ওয়ার্ডপ্রেসে ব্লগিং এর জন্য সেরা ৫ টি ফ্রি থিম

হ্যালো বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনাদের কে আমাদের এই সাইটে আমার পক্ষ থেকে জানাই স্বাগতম। আজকের পোস্ট এ আমি আপনাদের সাথে ওয়ার্ডপ্রেসে ব্লগিং এর জন্য সেরা ৫ টি ফ্রি থিম এই বিষয় টি নিয়ে কথা বলবো। তো চলুন দেরি না করে পোস্ট টি শুরু করে দেওয়া যাক।

 

বর্তমানে আমরা অনেকেই ওয়ার্ডপ্রেস সাইট পরিচালনা করে আসছি। আর ওয়ার্ডপ্রেস সাইটের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। তার মধ্যে অন্যতম একটি বিষয় হলো- থিম নির্ধারণ (Theme Selection). আর আমরা অনেক সময় থিম নির্ধারণের বিষয়ে জ্ঞান না রেখেই বাজে, অগোছালো ও হেভি টাইপের ওয়ার্ডপ্রেস থিম আমাদের সাইটের জন্য সিলেক্ট করি। কিন্তু এতে আমাদের সাইটের বিভিন্ন অসুবিধা হয়। যেমন:

১. সাইটের লোডিং স্পিড কম হওয়া। অর্থাৎ সাইট ২. লোড হতে বেশি সময় লাগে।
৩. এসইও তে সমস্যা হয়।
৪. এডসেন্স পেতে সমস্যা হয়।
৫. সাইট দেখতে অগোছালো ও খারাপ লাগে।
৬. এর ফলে সাইটে ভিজিটর কম আসে।

বুঝতেই পারছেন যে, ওয়ার্ডপ্রেস সাইটের জন্য ‘থিম সিলেকশন’ কতটা গুরুত্বপূর্ণ একটি বিষয়! তাই থিম সিলেকশনের দিকে নজর দিতে হবে। আর এই আর্টিকেলে আমি মূলত সেই বিষয়েই আলোচনা করব।

বিভিন্ন প্রকার ওয়ার্ডপ্রেস থিম রয়েছে। সেগুলোর মধ্যে কিছু কিছু থিম ফ্রি, আর কিছু কিছু থিম প্রিমিয়াম মানে টাকা দিয়ে কিনতে হয়। তার মধ্যে আমি আজকে সেরা ৫ টি ফ্রি থিম নিয়ে কথা বলব। এই থিমগুলো নিয়ে নিচে বিশদভাবে আলোচনা করা হলো-

 

GeneratePress

জেনারেটপ্রেস সবচেয়ে ফাস্ট ও অন্যতম একটি ফ্রি ওয়ার্ডপ্রেস থিম। এর প্রিমিয়াম থিমও রয়েছে। তবে এই ফ্রি থিম দ্বারাই বিভিন্ন ব্লগিং সাইট পরিচালিত হচ্ছে। এই থিমে আপনি বিভিন্ন ফিচার পাবেন। যেমন:

1. ফাস্ট লোডিং স্পিড
2. সম্পূর্ণ রেসপন্সিভ ডিজাইন
3. ২৫ টির বেশি ভাষায় অনুদিত
4. অন্যতম ব্লক এডিটর গুটেনবার্গ (Gutenberg) সাপোর্ট করে। যেটা আপনাকে ব্লগ লিখতে অনেকাংশে সাহায্য করবে।
5. ভ্যালিড HTML ও CSS এর ব্যবহার
6. ৬০ টির বেশি কালার কন্ট্রোল
7. শক্তিশালী ডায়নামিক টাইপোগ্রাফি এবং ৫ টি নেভিগেশন কেন্দ্র
8. ড্রপডাউন মেনু, ৫ টি সাইডবার লেআউট এবং ৯ টি ওয়াইজেট এরিয়া

Download Link: Download This Theme

 

