ইউটিউবের যেকোনো ভিডিও এবার মেমোরি কার্ডে ডাউনলোড করুন

হ্যালো বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনাদের কে আমাদের এই সাইটে আমার পক্ষ থেকে জানাই স্বাগতম। আজকের পোস্ট এ আমি আপনাদের সাথে কিভাবে কোনো এপ ছাড়াই আপনারা ইউটিউব এএ ভিডিও নিজের ফোনের এক্সট্রানাল মেমোরি কিংবা মোবাইলের স্টোরেজে ডাউনলোড করে সেভ করবেন এই বিষয় টি নিয়ে কথা বলবো। তো চলুন দেরি না করে পোস্ট টি শুরু করে দেওয়া যাক।

 

ইউটিউব বর্তমানে ভিডিও আপলোডিং এর জন্য বেস্ট ও সব থেকে সেরা একটি প্লার্টফর্ম। এত বড় প্লার্টফর্ম হওয়া সত্তেও কিন্তু ইউটিউব থেকে সরাসরি কোনল ভিডিও মোবাইলের মেমোরিতে ডাউনলোড করা যায় না। যদিও ইউটিউবেই ডাউনলোড করে রাখা যায় তবুও সেটা আবার ১ মাস পর অটো ডিলিট হয়ে যায় ফলে আমাদের আবার ডাউনলোড করতে হয়।

এর মূল কারণ হলো তারা চায় আমরা যাতে বেশিক্ষণ ইউটিউবে থাকি, এর ফলে তাদের অনেক টাকা আয় হয়৷ আমরা যত বেশি ইউটিউব ব্যবহার করবো তত বেশি তাদের আয় হবে। তো এটা নিয়ে রিপোর্ট করার কোনো মানে নেই। কারণ সবাই নিজেদের ভালো দেখে এটাই স্বাভাবিক। আর রিপোর্ট করলেও কোনো আশানুরূপ ফল পাবেন না।

তো আমরা যেহেতু রিপোর্ট এর মাধ্যমেও কিছু করতে পারবো না তখন আমাদের একটি বিকল্প দিক খুজে নেওয়া টাই ভালো। ইউটিউবে এমন অনেক ভিডিও দেখি যা আমরা ফোনের মেমোরিতে কিংবা এক্সট্রানাল মেমোরি তে ডাউনলোড করতে চাই। এক্ষেত্রে সরাসরি সেটা ইউটিউব থেকে করা না গেলেও আমরা কিন্তু অন্য একটি বিকল্প উপায়ে ইউটিউব এর যে কোনো ভিডিও ডাউনলোড করে নিতে পারবো। তো চলুন আমরা সেই বিকল্প উপায় জেনে নেই।

 

ইউটিউবের ভিডিও কোনো এপ ছাড়াই মেমোরিতে ডাউনলোড করুন

তো ইউটিউবের ভিডিও কোনো এপ ছাড়াই মেমোরিতে ডাউনলোড করতে হলে আমাদের যে বিকল্প উপায় বেছে নিতে হবে সেটা হলো কনভার্ট। তো ভিডিও কনভার্ট এর জন্য অনেক ওয়েব সাইট আছে আবার এপ ও আছে। কিন্তু আমরা আজ কোনো এপ ছাড়াই ভিডিও কনভার্ট করবো। তো ভিডিও কনভার্ট এর জন্য অনেক ওয়েব সাইট আছে। কিন্তু আজকে আমি আপনাদের সাথে সেরা একটি ওয়েব সাইট নিয়ে কথা বলবো। যেটা ব্যক্তিগত ভাবে আমার নিজের ও পছন্দ। তো চলুন সেই সাইট সম্পর্কে জেনে নেই।

 

