১০ হাজার টাকার কমে কিনুন ৩ টি দারুন ফিচার সমৃদ্ধ স্মার্টফোন

হ্যালো বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনাদের কে আমাদের এই সাইটে আমার পক্ষ থেকে জানাই স্বাগতম। আজকের পোস্ট এ আমি আপনাদের সাথে ১০ হাজার (১০,০০০) টাকার কম এ ৩ টি মোবাইল ফোন এর রিভিউ এই বিষয় টি নিয়ে কথা বলবো। তো চলুন দেরি না করে পোস্ট টি শুরু করে দেওয়া যাক।

 

বাজেট ফ্রেন্ডলি স্মার্ট ফোন কে ন চায়। তার উপর ফোন টি যদি হয় ১০,০০০ (১০ হাজার) টাকা এর কম এ আবার ফিচার এ পরিপূর্ণ তাহলে তো কোনো কথাই নেই। সকলেই চায় কম টাকায় ভালো একটি মোবাইল কিনতে। কিন্তু যাদের বাজেট ১০ হাজার টাকা বা এর কাছা কাছি তারা কিন্তু অনেক টা দ্বিধায় পরে যান আসল কোন ফোন টি নিলে ভালো হবে।

তো তাদের জন্য আজকে আমি ৩ টি বেস্ট স্মার্টফোন সম্পর্কে আপনাদের জানাবো যা আপনারা ১০ হাজার টাকা এর মধ্য পেয় যাবেন। তো চলুন শুরু করা যাক।

 

Article Cover The Tropics

Symphony Z35

আজকের পোস্ট টা শুরু করি আমাদের দেশীয় ব্র‍্যান্ড সিম্ফনী কে নিয়ে। আগে অন্য ব্র‍্যান্ডের থেকে সিম্ফনি পিছিয়ে থাকলেও এখন এটি বেশ উন্নত একটি ব্র‍্যান্ড। আর এই ব্র‍্যান্ড টি এর বাজেট ফ্রেন্ডলি ফোন গুলো এর মধ্য অন্যতম হলো এই সিম্ফনী জেড ৩৫।

সিম্ফনী এর ২০২১ সালের লঞ্চ হওয়া এই ফোন টি আপনারা বাজারে পাবেন ৪ টি কালার ভ্যারিয়েন্টে, Charming Green, Fantastic Blue, Modern Blue ও Super Green. এই ৪ টি কালারে। এই ফোন টি তে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে এন্ড্রয়েড ১১ ও এর প্রসেসর সেকশনে রয়েছ MediaTek Helio G35.

এই ফোন টি এর ডিসপ্লে ৬.৮২ ইঞ্চি এর যার রেজুলেশন ১৬০০ × ৭২০ মেগাপিক্সেল এর। এটি এর পিপিয়াই ডেনসিটি ২৬৩। এর ডিসপ্লে কে কী দিয়ে প্রটেশন করা হচ্ছে সেটা নিয়ে কোনো কিছু বলা হয় নি। এর ব্যাটারি হচ্ছে ৬০০০ মিলি এম্পিয়ার এর। এবং একে চার্জ করতে পারবেন ১০ ওয়ার্ট এর ফাস্ট চার্জার দিয়ে।

এই ফোনের র‍্যাম হিসেবে পাবেন ৩ ও ৪ জিবি এবং এর স্টোরেজ পাবেন ৩২ ও ৬৪ জিবি। এতে আপনারা পাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যেটা থাকবে ফোনের রেয়ার প্যানেলে। এবং এতে ফেস আনলক ফিচার ও থাকবে। এছারাও এতে পাবেন রেয়ারর ট্রিপল ক্যামেরা যা হবে ১৩, ২ ও ০.০৮ মেগা পিক্সেল এর। এবং সামনে পাবেন ৮ মেগা পিক্সেলের এর একটি সেলফি ক্যামেরা।

এই ফোন টি বাংলাদেশের বাজারে ২ টি ভ্যারিয়েন্টে পাবেন,
১. ৩ জিবি র‍্যাম + ৩২ জিবি স্টোরেজ = ৯,৯৯০ টাকা,
২. ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ = ১০,৯৯০ টাকা।

 

