ইউটিউব এর নতুন নিয়ম মনিটাইজেশন ছাড়া ভিডিওতে দেখানো হবে এড।

আসসালামু আলাইকুম

আসা করি সবাই ভালো আছেন।

আজকে আপনাদের সাথে ইউটিউব এর নতুন একটি বিগ আপডেইট নিয়ে।কিছু দিন আগে ইউটিউবের তরফ থেকে আসল সুখবর সেই সাথে খারাপ খবরও আসলো। এখন থেকে ইউটিউব যত চ্যানেল আছে এবং লিগাল কনটেন্ট আছে সব ভিডিওতে ইউটিব বিজ্ঞাপন চালাবে। তবে কিছু শর্ত সাপেক্ষে চলবে সেই বিজ্ঞাপন। এমনটাই জানিয়েছে ইউটিউব। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে সব ভিডিওতে বিজ্ঞাপন দেখাবে গুগল। তবে খারাপ হচ্ছে চ্যানেল মনিটাইজেশন না থাকলে সেই বিজ্ঞাপনের কোনো অর্থই পাবেন না কনটেন্ট ক্রিয়েটররা।

ইতিমধ্যে এই নিয়ম যুক্তরাষ্ট্রে চালু হয়েছে। তবে বিশ্বব্যাপী এই মনিটাইজেশন নিয়ম চালু হতে সময় লাগতে পারে ২০২১ সালের মাঝে পর্যন্ত।

এতদিন বিজ্ঞাপন পেতে হলে নির্দিষ্ট কিছু শর্ত মেনে ইউটিউব পার্টনার প্রোগ্রাম ‘ওয়াইপিপি’র সদস্য হতে হতো। তার মধ্যে অন্যতম শর্ত ছিল এক হাজারেরও বেশি সাবক্রাইব হতে হবে এবং এক বছরে ৪ হাজার ঘণ্টা ভিউ থাকতে হবে।

নতুন নিয়ম অনুযায়ী, ইউটিউবের ওয়াইপিপিতে নেই এমন চ্যানেলের ভিডিওতেও বিজ্ঞাপন চলবে। তবে ওয়াইপিপিতে না থাকার কারণে বিজ্ঞাপন থেকে আয় করা অর্থ বঞ্চিত হবে কনটেন্ট ক্রিয়েটররা।

যারা মনিটাইজেশন পেয়েছেন তাদের ইনকাম কিছুটা কমে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।কারন হচ্ছে এখন সব ভিডিওতে বিজ্ঞাপন দেখানের ফলে কিছুটা বিজ্ঞাপন কম এই দেখাবে যাদের চ্যানেলে মনিটাইজশন আছে। ফলে আয় কমে যেতে পারে।

অন্যদিকে যাদের নির্দিষ্ট কিছু শর্ত মেনে ইউটিউব পার্টনার প্রোগ্রাম ‘ওয়াইপিপি’র সদস্য হতে হতো। তার জন্য অন্যতম শর্ত ছিল এক হাজারেরও বেশি সাবক্রাইব হতে হবে এবং এক বছরে ৪ হাজার ঘণ্টা ভিউ হয় নাই কিন্তু তাদের উপার্জিত সম্পুর্ন অর্থ চলে যাবে ইউটিউব এর হাতে কিন্তু এতে মনিটাইজশন না পাওয়া চ্যানেল এ কোনো প্রভাব পরবে না বলে জানিয়েছে ইউটিউব।

এর ফলে আরো একটি সুবিধা হবে আপনার চ্যানেল মনিটাইজশনগত কোনো সমস্যা থাকলে আগেই যেনে যেতে পারছেন।এবং সমস্যাটা সমাধান করতে পারবেন।

আপনি চাইলে ইউটিউব এর আপডেট নিয়ে পোস্টটি পড়তে পারেন।ইউটিউব বিজ্ঞান নতুন আপডেট সোস ক্লিক করুন

আসা করি পোস্টটি আপনাদের ভালো লেগেছে সেই সাথে পস্টটি অনেক ইনফরমেটিব ছিলো।

পোস্টটি ভালো লাগলে বন্ধুদের সাথে সেয়ার করে আপনাদের বন্ধুদেরকে জানার সুযোগ করে দিন। সেই সাথে নিয়মিত ভিজিট করুন আমাদের সাইটে।

ধন্যবাদ সম্পুর্ন পোস্টট পড়ার জন্য।

Share the article..

1 thought on “ইউটিউব এর নতুন নিয়ম মনিটাইজেশন ছাড়া ভিডিওতে দেখানো হবে এড।”

  1. After checking out a few of the blog posts on your web page, I truly like your technique
    of writing a blog. I book-marked it to my bookmark webpage list and will be checking back in the near future.

    Take a look at my website too and tell me what you think.

    Reply

Leave a Comment