Video.2yxa.mobi

এই ওয়েব সাইট টি ভিডিও কনভার্ট এর জন্য বেস্ট। কেননা আপনারা চাইলে ইউটিউব এর ভিডিও যে কোনো কোয়ালিটি তে ডাউনলোড করতে পারবেন। আবার চাইলে অডিও তে ও কনভার্ট করতে পারবেন। আবার ম্যানুয়ালি ভাবে ভিডিও টি পার্ট আকারে কিংবা সাউন্ড ইত্যাদি সব ম্যানুয়ালি ও চুজ করতে পারবেন। তবে ম্যানুয়ালি টা একটু ঝামেলা হবে তো আমি সাজেস্ট করবো ম্যানুয়ালি না নেওয়ার। তো এই ওয়েব সাইট থেকে কিভাবে ইউটিউব ভিডিও কনভার্ট করে ডাউনলোড করবেন তা নিচে বলছি,

স্টেপ ১ঃ প্রথমে এই ওয়েব সাইট এ চলে যান।

স্টেপ ২ঃ এবার আপনারা সেখানে গেলে দেখবেন সব লেখা রাশিয়ান ভাষায় আছে। তো এটাকে ইংরেজিতে করতে একটু স্ক্রল ডাউন মানে নিচের দিকে নামুন। দেখবেন সেখানে Language নামের একটা অপশন আছে। সেখান থেকে আপনারা en নামক অপশন সিলেক্ট করবেন। তাহলে সব ইংরেজিতে হয়ে যাবে। কিংবা আপনারা চাইলে গুগল ক্রোমের ট্র‍্যান্সেলেট নামক অপশন দিয়েও সকল কিছু ট্রান্সলেশন করে নিতে পারবেন।

স্টেপ ৩ঃ এবার আপনারা সেখানে একটা বক্স পাবেন। সেখানে আপনারা ইউটিউবে যেভাবে ভিডিও সার্চ করেন এখানেও সেভাবে করবেন। কিংবা চাইলে ইউটিউবে গিয়ে যে ভিডিও ডাউনলোড করবেন তার লিংক কপি করে এখানে পেস্ট করে সার্চ দিলেও হবে।

স্টেপ ৪ঃ এবার আপনারা সার্চের রেজাল্ট পাবেন। কাঙ্খিত রেজাল্ট এর ভিডিও এর উপর ক্লিক করুন।

স্টেপ ৫ঃ এবার আপনারা ভিডিও এর সমস্ত ডিটেইলস দেখতে পারবেন। তো আপনারা একটু স্ক্রল ডাউন করবেন। দেখবেন Original নামক একটা বক্স আছে। ওই বক্স এর পাশের Ok বাটন এ ক্লিক করবেন। আর যদি ভিডিও কে অডিও তে কনভার্ট করে ডাউনলোড করতে চান তো একদম নিচের MP3 লেখায় ক্লিক করবেন।

স্টেপ ৬ঃ এবার একটা পেজ আসবে সেখানে রিফ্রেস নামক একটা বাটন পাবেন৷ ওখানে ক্লিক করুন। যদি আবারো একই পেজ আসে তাহলে আবার রিফ্রেস এ ক্লিক করুন। এভাবে রিফ্রেস কয়েকবার করলে দেখবেন আপনাকে আবার ভিডিও এর পেজ এ নিয়ে যাবে।

স্টেপ ৭ঃ এবার আপনি যেটায় ভিডিও কনভার্ট করলেন তার পাশে একটা প্রিন্ট বা এমন কোনো কিছুর আইকন পাবেন। সেটায় ক্লিক করে দিন।

 

ব্যাস কাজ শেষ আপনার ইউটিউব ভিডিও টি ডাউনলোড শুরু হয়ে গেলো। এভাবে যেকোনো ভিডিও মোবাইলে ডাউনলোড করতে পারবেন।

 

তো বন্ধুরা আশা করি পোস্ট টি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম পোস্ট পেতে প্রতিদিন ভিজিট করতে থাকুন আমাদের এই সাইট টি। আবার দেখা হবে পরবর্তী কোনো পোস্ট এ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেয।

Share the article..

Leave a Comment