Realme C11 2021

২৮ জুন ২০২১ সালে লঞ্চ হওয়া এই ফোন টি বাংলাদেশের বাজারে পাওয়া যাবে ২ টি কালার ভ্যারিয়েন্টে। ব্লু ও গ্রে রঙ এর। এতে প্রসেসর হিসেবে পাবেন Unisoc SC9863A (28 nm) ও অপারেটিং সিস্টেম হিসেবে পাবেন এন্ড্রয়েড ১১।

এই ফোন টি এর ডিসপ্লে ৬.৫২ ইঞ্চি এর যার রেজুলেশন ১৬০০ × ৭২০ মেগাপিক্সেল এর। এটি এর পিপিয়াই ডেনসিটি ২৬৯। এর ডিসপ্লে কে কী দিয়ে প্রটেশন করা হচ্ছে সেটা নিয়ে কোনো কিছু বলা হয় নি। এর ব্যাটারি হচ্ছে ৫০০০ মিলি এম্পিয়ার এর। এবং একে চার্জ করতে পারবেন ১০ ওয়ার্ট এর ফাস্ট চার্জার দিয়ে।

এই ফোনের র‍্যাম হিসেবে পাবেন ২ ও ৪ জিবি এবং এর স্টোরেজ পাবেন ৩২ ও ৬৪ জিবি। এতে আপনারা পাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যেটা থাকবে ফোনের রেয়ার প্যানেলে। এবং এতে ফেস আনলক ফিচার ও থাকবে। এছারাও এতে পাবেন রেয়ারে ক্যামেরা যা হবে ৮ মেগা পিক্সেল এর। এবং সামনে পাবেন ৫ মেগা পিক্সেলের এর একটি সেলফি ক্যামেরা।

এই ফোন টি বাংলাদেশের বাজারে ২ টি ভ্যারিয়েন্টে পাবেন,
১. ২ জিবি র‍্যাম + ৩২ জিবি স্টোরেজ = ৯,১৯০ টাকা,
২. ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ = ১১,২৯০ টাকা।

 

Xiaomi Redmi 9A

৭ জুলাই ২০২০ সালে লঞ্চ হওয়া এই ফোন টি বাংলাদেশের বাজারে পাওয়া যাবে ৩ টি কালার ভ্যারিয়েন্টে। স্কাই ব্লু (আকাশী) ব্লু ও গ্রে রঙ এর। এতে প্রসেসর হিসেবে পাবেন MediaTek Helio G25 ও অপারেটিং সিস্টেম হিসেবে পাবেন এন্ড্রয়েড ১০ (MIUI 12)।

এই ফোন টি এর ডিসপ্লে ৬.৫৩ ইঞ্চি এর যার রেজুলেশন ১৬০০ × ৭২০ মেগাপিক্সেল এর। এটি এর পিপিয়াই ডেনসিটি ২৬৯। এর ডিসপ্লে কে কী দিয়ে প্রটেশন করা হচ্ছে সেটা নিয়ে কোনো কিছু বলা হয় নি। এর ব্যাটারি হচ্ছে ৫০০০ মিলি এম্পিয়ার এর। এবং একে চার্জ করতে পারবেন ১০ ওয়ার্ট এর ফাস্ট চার্জার দিয়ে।

এই ফোনের র‍্যাম হিসেবে পাবেন ২ জিবি এবং এর স্টোরেজ পাবেন ৩২ জিবি। এতে আপনারা পাবেন না ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এর বদলে এতে পাবেন ফেস আনলক ফিচার টি। এছারাও এতে পাবেন রেয়ারে ক্যামেরা যা হবে ১৩ মেগা পিক্সেল এর। এবং সামনে পাবেন ৫ মেগা পিক্সেলের এর একটি সেলফি ক্যামেরা।

এই ফোন টি বাংলাদেশের বাজারে ১ টি ভ্যারিয়েন্টে পাবেন,
১. ২ জিবি র‍্যাম + ৩২ জিবি স্টোরেজ = ৮,৭৯৯ টাকা।

 

তো বন্ধুরা আশা করি পোস্ট টি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম পোস্ট পেতে প্রতিদিন ভিজিট করতে থাকুন আমাদের এই সাইট টি। আবার দেখা হবে পরবর্তী কোনো পোস্ট এ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেয।

Share the article..

Leave a Comment