ভারত থেকে পণ্য আমদানি

ভারত থেকে পণ্য আমদানিঃ ভারত থেকে পণ্য আমদানি করতে চান তাহলে আপনাকে কিছু নিয়ম অনুসারে আগাতে হবে।বাংলাদেশি কোন ব্যক্তি ভারত থেকে পণ্য আমদানি করতে হলে তাকে প্রথমেই আমদানী লাইসেন্স করতে হবে । প্রথমেই দেখি আমদানী লাইসেন্স করতে কি কি কাগজপত্র লাগবেঃ

১) ট্রেড লাইসেন্স;

২) চেম্বার অথবা স্বীকৃত ট্রেড অ্যাসোসিয়েশনের বৈধ সদস্যতা সনদপত্র;

৩) TIN সার্টিফিকেট;

৪) ব্যাংক সচ্ছলতা সনদ;

৫) পাসফোর্ট সাইজের ছবি

এগুলো থাকলে আপনি আমদানী ও রপ্তানী নিয়ন্ত্রন অধিদপ্তর থেকে আমদানী লাইসেন্স করে নিতে পারবেন । আমদানী লাইসেন্স পাওয়ার পরে এবার আপনাকে ইন্ডিয়ার থেকে একজন বিক্রেতা খুজতে হবে এবং তার থেকে আপনার পছন্দমাপিক পন্য কেনার জন্য অর্ডার করতে হবে। উক্ত বিক্রেতা হয়ত আপনার থেকে LC চাইতে পারে । LC চাইলে আপনাকে একটি ব্যংক থেকে বিক্রেতার নামে একটি LC খুলতে হবে । এরপর LC কাগজ বিক্রেতার কাছে পাঠাতে হবে । আর LC পেলেই বিক্রেতা আপনার পন্য জাহাজে বা গাড়ীতে পাঠিয়ে দিবে । আপনার পন্য বাংলাদেশ বর্ডারে আসলে সেখানে আপনাকে আমদানী শুল্ক পরিশোধ করতে হবে । এর পরে আপনার পন্য আপনি নিয়ে আসতে পারবেন।
আপনি যদি ভারত থেকে পণ্য আমদানি করে বাংলাদেশে বিক্রয় করতে চান তাহলে কিভাবে বিক্রয় করবেন ? এখানে মূল বিষয়গুলো এমন ভাবে আলোচনা করা হলো যাতে এই লেখাটি সম্পূর্ণ পড়ার পর আপনারা খুব সহজে বিদেশ থেকে নিজেই আপনার পছন্দের পণ্য দেশে এনে ব্যবসা করতে পারেন। যেকোনও দেশ থেকে পণ্য আমদানির প্রক্রিয়া প্রায় একই রকম।

১.শুরুতেই “আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রকের অধিদপ্তর” থেকে একটি আমদানি লাইসেন্স করতে হবে। আমদানি লাইসেন্স করতে হলে যে সকল প্রয়োজনীয় কাগজ পত্র লাগবে – আমদানি কারকের জাতীয় পরিচয় পত্র, আমদানি কারকের তিন কপি ছবি, ট্রেড লাইসেন্স, ব্যাংক সলভেন্সী সার্টিফিকেট, ট্রেড এসোসিয়েশন সনদ, আমদানি কারকের TIN সার্টিফিকেট ।

২. আমদানি লাইসেন্স করার পর আপনাকে যে দেশ থেকে পণ্য আনবেন সেই দেশের উৎপাদনকারী বা পণ্য সরবরাহকারীর সাথে যোগাযোগ করতে হবে। বর্তমানে alibaba.com বা amazon.com থেকে online এ অনেকে পণ্য এনে বিক্রয় করছে। তাছাড়া যোগাযোগের মাধ্যম বেশ জনপ্রিয় ও সহজ। তবে আপনি যদি ভারত থেকে পণ্য আমদানি করতে চান তাহলে যেকোনও মাধ্যমে আপনার পছন্দের বিক্রেতার সাথে যোগাযোগ করতে পারেন।

যোগাযোগ করতে পারেন- 01826477994
01768168367

Share the article..

Leave a Comment