এন্ড্রয়েড ফোন এর জন্য ভিন্ন ক্যাটাগরির একটি দারুন গেম

হ্যালো বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনাদের কে আমাদের এই সাইটে আমার পক্ষ থেকে জানাই স্বাগতম। আজকের পোস্ট এ আমি আপনাদের সাথে এন্ড্রয়েড ফোন এর জন্য ভিন্ন ক্যাটাগরি এর একটি গেম এই বিষয় টি নিয়ে কথা বলবো। তো চলুন দেরি না করে পোস্ট টি শুরু করে দেওয়া যাক।

 

আমরা সকলেই গেম খেলতে ভালোবাসি তাই না? তো মাঝে মাঝে এমন হয় যে, আমরা সেইম ক্যাটাগরি এর গেম গুলো খেলতে খেলতে অনেকটা বোর হয়ে যাই। যেমনঃ আমি একটা এফপিএস গেম খেললাম। এটার লেভেল শেষ এখন এটাকে আনইন্সটল করে আবার অন্য কোনো এফ পি এস গেম ডাউনলোড করে খেলতে থাকলা।

এতে অনেকের ই মাঝে মাঝে বোরিং ফিল হয়। তো এর জন্য আজকে আমি ভাবলাম আপনাদের জন্য কিছু ভিন্ন ক্যাটাগরি এর গেম নিয়ে আসি। যে গুলো খেললে আপনি বোরিং ও হবেন না সাথে মজাও পাবেন। আসলে গেম এমন জিনিস যা খেলতে থাকলে আমরা বাকি সব কিছু ভুলেই যাই।

তো এমন টা হলে চলবে না। আমাদের গেম খেলা উচিত। একেবারেই খেলা উচিত নয় সেটা আমি বলবো না। কিন্তু গেম খেলা উচিত তার লিমিট ঠিক রেখে। গেম খেলার সাথে সাথে আশে পাশে কি হচ্ছে সে বিষয় টা ও আমাদের লক্ষ রাখা উচিত।

তো যাই হোক, আমরা চলে যাই এই আর্টিকেল এর মূল টপিক এ। আমরা আজকে দেখবো এন্ড্রয়েড ফোন এর ভিন্ন ক্যাটাগরি এর একটি গেমস। যা আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন সেই গেম টি সম্পর্কে জেনে নেওয়া যাক।

 

এন্ড্রয়েড এর ভিন্ন ক্যাটাগরি এর সেরা একটি গেম

নিম্নে আপনাদের জন্য এন্ড্রয়েড ফোনের ভিন্ন ক্যাটাগরি এর কয়েকটি গেম দেওয়া হলোঃ

 

Word Search

কেমন হয় বলুনতো যদি একটি গেম খেলার পাশা পাশি আমরা কিছু শিখতে পারি। আর যদি গেম টি খেলে আমরা ইংরেজি শিখতে পারি তাহলে তো কোনো কথাই নেই। এই গেমটি তে আপনারা গেম খেলার পাশা পাশি অনেক ইংরেজি অক্ষর শিখতে পারবেন।

এই গেমটি তে আপনাদের অনেক গুলো লেভেল দেওয়া হবে যা খেলে শেষ করতে প্রায় ১ মাস এর বেশি সময় লাগবে। যদি প্রতিদিন আপনি ২০ টা করেও লেভেল শেষ করেন তাও প্রায় ১ মাস লাগবে। আর এই গেম এ প্রতিদিন একটি করে ডেইলি মিশন পাবেন। আবার রয়েছে চ্যালেঞ্জ অপশন।

চ্যালেঞ্জ অপশন এও পাবেন অনেক অনেক লেভেল যা শেষ করতে আরো ১-২ মাস সময় লাগবে। মেইন কথা আপনি প্রায় আড়াই মাস এর আগে এই গেম সম্পূর্ণ খেলতে পারবেন না। তো যাই হোক গেম যত দেরিতে শেষ হবে ততই ভালো। কেননা আমরা চাই একটা গেম কে দীর্ঘ দিন খেলতে।

তো যাই হোক এই গেম এ আপনাদের প্রতিটা লেভেল এ স্ক্রীন এর উপরের দিকে কয়েকটা ওয়ার্ড দিয়ে দিবে। আর নিচে অনেক অনেক অক্ষর থাকবে। সেগুলো কে একসাথে করে উপরে দেওয়া অক্ষর বানাতে হবে। এই গেম টি আমি পরিবারের ছোট দের কে খেলানোর জন্য হাইলি রিকোমান্ড করবো।

পরিবারে অনেক ছোট বাচ্চারা আছে যারা কিনা মোবাইল গেম এ আসক্ত হয়ে পড়েছে। তো তাদের যদি এই গেম টি খেলতে দেওয়া হয় তারা গেম টি খেলে মজাও পাবে আবার কিছু শিখতেও পারবে। তো মোট কথা এই গেমটি হয়তো সকলের ই ভালো লাগবে।

এই গেমটি সম্পূর্ণ একটি অফলাইন গেম। এটা প্লে স্টোর থেকে সরাসরি ডাউনলোড করতে পারবেন। এটা প্লে স্টোর এ ৪.৪ রেটিং র রয়েছে এবং এর রিভিউ সংখ্যা প্রায় ১০৪ হাজার টি৷ এটা প্লে স্টোর থেকে ৫ মিলিয়ন এর ও বেশি বার ডাউনলোড করা হয়েছে এবং সাইজ মাত্র ৮.৭ এম্বি।

এই গেমটি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে নিচে থাকা ডাউনলোড বাটন এ ক্লিক করে ডাউনলোড করে নিন।

Word Search গেম এখান থেকে ডাউনলোড করুন।

 

তো বন্ধুরা আশা করি এই পোস্ট টি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এরকম সব পোস্ট পেতে প্রতিদিন ভিজিট করতে থাকুন আমাদের এই ওয়েব সাইট টি। আবার দেখা হবে পরবর্তী কোনো পোস্ট এ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেয।

Share the article..

Leave a Comment