হোয়াটস এপ এ এলো নতুন আপডেট, জেনে নিন কি আসলো নতুন আপডেটে!

হ্যালো বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনাদের কে আমাদের এই সাইটে আমার পক্ষ থেকে জানাই স্বাগতম। আজকের পোস্ট এ আমি আপনাদের সাথে হোয়াটস এপ এর নতুন আপডেট এই বিষয় টি নিয়ে কথা বলবো। তো চলুন দেরি না করে পোস্ট টি শুরু করে দেওয়া যাক।

 

এই তো মাত্র কিছুদিন হলো হোয়াটস এপ এ এসেছে নতুন আপডেট। এই আপডেট এ হোয়াটস এপ এর জন্য ৩ টি বড় আপডেট এসেছে। আজকে এর পোস্ট এ আমি আপনাদের সাথে হোয়াটস এপ এর এই নতুন তিনটি আপডেট এ কি কি ফিচার যুক্ত হলো সেই বিষটি নিয়েই কথা বলবো।

 

হোয়াটস এপ কী?

সত্যি কথা বলতে এই প্যারা টা লিখতে গিয়ে আমার নিজের ও অনেক টা হাসি পাচ্ছিলো। এর কারণ হলো হোয়াটস এপ কী? এটা জানে না এমন কে আছে আপনারাই বলুন! এটা লেখা অনেকটা বোকামী। তার পরেও আর্টিকেল এর সৌন্দর্যের জন্য এটা লেখা অনেক জরুরি। কারণ একটা আর্টিকেল এ একটা ফোকাস টপিকের পাশা পাশি তার সম্পর্কে এক্সট্রা কিছু দেওয়া ও বেশ যুক্তি যুক্ত। তো যাই হোক,,

হোয়াটস এপ হলো মূলত একটি সোশ্যাল মিডিয়া মেসেজিং এপ। এটা অনেকটা ফেসবুক মেসেঞ্জার ও টেলিগ্রাম এর মতো একটি এপ। যা আপনারা জানেন। তাও এটা জানিয়ে দেওয়া দায়িত্ব এর মধ্য পরে জন্য জানাই দিলাম।

তো হোয়াটস এপ এ বেশ কিছুদিন ধরেই কিন্তু নিউ আপডেট দেওয়া হচ্ছিলো না। কিন্তু নতুন যে আপডেট দেওয়া হলো তা হোয়াটস এপ ব্যবহার কারী দের জন্য আসলেই অনেকটা ভালো।

তো চলুন এবার জেনে নেই যে নতুন কী কী ফিচার যুক্ত হলো হোয়াটস এপ এর নিউ আপডেট এ।

 

হোয়াটস এপ এর নতুন আপডেট

হোয়াটস এপ এর নতুন আপডেট এ ১ টি নতুন ফিচার যুক্ত হয়েছে এবং ২ টি আগের ফিচার কে একটু মোডিফাই করে আপনাদের জন্য সহজলভ্য করে তোলা হয়েছে। তো, যে যে আপডেট এসেছে তা নিম্নে বলছিঃ

১. বড় গ্রুপ চ্যাট
২. বড় ফাইল শেয়ারিং
৩. মেসেজ রিকেশন

তো জেনে নিলাম কি কি আপডেট এসেছে। চলুন এবার এগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিইঃ –

 

বড় গ্রুপ চ্যাট

বড় গ্রুপ চ্যাট কী সেটা হয়তো অনেকে বুঝতে পেরেছেন। আপনারা যারা হোয়াটস এপ ব্যবহার করেন তারা তো জানেন ই হোয়াটস এপ এর প্রতি গ্রুপে মাত্র ২৫৬ জনকে যোগ করা যেতো। মানে হলো আগে একটি হোয়াটস এপ গ্রুপে ২৫৬ জন এর বেশি আর কাউকে যুক্ত করা যেতো না। কিন্তু এখন থেকে মানে নতুন আপডেট এর পর থেকে প্রতিটা গ্রুপে আগের থেকে দ্বিগুণ অর্থা ২৫৬ × ২ = ৫১২ জন কে যুক্ত করা যাবে।

