দারাজ থেকে পণ্য অর্ডার করার সহজ উপায়, দারাজ পণ্য অর্ডার করার নিয়ম।

দারাজ থেকে পণ্য অর্ডার করার সহজ উপায়, দারাজ পণ্য অর্ডার করার নিয়মঃ দারাজ সম্পর্কে আমাদের কমবেশি সবারই ধারনা আছে। কারণ দারাজ হচ্ছে আমাদের দেশের সবচেয়ে বড় ই-কমার্স ওয়েবসাইট। দারাজ অ্যাপের মাধ্যমে খুব সহজে পণ্য অর্ডার করা যায়। নতুন দারাজ অ্যাপে পণ্য অর্ডার করুন আরো সহজে।

অনলাইন হতে পণ্য কেনাকাটা কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন দারাজ মোবাইল অ্যাপ হতে পারে আপনার বিশ্বস্ত সঙ্গী। বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন শপিং মল দারাজ থেকে আপনারা কিভাবে শপিং করবেন তা সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি আজকের আর্টিকেলে। তাই ধৈর্য ধরে বসে সম্পূর্ণ আর্টিকেলটি দেখার অনুরোধ রইলো কিভাবে দারাজ থেকে পণ্য অর্ডার করবেন।দারাজ থেকে পণ্য অর্ডার করার সহজ উপায়, দারাজ পণ্য অর্ডার করার নিয়ম।

দারাজ কি?

ইন্টারনেটের কল্যাণে আমরা সবাই ঘরে বসেই অনলাইনে মাধ্যমে বা ইন্টারনেটের মাধ্যমে কেনাকাটা করে থাকি। বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন শপিং মল হলো দারাজ। আগে মানুষ বাজারে যে বা শপিংমলে যে তাদের প্রয়োজনীয় পণ্য কেনাকাটা করতে হতো। কিন্তু বর্তমানে তথ্য প্রযুক্তির উন্নতির ফলে ঘরে বসেই যেকোনো পণ্য কেনাকাটা করা যায় খুব সহজে। বাংলাদেশে অনেক অনলাইন শপিং মল বা অনলাইন শপিং ওয়েবসাইট আছে তার মধ্যে দারাজ অন্যতম।

বর্তমানে ঘরে বসে অনলাইনে মাধ্যমে কেনাকাটা করাটা অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। আপনি ঘরে বসেই অনলাইনে মাধ্যমে যেকোনো পণ্য কেনাকাটা করতে পারবেন এবং সে পণ্যটি আপনার ঘরের মধ্যেই দিয়ে যাওয়া হয় তাই এটি ধীরে ধীরে অনেক জনপ্রিয় হয়ে উঠতেছে। বর্তমানে অনেক গুলো অনলাইন শপিং কোম্পানি রয়েছে। যেগুলোর মধ্যে দারাজ থেকে পণ্য কিনতে সকলেই পছন্য করে থাকেন।

দারাজ থেকে পণ্য কেনার সুবিধা

অনলাইন শপিং করার সময় ভালো মানের পণ্য প্রত্যাশা আমরা সকলেই করি। বর্তমানে বাজারে অনলাইন শপিং করার জন্য অনেক ওয়েবসাইট এবং অ্যাপস আছে। কিন্তু তারপরও দারাজ অনেক জনপ্রিয়। অন্যান্য অনলাইন শপিং অ্যাপস বা ওয়েবসাইট থেকে একটু বেশি সুবিধা দিয়ে থাকে। আসুন এক নজরে দেখে নেয়া যাক দারাজ থেকে পণ্য কেনার সুবিধা গুলো।

দারাজ থেকে আপনার পছন্দমত প্রোডাক্ট অর্ডার করতে পারবেন। আপনার প্রয়োজন অনুযায়ী যে জিনিসটি কিনতে চান, সেটি সার্চ করে নিজের পছন্দ অনুযায়ী পণ্য order করতে পারবেন।
সময়মত প্রোডাক্ট হাতে পেতে পারবেন। সময়মতো পণ্য ডেলিভারি পাবেন।
একসাথে অনেক গুলো পণ্য আপনি অর্ডার করতে পারবেন এখান থেকে।
আপনাকে পন্য অর্ডার করার সাথে সাথে পেমেন্ট করতে হবে না। ক্যাশ অন ডেলিভারি বা নগদ মূল্য পরিশোধ করতে পারবেন। তাছাড়া আপনি চাইলে বাংলাদেশী পেমেন্ট গেটওয়ে গুলো ব্যবহার করে পেমেন্ট করতে পারবেন। যেমন, বিকাশ, রকেট, নগদ ইত্যাদি।
বেশিরভাগ পণ্যেই আপনি কিছু পরিমাণ discount পেতে পারবেন। যা আপনার জন্য কিছুটা লাভজনক।

দারাজে অর্ডার করার নিয়ম – দারাজ থেকে পণ্য কেনার নিয়ম

অনলাইন শপিং করার জন্য দারাজ অ্যাপ হল অন্যতম একটি অনলাইন শপিং মল। দারাজ থেকে ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন শপিং করা যায় তবে আজকে আপনাদের সাথে দারাজ অ্যাপ থেকে কিভাবে অর্ডার করবেন বা দারাজ থেকে পণ্য কেনার নিয়ম সব কিছু এখানে আলোচনা করা হবে। দারাজ থেকে পড়লো কেন সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে আপনি আগে পেমেন্ট করে পণ্য ক্রয় করা লাগবে না। আপনি পণ্য ডেলিভারি পাওয়ার সাথে সাথে পেমেন্ট করতে পারবেন।

