জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পদ্ধতি

 জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পদ্ধতিঃ

▪️অনার্স ভর্তির প্রাথমিক আবেদন চলবে ২২শে মে থেকে ৯ই জুন পর্যন্ত।
▪️ভর্তি পরীক্ষা ছাড়াই এসএসসি ও এইচএসসি ফলাফলের ভিত্তিতে ছাত্রছাত্রী ভর্তি করানো হবে।
▪️ আবেদন যোগ্যতা এসএসসিতে নূন্যতম ৩.৫০ এবং এইচএসসি তে নূন্যতম ৩.০০ করে পেতে হবে।
▪️ ক্লাস শুরু হবে ৩রা জুলাই

▪️ প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে মেধা তালিকা তৈরী করে পরীক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির বিষয় বরাদ্দ দেয়া হবে।একই প্রতিষ্ঠান/কলেজে একই বিষয়ে দুই বা ততোধিক আবেদনকারীর প্রাপ্ত ফলাফল একই হলে সেক্ষেত্রে এ সকল আবেদনকারীর পর্যায়ক্রমে

i) ৪র্থ বিষয়সহ SSC ও HSC পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর যথাক্রমে ৪০% ও ৬০% .
ii) প্রয়োজন হলে SSC ও HSC পরীক্ষার মোট প্রাপ্ত নম্বরের যথাক্রমে ৪০% ও ৬০%.
iii) এর পরেও যদি দুই বা ততোধিক আবেদনকারীর প্রাপ্ত ফলাফল একই হয়, তা হলে যার বয়স কম হবে তাকে অগ্রাধিকার দেয়া হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি সংক্রান্ত জরুরী লিংকসমূহঃ

➡অনলাইনে আবেদনের ওয়েবসাইট এর ঠিকানাঃ
www.nu.ac.bd/admissions

➡Admission Notice :
http://www.nu.ac.bd/admission-notice.php

আবেদন কলেজ কর্তৃক নিশ্চিত হলে শিক্ষার্থীর মোবাইলে SMS এর মাধ্যমে জানানো হবে।

বিঃদ্রঃ আবেদন ফরমে যদি কোন ভুল থাকে তবে আবেদনকারী তা Cancel করে নতুন করে আবেদন করতে পারবে। ১ বারের বেশি Cancel করা যাবেনা। কলেজ কর্তৃক আবেদন ফরম নিশ্চিত হলে তা আর Cancel করা যাবে না।
▪️ আবেদনকারীকে প্রাথমিক আবেদনের ফরমের প্রিন্ট বা পিডিএফ সংগ্রহ করতে হবে এবং এ আবেদন ফি বাবদ ২৫০/- টাকা ও আবেদন কপি সংশ্লিষ্ট কলেজ কতৃক নির্ধারিত সময়ের মধ্যে কলেজে জমা দিতে হবে৷ সংশ্লিষ্ট কলেজ যে সকল প্রাথমিক আবেদন online-এ নিশ্চয়ন করবে সে সকল শিক্ষার্থীদের তাদের মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে তা জানিয়ে দেয়া হবে৷

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি ফলাফলঃ

মেধাতালিকায় যার পয়েন্ট বেশি থাকবে সেই সুযোগ পাবে। ফলাফল কয়েকটি ধাপে প্রকাশিত হবে। যেমনঃ
* ১ম মেধাতালিকা।
* ২য় মেধাতালিকা (আসন খালি থাকা সাপেক্ষে) ও মাইগ্রেশন।
* কোটা ও ও মাইগ্রেশন এর মেধাতালিকা।
* রিলিজ স্লিপ এর আবেদন এবং রিলিজ স্লিপ এর মেধাতালিকা।

[বি.দ্রঃবিভাগীয় ও জেলা সরকারী কলেজে ৯ পয়েন্ট নিচে আবেদন না করাই ভালো]
* কারো কিছু জানার থাকলে প্রশ্ন করতে পারেন, উত্তর দেয়ার চেষ্টা করবো।

ধন্যবাদ।
– আবির দাস

Share the article..

Leave a Comment