপতি বাবু এবং কৃষ্ণম রাজুর এন্ট্রি হওয়ার সাথে সাথে দর্শকদের মন ভরিয়ে দেবে।

এইতো ছিলো বহুল প্রতীক্ষিত সিনেমা Radhe Shyam নিয়ে নিজশ্ব কিছু মতামত।

তো ইতোমধ্যে যারা দেখেছেন আপনাদের মতামত জানাতে ভুলবেন না।

So #হাপ্প্য্বাতছিং

আমরা মনে করি যে, আমরা চিন্তা করতেছি কিন্তু আমাদের চিন্তা ও আগে থেকে লিখা রয়েছে?

Spoiler Alert⚠️

রাধে শ্যাম ইহা একটি রোমান্টিক ড্রামা,
এই মুভি সাড়া পাওয়ার রিজন হিসেবে আমি শুধুমাত্র প্রভাসের ফ্যান ফোলোয়ারস রাই বড় ভূমিকা রাখছে বলে আমি মনে করি।

হাত দেখেই ভবিষ্যত বলে দেওয়া হাও Funny
হিন্দু মুসলিম খ্রিস্টান দুনিয়ার বেশীরভাগ ধর্মে এমন কি নাস্তিকেরা পযন্ত বিশ্বাস করে কর্মফলে।
আপনি যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন।
আপনি ভালো কর্ম করবেন ভালো ফল পাবেন।
আপনি খারাপ কর্ম করবেন খারাপ ফল পাবেন।

আমার দেখা একটা ঘটনা বলি যেইটা সম্পূর্ণ বাস্তব,

কালুরঘাট ব্রীজ দিয়ে যাচ্ছিলাম দেখলাম এক বাইক ওয়ালা এক টেক্সি ওয়ালাকে পেন্টের বেল দিয়ে মারতে চাচ্ছে এবং চড় থাপ্পর ও কয়েকটা মেরে দিয়েছে রাগ হয়েছিলো দূর্বলের উপর অত্যাচার দেখে কিন্তু প্রতিবাদ না করার অনেক রিজন ও ছিলো।
পরবর্তীতে অই দিব বিকেলে চকবাজার গুলজার টাওয়ারের সামনে দেখি অই বাইক ওয়ালাকে এক প্রাইভেট কার ওয়ালা কিছু মানুষ চড় মারতে চাচ্ছে রিজন বাইক রং সাইট দিয়ে এসে কারে ধাক্কা মারা।

এই খানেই একপষ্ট কর্মফল ফুটে উঠে।

এই ছাড়াও যারা বিশ্বাস করে আল্লাহ খোদা ভগবান আমাদের ভবিষ্যত আগে থেকে লিখে রেখেছে হ্যাঁ এতে আমিও বিশ্বাস করি কিন্তু গিতা এবং কোরান শরীফে একপষ্ট উল্লেখ আছে ভবিষ্যৎ জানার ক্ষমতা কারো হাতেই নেই।

মুভির রিভিউ তে ধর্ম টেনে আনলাম তাই আন্তরিক ভাবে দুঃখীত কিন্তু টেনে আনার কারণ এই মুভিতে রেটিং ২ পাওয়ার ও যোগ্য না কারণ এই মুভি সম্পূর্ণ মন গড়া তো বটেই তার সাথে সাথে হাজারো সত্যকে ধামাচাপা দেওয়া। সত্যকে অস্বীকার করে মিথ্যাকে শো আপ করা ইত্যাদি ইত্যাদি এই কারণে এই মুভি সম্পূর্ণ সময় নষ্ট ছাড়া আর কিছুই না।

নোটঃ- ইহা সম্পূর্ণ আমার ব্যাক্তিগত মতামত।

মুভিটি দেখতে চাইলে নিচের দেওয়া লিংক থেকে যে রাধেশ্যাম মুভিটি ডাউনলোড করতে পারেন।

আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন মুভি রিভিউ নিয়েছে বন্ধু তো ভাল থাকুন সুস্থ থাকুন আর আজকে Radhe Shyam Movie মুভি রিভিও কেমন লেগেছে তা অবশ্য কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে.

Share the article..

Leave a Comment