অন্যান্য অ্যাপস বা ওয়েবসাইট থেকে দারাজে কেনাকাটা করা খুব সহজ। তবে আজকে আমরা দারাজ অ্যাপ থেকে কিভাবে অনলাইন শপিং করবেন তা দেখাবো তো চলুন দেখে নেওয়া যাক দারাজ থেকে কিভাবে পণ্য অর্ডার করবো।

দারাজ থেকে কিভাবে পণ্য অর্ডার করবো

আপনি যদি দারাজ থেকে কোন প্রোডাক্ট ক্রয় করতে চান তাহলে প্রথমে আপনাকে দারাজ ওয়েবসাইট বা Daraz Apps গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে।

ডাউনলোড হয়ে গেলে আপনার নিজস্ব ইনফরমেশন দিয়ে Daraz Apps এ একাউন্ট করে নিন। একাউন্ট হয়ে গেলে দারাজে কিভাবে পণ্য অর্ডার করতে হয় তা দেখি চলুন।

প্রথমে আপনি দারাজ অ্যাপটি ওপেন করুন। দারাজ অ্যাপ টি ওপেন করলে নিচের মত একটি ইন্টারফেস সামনে খুলে যাবে।

দারাজ পণ্য অর্ডার করার নিয়ম


এবার আপনি এখানে স্ক্রল ডাউন করেও পছন্দমত প্রোডাক্ট দেখে নিতে পারেন তাছাড়া আপনার প্রয়োজন মত সার্চ করে আপনার প্রয়োজনীয় পণ্য খুঁজতে পারেন আমি এখানে পাওয়ার ব্যাংক সার্চ করলাম।

দারাজ পণ্য অর্ডার করার নিয়ম

এবার আপনার পছন্দ অনুযায়ী এবং বাজেট অনুযায়ী পছন্দ করুন। আপনি যদি একাধিক পণ্য কিনতে চান তাহলে Add to Card ক্লিক করবেন আজ একটি পণ্য কিনতে চান তাহলে Buy Now তে ক্লিক করবেন।

দারাজ পণ্য অর্ডার করার নিয়ম


এখানে ঠিকানা যোগ করুন নামে একটি অপশন দেখতে পারবেন। এখানে আপনাকে ঠিকানা যোগ করতে হবে। আপনার ঠিকানা বা address ভালোভাবে যোগ করে নিন। এই ঠিকানায় আপনাকে পণ্য পাঠনো হবে। এরপর আপনার phone number এবং email address দিতে হবে। এরপর নিচে ডেলিভারি চার্জ কত দিতে হবে সেটি দেখানো হবে। একদম নিচে চার্জ সহ প্রোডাক্টের মোট মূল্য দেখতে পারবেন। এরপর অর্ডার প্লেস করুন বা pocced to pay এ ক্লিক করতে হবে।

দারাজ পণ্য অর্ডার করার নিয়ম


এবার আপনি অনলাইন গেটওয় দেখতে পাবেন সেখানে বিকাশ নগদ সবকিছু পেয়ে যাবেন তাছাড়া ক্যাশ অন ডেলিভারি করতে পারবেন। এরপর আপনি order number দেখতে পারবেন। সাথে কত তারিখের মধ্যে পণ্য আপনি হাতে পাবেন সেটিও দেখানো হবে।

উপরে দারাজ থেকে প্রোডাক্ট কেনার নিয়ম দেখানো হয়েছে। আশা করি আপনারা সবকিছু ভালো ভাবে বুঝতে পেরেছেন। এভাবেই দারাজে অর্ডার করতে পারবেন।

দারাজ থেকে পণ্য কিভাবে হাতে পাবেন

দারাজে অর্ডার দেওয়ার একদিন অথবা দুইদিন পর আপনার কাছে একটি কল আসতে পারে। যেখানে বলা হবে দারাজ বাংলাদেশ থেকে আপনি যদি অর্ডারকৃত পণ্যটি পেতে চান তাহলে ১ চাপুন আর অর্ডারটি বাতিল করতে চাইলে ২ চাপুন। যেহেতু আপনি পণ্য কিনবেন তাই ১ চাপতে হবে।

এরপর তারিখ অনুযায়ী এক সপ্তাহের মধ্যে তবে বেশিরভাগ সময় ২-৩ দিন এর কুরিয়ার থেকে ডেলিভারি ম্যান আপনাকে কল করে সেই জায়গায় যেতে বলবে যেখানকার ঠিকানা আপনি দিয়েছেন।

এরপর আপনি পণ্য হাতে পেতে পারেন। এবং আপনি যদি ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকেন তাহলে পন্য হাতে পেয়ে এর বিল পরিশোধ করতে পারবেন।

আমার শেষ কথা

এখানে আমরা খুব সহজে কিভাবে দারাজ থেকে পণ্য অর্ডার করবেন তা উপস্থাপন করার চেষ্টা করেছি তার জন্য কিছু ছবিও সংযুক্ত করেছি আপনাদের বোঝার সুবিধার্থে।

দারাজ পণ্য অর্ডার করার নিয়ম এই আর্টিকেলটি আশা করি আপনাদের ভালো লেগেছে। আর্টিকেলটি আপনার বন্ধুদের সাথে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে ভুলবেন না কিন্তু।

আর আর্টিকেলের সাথে জড়িত কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন।

Share the article..

Leave a Comment