এটা নিশ্চয়ই হোয়াটস এপ ব্যবহার কারী দের জন্য অনেক বড় একটা বিষয়। এই আপডেট টি হোয়াটস এপ এ যারা বেশি মেম্বার এর গ্রুপ চালান তাদের জন্য বেশ কাজের হবে। তবে একসাথে ৫১২ জন মেম্বার যদি মেসেজ করতে থাকে তাহলে মেসেজ গুলো কিভাবে কী হবে তা নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা।

 

বড় ফাইল শেয়ারিং

হোয়াটস এপ এর ২য় আপডেট হলো বড় ফাইল শেয়ারিং। যারা হোয়াটস এপ ব্যবহার করেন তারা কিন্তু যানেন যে হোয়াটস এপ এ ১০০ এম্বি এর বেশি ফাইল আপলোড করা বা শেয়ার করা যেতো না। ফলে আমরা যদি কোনো প্রকার মোবাইলে শুট করা বড় কোনো ভিডিও বিশেষ করে ১০০ এম্বি এর বেশি হয় তাহলে সেটা কে আর শেয়ার বা আপলোড করা যেতো না।

তবে নতুন আপডেট এর পর থেকে আপনারা যে কাউকে ২ জিবি এর মতো ফাইল আপলোড বা শেয়ার করতে পারবেন। এর মানে এখন থেকে নিজেদের করা যে কোনো ভিডিও বা স্মৃতি কারক কিছু ভিডিও যা ১০০ এমবি এর বেশি তাও শেয়ার করতে পারবেন আপনারা।

 

মেসেজ রিয়েকশন

এই আপডেট এর সব থেকে বড় আপডেট হলো এটাই। এটা মেসেঞ্জারের জন্য পুরানো হলেও হোয়াটস এপ এর জন্য একেবারে নতুন একটি ফিচার। আমি হোয়াটস এপ ব্যবহার করা শুরু করি গত ১.৫ মাস আগে থেকে। আর এটা ব্যবহার শুরু এর পরেই মেসেঞ্জার ও হোয়াটস এপ এর মধ্য অনেক পার্থক্য পেয়েছে। যার মধ্য অন্যতম হলো মেসেজে রিয়েকশন দেওয়া।

তো এর ঘাটতি তা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে। তবে এখন আর এমন কিছু হবে না। কেননা হোয়াটস এপ এর এই নতুন আপডেট ৩য় ফিচার হলো মেসেজ রিয়েকশন। এখন যে কোনো মেসেজ আপনারা মেসেজ অনুযায়ী রিয়েকশন দিতে পারবেন। তবে এখানেও একটা লিমিট আছে।

মেসেঞ্জারে আমরা চাইলে যে কোনো রিয়েক্ট দিতে পারি। তবে হোয়াটস এপ থেকে আমরা শুধু মাত্র ৬ টি ডিফল্ট রিয়েক্ট ই দিতে পারবো। সেগুলো হলো,

১. লাইক (?),
২. হার্ট (❤️),
৩. ক্রাই লাফিং (?),
৪. শকড / ওয়াও (?),
৫. স্যাড (?) ও
৬. হ্যান্ডস টুগেদার / প্রেয়ার (?)

এই ৬ টি রিয়েকশন ই পাবেন হোয়াটস এপ এ। তবে আশা করা যায় ভবিষ্যতে আরো রিয়েকশন ও আপডেট যুক্ত হবে।

 

এখন আপনাদের একটি হোয়াটস এপ এর খারাপ দিক বা কমতি দিক এর কথা বলি। মেসেঞ্জারে আমরা চ্যাট হেড বা বাবল চ্যাট পাই। যা দিয়ে আমরা ভিডিও দেখা বা যে কোনো কাজের মাঝেও মেসেজিং করতে পারি। কিন্তু এটা হোয়াটস এপ নেই। ফলে বার বার কাজের মাঝে হোয়াটস এপ এ প্রবেশ করে মেসেজ এর উত্তর দিয়ে হয়। তো আশা করছি নেক্সট আপডেট এ হোয়াটস এপ এটা নিয়ে কাজ করার চেষ্টা করবে।

 

তো বন্ধুরা আশা করি পোস্ট টি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম পোস্ট পেতে প্রতিদিন ভিজিট করতে থাকুন আমাদের এই সাইট টি। আবার দেখা হবে পরবর্তী কোনো পোস্ট এ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেয।

Share the article..

Leave a Comment