ছোট বাচ্চাদের জন্য সেরা ৩ টি এন্ড্রয়েড গেমস

হ্যালো বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনাদের কে আমাদের এই সাইটে আমার পক্ষ থেকে জানাই স্বাগতম। আজকের পোস্ট এ আমি আপনাদের সাথে বাচ্চাদের জন্য ৩ টি জনপ্রিয় গেম এর রিভিউ এই বিষয় টি নিয়ে কথা বলবো। তো চলুন দেরি না করে পোস্ট টি শুরু করে দেওয়া যাক।

 

বাচ্চা নেই এমন পরিবার খুব কমই আছে এই মূহুর্তে। তো বর্তমানে যে অবস্থা বাচ্চারা তো পারলে পেট থেকে বের হয়েই মোবাইল ব্যহার শুরু করে দেয়। তো বাচ্চাদের যথা সম্ভব মোবাইল থেকে দূরে রাখা উচিত। তবে এখনকার মা-বাবা রা বেশিরভাগ সময় এই মোবাইল এর ক্ষতিকর দিক টা ভাবেন না। তো তারা খুশি মনে বাচ্চাকে আপডেট রাখতে হাতে তুলে দেন মোবাইল ফোন।

তো আমরা সেই দিকে না যেয়ে, বাচ্চাদের যদি মোবাইল অন্য সব কাজ থেকে দূরে রেখে ছোট খাটো ২-৩ টা গেম খেলতে দেওয়া হয় তাহলে তারা মোবাইলের অন্য সব কাজের থেকে দূরে থাকতে পারবে। তো এখন প্রশ্ন হলো এমন কী গেম ওদের খেলতে দিবো যেটায় ওরা আনন্দের সাথে খেলবে।

তো আজকে আমি এমন ৩ টি গেম নিয়ে এসেছি যেটা বাচ্চারা অনেক আনন্দের সাথে খেলতে পারবে। নিচে সেগুলো সম্পর্কে জানানো হলো।

 

Talking Tom 2

বাচ্চাদের ভালো লাগার মতো একটি সেরা গেম হলো এটি। বাচ্চারা তো থাক, অনেক বড় রাও এই গেম খেলে। আমি নিজেও মাঝে মাঝেই এই গেম খেলি। আসলে ভালো লাগে। গেম খেলার সময় নিজেকে বাচ্চা বাচ্চা মনে হয়। তো এই গেম টি মূলত একটি ছোট বিড়াল ছানাকে নিয়ে। এখানে আপনি একটি বিড়াল পাবেন, যেটি আপনি যা বলবেন ওটিও তাই বলবে। বিড়াল কে আপনি খাওয়াতে পারবেন, তার সাথে খেলতে পারবেন।

মোট কথা অবসর সময়ের জন্য ও বাচ্চাদের জন্য বেস্ট গেম। এই গেমটি তে গ্রাফিক্স ও অনেক সুন্দর ব্যবহার করা হয়েছে। এটি প্লে স্টোরে ৪.১ রেটিং এ রয়েছে এবং এর ডাউনলোড সংখ্যা ৫০০ মিলিয়নের ও বেশি, তাহলে বুঝতেই পারছেন কতটা জনপ্রিয় এই গেম। এই গেম টি এর সাইজ মাত্র ১১০ এম্বি। এই গেম প্লে স্টোরে খুব সহজেই পেয়ে যাবেন।

 

Talking Tom Friends

Outfit7 Limited গেম ডেভোলোপার দের অন্য তম একটি গেম হলো এটি। উপরের গেম টি ও এই ডেভোলোপার রা ই বানিয়েছে। তবে উপরের গেম টি তে আপনারা পাবেন মাত্র ১ টি বিড়াল এবং সেটাকে নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন, মানে ড্রেস, কালার ইত্যাদি। তবে এই গেম টি তে আপনারা টোটাল বিড়াল পাবেন ৫ টি। মানে এক গেম এর মধ্যই আপনারা ৫ টি বিড়াল গেম এর ফিল পাবেন।

এই গেম টি প্লে স্টোরে ৪.২ রেটিং এ রয়েছে এবং এটি ডাউনলোড করা হয়েছে ১০০ মিলিয়ন এর ও বেশি বার। এটি এর সাইজ মাত্র ১১৮ এমবি। এবং এই সাইজের তুলনায় গ্রাফিক্স অনেক ভালো পাবেন। গেমটি খুব সহজেই প্লে স্টোরে পেয়ে যাবেন।

 

Talking Angela 2

এই গেম টি অনেকটা টকিং টম ২ এর মতোই। শুধু টকিং টম ২ তে বিড়াল হিসেবে আপনি পাবেন পুরুষ বিড়ালকে এবং এটাতে পাবেন একটি মেয়ে বিড়াল। তবে দুই টা গেম এর কিছু পার্থক্য ও আছে। সেটা আপনি খেললে বুঝতে পারবেন। এটা মূলত ছোট মেয়েদের গেম। তাই আমি এটা খেলি নি। তাই বেশি কিছু বলতে পারলাম না। তাও আমি প্লে স্টোরে রিভিউ দেখে বুঝলাম অনেকটাই ভালো গেম এটি।

এই গেম টি প্লে স্টোরে ৪.৩ রেটিং এ রয়েছে এবং এটি ডাউনলোড করা হয়েছে ১০০ মিলিয়ন এর ও বেশি বার। এটি এর সাইজ মাত্র ১৩৯ এমবি। এবং এই সাইজের তুলনায় গ্রাফিক্স অনেক ভালো পাবেন। গেমটি খুব সহজেই প্লে স্টোরে পেয়ে যাবেন।

 

বিদ্রঃ এই ৩ টি গেম অনেক জনপ্রিয় গেম বাচ্চাদের জন্য। এগুলো প্লে স্টোরে খুব সহজেই পেয়ে যাবেন৷ তো এর জন্য আমি আর কোনো ডাউনলোড লিংক দিলাম না।

 

তো বন্ধুরা আশা করি পোস্ট টি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম পোস্ট পেতে প্রতিদিন ভিজিট করতে থাকুন আমাদের এই সাইট টি। আবার দেখা হবে পরবর্তী কোনো পোস্ট এ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেয।

Share the article..

Leave a Comment