Astra

ওয়ার্ডপ্রেস থিম গুলোর মধ্যে জনপ্রিয়তার দিক দিয়ে Astra অন্যতম। এই থিমটিও GeneratePress থিমের মতো লাইটওয়েট এবং দ্রুত লোডিং স্পিড রয়েছে। এই থিমও প্রিমিয়াম হিসেবে পাওয়া যায়। যার নাম হলো- Astra Pro. এই থিমটি আপনি আপনার ব্লগের জন্য ব্যবহার করতে পারেন।

এই থিমটির ফিচার সমূহ:
1. কাস্টম কালার, লোগো ও মেনু
2. সম্পূর্ণ প্রস্থবিশিষ্ট, ডান-বাম সাইডবার ও মাইক্রো ফরম্যাট
3. RTL ভাষা সাপোর্টেড
4. সুন্দর থিম অপশন ও থ্রেড কমেন্ট
5. অধিক ফাস্ট ও হালকা থিম

Download Link: Download This Theme

 

OceanWP

বর্তমানে ওয়ার্ডপ্রেস থিমগুলোর মধ্যে OceanWP বেশ জনপ্রিয়। এটি ফাস্ট ও হালকা ওজনের একটি থিম। বর্তমান কালে প্রতিদিন গড়ে প্রায় ২৮০০ বার এই থিমটি ডাউনলোড করা হচ্ছে। এই থিমটি ফ্রি থিম গুলোর মধ্যে বেশ ভালো অবস্থানে রয়েছে।

এই থিমের কিছু ফিচার-
1. দ্রুত এবং হালকা
2. হাই এক্সেসে সক্ষম ও ব্লক এডিটর যুক্ত
3. কাস্টম ব্যাকগ্রাউন্ড, কালার ও মেনু
4. RTL ভাষা সাপোর্টেড ও সুন্দর সাইডবার
5. প্রশস্ত ব্লক এবং স্টিকি পোস্ট

Download Link: Download This Theme

 

MH Magazine Lite

সুন্দর ও ফ্রি রেসপন্সিভ থিমগুলোর মধ্যে এটি অন্যতম ও সেরা একটি থিম। এই থিমটি সিকিউর, ফাস্ট ও সুন্দর ডিজাইনের একটি থিম। আপনারা জানলে অবাক হবেন যে, আমাদের এই সাইটটি MH Magazine Lite থিম দ্বারা পরিচালিত হচ্ছে। ব্লগের পাশাপাশি বিভিন্ন নিউজে বা ম্যাগাজিনে এই সাইটটি ব্যবহার করতে পারবেন। চাইলে এই থিমটি একবার ব্যবহার করে দেখতে পারেন।

Download Link: Download This Theme

 

Neve

নেভ একটি সুপার ফাস্ট ও সুন্দর থিম। এই থিমটি আগে জনপ্রিয় না থাকলেও ২০২১ সালের মাঝামাঝি সময়ে বেশ জনপ্রিয়তা লাভ করে। বর্তমানে এই থিমটি গড়ে প্রতিদিন ২০০০ থেকে ২৫০০ বার ডাউনলোড হয়ে থাকে। এই থিমটি ব্লগের পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন।

এটার কিছু ফিচার-

1. সুপার ফাস্ট ও সহজে কাস্টমাইজ করা যায়
2. ব্লগের পাশাপাশি ই-কমার্স, এজেন্সি, পোর্ট ফোলিও, স্টারআপ সাইটে ব্যবহারযোগ্য
3. সম্পূর্ণ AMP প্রস্তুতকৃত
4. SEO অপটিমাইজ এবং গুগলে টপ র্যাংকিংয়ে সাহায্য করে
5. Gutenberg সাপোর্টেড এবং এটি ব্লগ লিখার জন্য বেশ উপকারী

Download Link: Download This Theme

 

তো বন্ধুরা আশা করি পোস্ট টি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম পোস্ট পেতে প্রতিদিন ভিজিট করতে থাকুন আমাদের এই সাইট টি। আবার দেখা হবে পরবর্তী কোনো পোস্ট এ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেয।

Share the article..

Leave a Comment